Friday, May 31, 2024

WiNDOWS 11 এর লাইট ভার্সন; Clean11। Debloated Version of WiNDOWS 11; Clean11

WiNDOWS 11 এর লাইট ভার্সন; Clean11। Debloated Version of WiNDOWS 11; Clean11

আসসালামুয়ালাইকুম

আজকে WiNDOWS 11 এর একটা লাইট ভার্সন Introduce করবো। এই লাইট ভার্সনটি মূলত তাদের জন্য যাদের কম্পিউটারের পার্ফরমেন্স অনেক খারাপ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয়হ্যাং করে তাদের জন্য। আর এটা শতভাগ নিরাপদ।

আর হ্যা যেহেতু এটা উইন্ডোজ ১১, তাই যাদের কম্পিউটারের র‍্যাম ৪ জিবি তাদের জন্য মূলত এই বিল্ডটা। এই বিল্ডে প্রায় সব ধরনের ফিচার রাখা হইছে, যা বাদ দেয়া হইছে তা একদমই সামান্য যা আসলে তেমন কারোই কাজে লাগেনা

Overview (বিল্ডের তথ্য):

💥প্রাইভেসি, ডাটা শেয়ার ডিসেবল ও পার্ফরমেন্স ইম্প্রুভমেন্ট করা হয়েছে

💥 TPM, 4 GB RAM আর SECURE Boot বাদ দেয়া হয়েছে

💥 ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন যেকোনো কম্পিউটা্রেই চলবে

💥Dot Net 3.5 এনাবল করা আছে (এটা বিজয় বায়ান্ন-সহ বিভিন্ন সফটওয়ারে লাগে)

💥সকল প্রকার এনিমেশান এনাবল করা আছে

💥 ভার্চুয়াল র‍্যাম এনাবল আছে, যাতে লো-এন্ড কম্পিউটারে বড় সফটওয়ার ক্র্যাশ না করে

 

 

 

 

Installation (& Recommendation)

• USB ড্রাইভে ISO বুট করতে Rufus সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন (অন্যান্য দিয়ে করলেও সমস্যা নেই)

•  বাংলাদেশে মাক্সিমাম কী-বোর্ড ই-এস টাইপের তাই শুরুতে কী-বোর্ড লে-আউট US সিলেক্ট করুন
•  পছন্দসই পার্টিশনে ক্লিন ইন্সটল দিন; মানে সেটাপের সময় ‘Custom Installation’ সিলেক্ট করুন

•  ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পরে, কম্পিউটার একবার রিস্টার্ট হবে

•  সেটাপের সময় অবশ্যই ইন্টারনেট লাগানোর দরকার নেই

• পেন ড্রাইভ বুট করার সময় ‘Disable Bitlocker Drive Encryption’ এনাবল রাখবেন। (এমনি Bitlocker অফ আছে বাট বেটার সেফটির জন্য RUFUS দিয়ে বুট করলে এটা টিক দিয়ে দিবেন)

যা বাদ দেয়া হয়েছেঃ

যেসব সফটওয়ার বাদ দেয়া হইছেঃ

Clipchamp

News

Weather

Xbox (চাইলে রি-ইন্সটল করা যাবে)

GetHelp

GetStarted

Office Hub

Solitaire

PeopleApp

PowerAutomate

ToDo

Alarms

Mail and Calendar

Feedback Hub

Maps

Sound Recorder

Your Phone

Media Player

QuickAssist

Internet Explorer

Tablet PC Math

Edge

OneDrive

Eye Control

Microsoft Sticky Notes

Smart Screen

 

যেসব কম্পোনেন্ট/ফিচার বাদ দেয়া হইছেঃ

Windows Defender (ডিসেবল আছে, চাইলে এনাবল করা যাবে)

Windows Update (এই ঝামেলা পুরোপুরি বাদ দেয়া হইছে)

Logging বাদ দেয়া হইছে (এটা হুদাই কম্পিউটারের বিভিন্ন কাজের হিস্টরি রাখে)

Telemetry বাদ দেয়া হইছে (এটা কম্পিউটারের উপর নজরধারি করে, মাইক্রোসফটের কাছে ডাটা পাঠায়)

Windows Component Store (WinSxS)

Kernel Debugging

Microsoft Family (Parental Controls)

Not Sure about Microsoft Store

User Experience Virtualization

Bitlocker Drive Encryption

Windows Spotlight

Smartscreen

Windows Firewall (চাইলে এনাবল করা যাবে)

WinRE

আরো হয়তো কিছু আছে যা বাদ/ডিসেবল করা হইছে

বি.দ্রঃ যেহেতু এই বিল্ডে কোনো ব্রাওজার নাই তাই,

পেন ড্রাইভে আগেই ইন্সটলার ফাইল সেভ রাখতে পারেন

অথবা,

মোবাইলে ডাউনলোড করে, ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারে নিয়ে আসতে পারেন

ক্রোমের অফলাইন ভার্সনের লিঙ্কঃ https://ift.tt/5E9VH7B

অথবা,

Powershell এ এই বিশাল কোড টা লিখে করে ব্রাউজার ইন্সটল করতে পারেন

$Path = $env:TEMP; $Installer = “chrome_installer.exe”; Invoke-WebRequest “https://ift.tt/Odh1Hpw; -OutFile $Path\$Installer; Start-Process -FilePath $Path\$Installer -Args “/silent /install” -Verb RunAs -Wait; Remove-Item $Path\$Installer

কিছু কথাঃ

যারা উইন্ডোজ লাইট মোটামোটি চিনেন তাদের অনেকেই বলবেন এর স্টোরেজ সাইজ অনেক বেশি। আমারটার সাইজ বেশি কারন,

১/  আমি COMPACT OS ফিচার-টা এনাবল করি নাই, করলে সাইজ কমে বাট প্রসেসর ইউস অনেক বাড়ে

২/ আমি ভার্চুয়াল র‍্যাম এনাবল রাখছি, যাতে যাদের র‍্যাম কম তাদের যাতে সফটওয়ার ক্র্যাশ না করে; এটা কয়েক জিবি নিয়ে রাখে নেয়

পার্থক্য (Original vs Clean11)

ফাইল ডাউওনলোড

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

 

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

The post WiNDOWS 11 এর লাইট ভার্সন; Clean11। Debloated Version of WiNDOWS 11; Clean11 appeared first on Trickbd.com.


FakeCash AI Update Telegram Prank Bot. বিকাশ, নগদের হোমপেজে হাজার, হাজার কোটি, কোটি টাকা লোড করুন, এমনকি  ব্যাটারি চার্জ ও পরিবর্তন করুন!

FakeCash AI Update Telegram Prank Bot. বিকাশ, নগদের হোমপেজে হাজার, হাজার কোটি, কোটি টাকা লোড করুন, এমনকি ব্যাটারি চার্জ ও পরিবর্তন করুন!

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।

আজকের পোস্টে দেখবে কিভাবে আমরা বিকাশের হোমপেজে হাজার হাজার কোটি কোটি টাকা শো করাবো। এতদিন আমরা দেখে আসছি কিভাবে আমরা বিকাশ নগদ এর ফেইক মানি স্ক্রিনশট তৈরি করব ?

কিন্তু আজকের সিস্টেমটা আরও আপডেট করা হয়েছে অলরেডি এই টেলিগ্রাম বট নিয়ে একবার পোস্ট করেছিলাম , তবে সেখানে কিছু সমস্যা ছিল এবং এই সার্ভিস গুলো ছিল না।

তো নতুন করে এই বট টি কে আপডেট করার পর থেকে পাবলিশ করা হয়েছে । এবং সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা অলরেডি এটা সম্বন্ধে জানেন না, তারা খুব সহজে এখান থেকে ফেক হোম ব্যালেন্সের স্ক্রিনশট তৈরি করতে পারবেন।

এবং আপনার বন্ধুদের সাথে মজা করতে পারবেন । এটা শুধুমাত্র শিক্ষনীয় উদ্দেশ্যে এবং মজা করার উদ্দেশ্যে টিউটোরিয়ালে দেখানো হলো এবং বট টি তৈরি করা হয়েছে, সুতরাং এটার মাধ্যমে কেউ কোন প্রকার খারাপ কাজে ব্যবহার করে কোন খারাপ কাজ করলে এটার জন্য আমি বা trickbd সম্পৃক্ত নই, এটা শুধুমাত্র প্রেম করার জন্য এবং prank করার উদ্দেশ্যে বানানো হয়েছে। 

 

আপনারা যারা ফেক ফ্রেন্ড মানের স্ক্রিনশট তৈরি করতে চান তারা আমার প্রোফাইল থেকে পোস্টটি দেখে আসতে পারেন এখন আমি এই পোস্টে চলে যাচ্ছি। 

এই টেলিগ্রাম বটের সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা পুরোপুরি রিয়েল স্টিক স্ক্রিনশট তৈরি করে । এমনকি আপনার বর্তমানে তারিখ ডেট সময়, এমনকি মোবাইলে চার্জ পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারবেন।

Bot Link : @FinicalScreenShotGenerator_bot

আপনি যদি একটা অরিজিনাল স্ক্রিনশট এর সাথে মিলান তাহলে দেখতে পারবেন যে কোন তফাতে নেই, দুটাই প্রায় সেম।

এখানে আপনি বিকাশ স্ক্রিনশট অপশন এ ক্লিক করবেন

 

তারপর এখানে দুইটা অপশন দেখতে পারবেন প্রথমের অপশনটা থেকে আপনি ফেক সেন্ড মানি স্ক্রিনশট তৈরি করতে পারবেন । এবং দ্বিতীয় অপশন থেকে আপনি ফেক ব্যালেন্সের টাকা শো করতে পারবেন , তো আমরা যেহেতু ফেক ব্যালেন্সের টাকা শো করাব এ কারণে আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করে দিলাম।

 

 

দ্বিতীয় অপশনে ক্লিক করার পর আপনার কাছে আপনার নামটা চাওয়া হবে তারপর আপনার নাম লিখে পাঠাবেন।

এরপর আপনার কাছে আপনার টাকার পরিমান চাওয়া হবে তারপর আপনি কত টাকা দেখাতে চান সে টাকার পরিমাণ লিখবেন।

 

তারপর স্ক্রিনশটের মধ্যে যে ব্যাটারি চার্জ আছে  সেই ব্যাটারি চার্জের ভিতর আপনি কত পারসেন্ট চার্জ শো করাতে চান সেটা লিখবেন যেমন আমি লিখে দিলাম।

 

এরপর দেখতে পারবেন আপনাকে ফেক ব্যালেন্স স্ক্রিনশট তৈরি করে দিয়েছে । আমি যদি আপনাদের স্ক্রিনশটটা একদম ফুলভাবে দেখে তাহলে দেখুন নিচে কেমন দেখা যাচ্ছে।

 

দেখুন এখানে একবার সবকিছু রিয়েল স্টিক।

 

 

নগদের স্ক্রিনশট তৈরি করার জন্য নগদের অপশনে ক্লিক করবেন তারপর দুই নাম্বার অপশনটা চুজ করে নেবেন এরপর আপনার টাকার পরিমান লিখবেন।

 

এরপর আপনি আবার আপনার ব্যাটারি চার্জ কত পারসেন্ট দেখা দেখান সেটা লিখে সেন্ড করে দেবেন তারপর দেখতে পারবেন আপনাকে আপনার স্ক্রিনশট তৈরি করে দিয়েছে।

 

তো আমি যদি নগোতে স্ক্রিনশট  ফুল ইমেজটা dদেখায় তাহলে দেখুন একদম রিয়াল

 

তো আশা করি আপনারা parnk করার জিনিস Prank করার উদ্দেশ্যে ব্যবহার করবেন .আজকের পোস্টটি এ পর্যন্তই.

The post FakeCash AI Update Telegram Prank Bot. বিকাশ, নগদের হোমপেজে হাজার, হাজার কোটি, কোটি টাকা লোড করুন, এমনকি ব্যাটারি চার্জ ও পরিবর্তন করুন! appeared first on Trickbd.com.


আইফোনে মড এপ্স কিভাবে ব্যবহার করবেন? আসুন জেনে নেয়া যাক (BONUS YOUTUBE PREMIUM) Feat Sideloadly

আইফোনে মড এপ্স কিভাবে ব্যবহার করবেন? আসুন জেনে নেয়া যাক (BONUS YOUTUBE PREMIUM) Feat Sideloadly

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন।
আপনি ভাল থাকলেও আশে-পাশের মানুষের প্রতি সহানুভূতিশীল হন, এবং এই বৈরিক আবহাওয়ায় প্রানীদের ও খেয়াল রাখুন
ত আসুন মুল বক্তব্যে আসা যাক।
শুরুতে আমি প্রতিবার ইউটিউবের ১মাসের ট্রায়াল প্যাক ইউজ করতাম তা আবার অনেক ঝামেলা, আবার ইউটুব ছাড়া অনেক এপ্স যেমন PICSART, Whatsapp এসব প্রো/ক্লন করার সুবিধা আইফোনে নেই বললেই চলে। ত কয়েকদিন ধরেই এই ব্যাপারে ঘাটাঘাটি করতেছিলাম।
তবে ট্রিকবিডিতে এই নিয়ে কোন পোস্ট আমার চোখে পড়লো না।

গুগল এবং ইউটুব ঘেটে অনেক কম্পলেক্স নোটস পড়ে সবচেয়ে সহজ এবং সেইফ পদ্ধতিটা পেয়েছি সেটাই আজ আমি শেয়ার করবো এখানে।

প্রয়োজনীয় জিনিস

  • কম্পিউটার Win10/Win11 বাকি অপারেটিং সিস্টেমেও হতে পারে তবে আমার Win11
  • ডাটা ক্যাবল 
  • এপেল একাউন্টযুক্ত আইফোন এবং এপেল একাউন্টের পাসওয়ার্ড
  • Sideloadly সফটওয়ার যার লিংক https://sideloadly.io/
  • আর IPA ফাইল।  (IPA ফাইল হলো আইফোনের এপস এর এক্সটেনশন যেমন এন্ড্রয়েডের Apk, উইন্ডোজ এর exe )

IPA ফাইল কোথায় পাব?
নিচে আমার ব্যবহৃত কয়েকটি এপ্স এর ফাইল ড্রাইভে আপলোড করে দিব, এগুলা সেইফ ই মনে হচ্ছে আমার কাছে, তবুও নিজ দায়িত্বে ইউজ করবেন। আর অবশ্যই পার্মিশন থেকে ট্রাকিং অফ করে দিবেন
ইউটুবে জিমেইল এড করবেন না, করলেও নতুন করবেন (আর চেঞ্জ করা লাগবেনা)
IPA File Drive Link:-   Click Here To Download from Google Drive

App List:

  1. Youtube Premium (uYoutube)

  • Ad-Free Browsing: Bid farewell to interruptions and enjoy seamless video playback without annoying advertisements.
  • Background Playback: Keep your favorite videos running in the background while you multitask or lock your device.
  • Video and Audio Downloads: Download videos, shorts, and audio tracks in various formats, including MP4 and WebM, for offline viewing and listening pleasure.
  • Built-in Media Player: Experience downloaded content in a custom player with background playback support for uninterrupted entertainment.
  • Tab Management: Hide and arrange tabs to customize your YouTube app layout according to your preferences.
  • Auto Play and Captions Control: Take control of your viewing experience by disabling auto-play videos and captions.
  • Gesture Controls: Easily adjust volume, brightness, and seek position by swiping on the video screen with intuitive gestures.
  • Export Options: Seamlessly export downloaded videos and audio tracks to the Camera Roll or the Music app for convenient access.
  • Control Center Integration: Manage playback and scrub through content directly from the Control Center for added convenience.
  • Additional Features: Auto fullscreen, two-finger tap for play/pause, video looping, speed rate adjustment, HD playback on cellular data, iPad layout optimization, and much more!
  1. Picsart Premium

    প্রিমিয়াম আনলোকেড

  2. Whatsapp Mod (watusi)

         আপাতত  এই ৩টাই দিচ্ছি আমি

আমি নিয়মিত বিভিন্ন IPA ফাইল টেস্ট করে শেয়ার করার চেস্টা করবো, তবে আপনাদের কোন এপ্স এর প্রয়োজন হলে কমেন্টেও জানাতে পারেন, আমি পার্সোনালি টেস্ট করে তারপর শেয়ার করবো ইনশাআল্লাহ

(তবে IPA ফাইলসের জন্য কয়েকটি টেলিগ্রাম চ্যানেল আছে যারা মোড গেমস এবং এবং এপ্স শেয়ার করে
চাইলে আমি লিংক দিতে পারি তবে রিস্ক থাকায় আমি পাব্লিকলি শেয়ার করবো না। আপনারা চাইলে খুজে নিতে পারেন, অথবা নিজ দায়িত্বে আমার টেলিগ্রামে নক করতে পারেন)

Sideloadly

এটা মুলত একটা ফ্রি টুলস যেটা আপনাকে ৭দিন এর এক্সেস সহ সর্বোচ্চ ৩টি মুড এপ্স ইন্সটল করার সুযোগ দিবে। ৭দিনের এক্সেস বলতে লাইসেন্স দিবে ৭দিনের এরপর রিনিউ করে নিতে হবে। এক ক্লিকেই হয়ে যাবে তাই ঝামেলা নাই তেমন

Sideloadly এর বিকল্প:

হ্যা এর কিছু বিকল্প আছে তবে ইন্সটল প্রসেস খুবই কমপ্লেক্স লেগেছে আমার কাছে, এবং নিউয়ার আইওএস ভার্সনগুলোর এখনো সাপোর্ট আসেনি। যদি আসে তবে শেয়ার করবো ইনশাআল্লাহ

ইন্সটল করার প্রক্রিয়া:

  1. প্রথমে আইটুন্স ড্রাইভার ইন্সটল করে নিবেন, যদি না থাকে তবে 3utools ইন্সটল করে নিবেন এবং অটো ড্রাইভার ইন্সটল হয়ে যাবে।

    আর যাদের আইফোন আছে তারা অবস্যই এটা জেনে থাকবে তাই এদিকে আগালাম না।

  2. উপরের লিংক থেকে Sideloadly সফটওয়ারটি ডাউনলোড করে অপেন করুন,

    ইন্সটল নিতে সময় লাগবে একটু এবং ড্রাইভার ইন্সটল নিবে পার্মিশন চাইলে গ্রান্ট করে দিবেন।

  3. এরপর IPA ফাইলটি ড্রাগ করে সাইডলোডলি এপে ছেড়ে দিন (কপি করি যেভাবে)

    সাইডলোডলিতে এপেল একাউন্ট এড এর অপসন পাবেন, এড করে নিন, ২ফ্যাক্টর থাকলে দিয়ে দিবেন।

  4. সম্পুর্ণভাবে একাউন্ট এড হলে এটার কাজ আপাতত শেষ

    এবার আইফোনের সেটিংস এ যান প্রাইভেসি এন্ড সেটিংস থেকে ডেভলপার মুড অন করে নিন

  5. এবং ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করে

    সাইডলোডলি এপে Start বাটনে ক্লিক করুন। কয়েকমিনিট লাগবে এপ ইন্সটল হতে হয়ে গেলে আইফোন থেকে এপে প্রবেশ করার চেস্টা করুন,

  6. যদি ইরর আসে তবে এপ কেটে সেটিংস এ প্রবেশ করুন এবং দেখবেন উপরেই আসছে প্রফাইল এড এর রিকুয়েস্ট, প্রফাইলটা এড করে নিবেন

  7. তারপর আবার ওই এপে প্রবেশ করুন এবং দেখুন এপ্স ইন্সটল হয়ে গেছে। ব্যাচ কাজ এই পর্যন্তই শেষ তবে ৭দিন পর সেইমভাবেই এপ্সটি আবার ইন্সটল করে নিবেন যাস্ট এক ক্লিকেই হয়ে যাবে


 

 

 

 

 

 

কিছু কথা:
গত ৩মাস আগে আমার সর্বপ্রথম একটা পোস্ট পাব্লিশ হয় যেটা আমি আরো ১বছর আগে করেছিলাম হয়তোবা, সেটা ছিল OPENWRT নিয়ে। কিন্তু বর্তমান সময়ে আমার এই ব্যাপারে তেমন একটা ইন্টারেস্ট নেই, এবং ওই রাউটার টিও আমার কাছে নেই। আমি কখনো ভাবিওনি যে আপনারা এত আগ্রহী হয়ে উঠবেন এটার প্রতি।
এবং বর্তমানে আমি বাসার বাইরে রয়েছি, তবে সব কিছু ঠিক থাকলে আ মি অতিসিঘ্রই ইনশাআল্লাহ বাসায় পৌছে আমি একটা রাউটার কিনে এনে আবার এক্সপেরিমেন্ট করে এই ব্যাপারে ২য় পোস্ট করবো।
এক্সপেরিমেন্ট বলার কারণ এই ব্যাপারে ইউটুবেও খুব কম টিউটোরিয়াল আছে, আর আমি ২বছর আগে এটা ইন্সটল করেছিলাম এখন অনেককিছুই হয়তো ভুলে গেছি।

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি খুবই নতুন লেখক ট্রিকবিডিতে
ধন্যবাদ সকলকে
ধন্যবাদ ট্রিকবিডি টিমকে

The post আইফোনে মড এপ্স কিভাবে ব্যবহার করবেন? আসুন জেনে নেয়া যাক (BONUS YOUTUBE PREMIUM) Feat Sideloadly appeared first on Trickbd.com.


Thursday, May 30, 2024

Mlwbd এর বদলে Telegram দিয়েই এক ক্লিকে বের করে নিন বিভিন্ন হলিউড, বলিউড মুভি

Mlwbd এর বদলে Telegram দিয়েই এক ক্লিকে বের করে নিন বিভিন্ন হলিউড, বলিউড মুভি


সময় কাটানোর একটি চমৎকার মাধ্যম হচ্ছে মুভি দেখা। মুভি দেখে যেমন একদিকে বিনোদন নেয়া যায় তেমনি মুভিগুলোতে থাকে বিভিন্ন ফিলোসফি,মেটাফোর জিনিস যেগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়। বিভিন্ন দেশের বিভিন্ন মুভি তাদের দেশের কালচার সহ ক্রিয়েটর,অ্যাক্টরদের ট্যালেন্ট তুলে ধরে।

মুভি দেখার জন্য আজকাল বিভিন্ন OTT প্ল্যাটফর্ম রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন সাবস্ক্রিপশন সহ ওয়েবসাইট। এসব যেমন পেইড হয়ে থাকে, তেমনি ফ্রি ওয়েবসাইটগুলোতেও থাকে বিভিন্ন বিজ্ঞাপন বা অ্যাড। তাছাড়া বিভিন্ন লিংক রিডাইরেকশন এর ঝামেলাও থাকে।যার কারনে মুভি ডাউনলোড প্রসেস অনেকটা দীর্ঘ হতে পারে। তাছাড়া অনেকের কাছে বেশ ঝামেলার বলে মনে হতে পারে।

তবে আজকে দেখাবো এসব থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন।Telegram বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম বলা যায় মুভি দেখার জন্য। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের মুভি আপলোড করা হয়ে থাকে। তবে একেক চ্যানেলে একেক মুভি থাকায় সেগুলো খোঁজাও বেশ ঝামেলাপূর্ণ কাজ।

এজন্য আজকে পরিচিত করাবো এমন একটি টেলিগ্রাম বট নিয়ে যেটি দ্বারা আপনারা শুধু মুভির টাইটেল দিয়েই মুভির টেলিগ্রাম ফাইলটি পেয়ে যাবেন। আপনাকে কোন ধরনের লিংক রিডাইরেকশন বা অ্যাড দেখার ঝামেলা নেই।

টেলিগ্রাম Bot এর নাম Ipapkorns

প্রথমে বটটির কিছু সুবিধা তুলে ধরা হলো

১.কোন ধরনের ব্রাউজার লিংক নেই।অর্থাৎ আপনাকে লিংকে ক্লিক করে ব্রাউজার ওপেন করতে হবে না।

২.গুগল ড্রাইভ এর বদলে টেলিগ্রামেই মুভিটি ফাইল ফরম্যাটে পেয়ে যাবেন।

৩.বিভিন্ন কোয়ালিটি ও সাইজের মুভিটি পেয়ে যাবেন।এর ফলে নিজের পছন্দের রিজোল্যুশন আর সাইজ দিয়ে ডাউনলোড করতে পারবেন।

বটটির লিংক https://t.me/iPapkornFbot

প্রথমে বটটি অপেন করে start এ ক্লিক করে নিন

এরপর রিপ্লাই আসবে আপনি সেখানে মুভির নাম লিখুন।যেমন আমি লিখলাম Spiderman 3

দেখুন আমার ফলাফল চলে আসছে।এখন পছন্দ মতো ফাইলটি ক্লিক করে নিন।

দেখুন ফাইনাল রেজাল্ট চলে আসছে। এখন সেটি একটি কনট্যাক্টে ফর‌ওয়ার্ড করে রাখুন। এটি মূলত সেফটির জন্য যাতে কপিরাইট না আসে। এটি ফর‌ওয়ার্ড না করলে অটো ডিলিট হয়ে যাবে।

আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে।যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল।

The post Mlwbd এর বদলে Telegram দিয়েই এক ক্লিকে বের করে নিন বিভিন্ন হলিউড, বলিউড মুভি appeared first on Trickbd.com.


আপনার Wi-Fi Connection সাথে কোন কোন FTP Server যুক্ত আছে দেখে নিন।

আপনার Wi-Fi Connection সাথে কোন কোন FTP Server যুক্ত আছে দেখে নিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাব আপনার Wi-Fi Connection সাথে কোন কোন FTP Server যুক্ত আছে দেখে। আপনি এই ট্রিকটি মোবাইল ও পিসি দুটোতেই ব্যবহার করতে পারেন।

  • প্রথমে FTP Server Test লিংটিতে ক্লিক করুন।
  • প্রথম মত FTP Support করে শুধু মাত্র Wi-Fi Connection.
  • নিচে তিনটি ওপশন দেখতে পাচ্ছেন আপনি যদি শুধুমাত্র Test only FTP Server সিলেক্ট করেন তাহলে প্রায় সব ধরণের কন্টেট পাওয়া যায় [Software, Document, video, audio & others] সেগুলো পাবেন অর্থাৎ পিসি সার্পোটেট FTP Server পাবেন।
  • ২ নং TV Server যে কন্টেট গুলো টিভিতে সার্পোট করে সেগুলো [Video Content] পাবেন।
  • ধরুন আপনি প্রথমটা সিলেক্ট করছেন। এখন Run The Test বাটনে ক্লিক করুন।

  • Run The Test বাটনে ক্লিক পর নিচে দেখুন আপনার Wi-Fi Connection সাথে যেগুলো সার্পোট করবে সেগুলো দেখতে পাবেন।
  • যে গুলো কাজ করবে সেগুলা Working দেখাবে, আর যেগুলো কাজ করবে না সেগুলো Not Working দেখাব আপনারা চেষ্টা করে দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন।

 

আজকে ট্রিকটি খুবই ছোট তবে কার্যকরী ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post আপনার Wi-Fi Connection সাথে কোন কোন FTP Server যুক্ত আছে দেখে নিন। appeared first on Trickbd.com.


Wednesday, May 29, 2024

Wifi BDIX Bypass for 7 days. Turbo VPN account. Unlimited super speed

Wifi BDIX Bypass for 7 days. Turbo VPN account. Unlimited super speed

2 Turbo VPN Account

আসসালামুয়ালাইকুম

আশাকরি টাইটেল দেখেই বুঝতে পেরেছেন তাই বেশি কিছু বলছি না আর কাজের থেকে বেশি কথা বলা‌ পছন্দ না।

প্রথম বলে রাখি বাঙ্গালী জাতি হিসেবে আমরা বেশ সুবিধাজনক না।
সব সময় কার পিছনে বাঁশ দেয়া যায় সেই তালে থাকে।
এই রকম মানুষ গুলো যেনো আমার পোস্ট এড়িয়ে যায়।
আমি নিশ্চিত কিছু বাঙালি এই অ্যাকাউন্ট গুলো খেয়ে ফেলবে।
এই ছোট মন মানসিকতা নিয়ে কি হবে ভাই? এর থেকে সবাই মিলে ব্যবহার করলেই তো হয়। এই পোস্টে যদি তেমন আপনাদের সারা পাই তাহলে পরবর্তীতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং অন্যান্য bdix support vpn অ্যাকাউন্ট নিয়ে আসবো।

👉নোট: 7 days free trial/জাদের isp bdix সাপোর্ট করে না তাড়া এড়িয়ে চলুন। বেশির ভাগ isp এই ভিপিএনে কাজ করে।

full fresh account

আর‌ অ্যাকাউন্ট এর সংখ্যা দেখে কেউ একবারে ফালতু ভাববেন না। আপনার দরকার না হলেও অন্য জনের দরকার হবে। আর ভবিষ্যতে আরো অ্যাকাউন্ট নিয়ে আসবো এখন দিলে সব হাওয়ায় উড়িয়ে দিবেন এমনিতেই আপনারা বাঙালি।

তো আর বেশি কিছু বলছি না ফাইনালি অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে দিলাম খালি play store থেকে turbo vpn ডাউনলোড করে লগইন করে নিবেন আর যত পারেন ডাউনলোড করবেন।

Account No 1

Mail: cyber1isp@gmail.com

Pass: 1122334455@Ra

Account 2

Mail: cyber1isp.1@gmail.com

Pass: 1122334455@Ra

আমি প্রথমে ভেবেছিলাম ইনজেক্ট করে‌ দিবো কিন্তু বিভিন্ন সমস্যার কারনে পারিনি। আর‌ সেটা করে দিলেও কিছু পুলাপাইন অ্যাপে ভাইরাস ডিটেক্ট করে তাই বলবে।

আমার মাত্র একটি ফোন তাই বেশি অ্যাকাউন্ট করতে পারিনি। তবে আপনাদের বেশি সারা পেলে পরের বার বেশি পরিমাণ bdix bypass tutorial নিয়ে আসবো। সাথে free trial method শেয়ার করব।

সতর্কতা:কেউ পাসওয়ার্ড পরিবর্তন করবেন না। সামান্য এইটুকুর‌ লোভ যেন আপনাদের গ্রাস না করা।

The post Wifi BDIX Bypass for 7 days. Turbo VPN account. Unlimited super speed appeared first on Trickbd.com.


WiNDOWS 10 এর সুপার লাইট ভার্সন; IgniteOS। Introducing the IgniteOS, SuperLite Version of WiNDOWS 10

WiNDOWS 10 এর সুপার লাইট ভার্সন; IgniteOS। Introducing the IgniteOS, SuperLite Version of WiNDOWS 10

 আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো WiNDOWS ১0 এর একটা লাইট ভার্সন । এই আর্টিকেল-টি লেখার মূল উদ্দেশ্য যাদের কম্পিউটারের পার্ফরমেন্স অনেক খারাপ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয়-হ্যাং করে তাদের জন্য, এই Windows 11 এর লাইট ভার্সন টা। আর এটা আন-অফিশিয়াল হলেও শতভাগ নিরাপদ।

আজকের এই উইন্ডোজটা মূলত তাদের জন্য যাদের অন্তত কম্পিউটারে ২ জিবি র‍্যাম এবং অনেক পুরোনো কম্পিউটার, নিচে পুরো বিল্ডের স্পেসিফিকেশন দেয়া হলোঃ

মূল তথ্য (Overview):

WiNDOWS অলরেডি পার্মানেন্টলি একটিভ করা আছে

Dot Net 3.5 এনাবল করা আছে

7zip অলরেডি ইন্সটল করা আছে

‘ডার্ক মোড’ বাই ডিফল্ট অন করা আছে

ছবি দেখার জন্য Default ফটো ভিউয়ার হিসেবে আছে ‘Picasa photo viewer’; যেটা ডিফল্ট ভিউয়ার থেকে কয়েক গুন দ্রুত ছবি ওপেন করে

ভিডিও ও অডিও প্লেয়ার হিসেবে দেয়া আছে ‘VLC Media Player’ এর ইন্সটলেশন ফাইল

Only clean installation with this build; মানে আপগ্রড হবেনা; পুরোনো উইন্ডোজ ডিলেট করে এটা ইন্সটল করতে হবে

Microsoft account Removed

Microsoft Store Removed; মাইক্রোসফট স্টোরের যেকোনো সফটওয়ার যেকোনো ব্রাওজার দিয়েই নামানো যায়

Power Plan set to High Performance; একটা বেস্ট পাওয়ার প্ল্যান সেট করা আছে

আর হ্যা, এই বিল্ডটা ‘Windows 10 22H2’ এর ওপরে বেস করে বানানো ও আপডেটও অফ করা। আর WINDOWS 10 এর আর বড় কোনো আপডেট আসবেনা যা আসবে তা হলো সিকিউরিটি ও বাগ ফিক্স আপডেট যেগুলা এরকম লাইট বিল্ডে খুব দরকার নাই।

‘IgniteOS Box’ নামে একটা ফোল্ডার দেয়া আছে হোম স্ক্রিনেই যাতে করে ব্রাউজার (ক্রোম ও ফায়ারফক্স ইন্সটল করা যায়) ও ড্রাইভার আপডেট করার জন্য ‘Driver booster Pro’ ক্র্যাক দেয়া আছে।

অনেক সময় ‘Driver booster Pro’ কাজ নাও করতে পারে, তাহলে আপনার কম্পিউটারের ওয়েবসাইট থেকে ডিসপ্লে, অডিও ও অন্যান্য ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। আর হ্যা বেসিক ওয়াইফাই ও ইথারনেট ড্রাইভার দেয়া আছে ভিতরেই

আর সেটাপের সময় অনেক কিছুই অলরেডি সেটিংস সেট করে দেয়া আছে মানে ডিস্ক সিলেক্ট করে দিলেই ইন্সটলেশন শুরু হয়ে যাবে।

যা প্রয়োজন (Requirements):

২ জিবি র‍্যাম (যদি ৪ জিবি র‍্যাম থাকে তাহলে সবচেয়ে ভালো পার্ফমেন্স আসবে)

পুরোনো প্রসেসরও চলবে

ল্যাপটপ-ডেস্কটপ দুটোতেই চলবে

পেন ড্রাইভ বুট করার সময় অবশ্যই ‘Disable Bitlocker Drive Encryption’ এনাবল রাখবেন। (এমনি Bitlocker অফ আছে বাট বেটার সেফটির জন্য RUFUS দিয়ে বুট করলে এটা টিক দিয়ে দিবেন)

যা বাদ দেয়া হইছে (Removed Features):

Edge Browser, Smart Screen, BitLocker, Hyper-V (আংশিক), WSL2, One Drive, Smart Card, Windows Defender, Windows Mail, Backup and Restore, Telemetry (মানে নজরধারী), Diagnostics, Troubleshooting, Maps, Component Store, Speech, Voice Activation, Webview & Widgets, People, WiFi Sense (নরমাল ওয়াইফাই ঠিক আছে), Microsoft Account, Microsoft Store, Xbox, Snipping Tools, Internet Explorer Browser, Windows Update (ডিসেবল আছে, ফুল ডিসেবল কিনা পুরোপুরি সিউর না), এবং আরো অনেক কিছু বাদ দেয়া হইছে

যা ডিসেবল করা হইছে (Disabled Features):

Windows Ink Workspace, Error Reporting, Indexing, Windows Search, UAC, Ads, Telemetry, Hibernation, Power Throttling, Automatic Maintenance, Ads, Superfetch, Hibernation, Power Throttling, Game mode, Storage Sense(এটা চাইলে এনাবল করা যাবে) এবং আরো অনেক কিছু

যা এনাবল করা হইছে (Enabled Features):

Dot Net 3.5 (বিজয় বায়ান্ন-সহ বিভিন্ন সফটওয়ারে লাগে)

সকল প্রকার এনিমেশান এনাবল করা আছে

ভার্চুয়াল র‍্যাম এনাবল আছে, যাতে লো-এন্ড কম্পিউটারে বড় সফটওয়ার ক্র্যাশ না করে

কিছু কথাঃ

যারা এই লাইট অলরেডি চিনেন তাদের অনেকেই বলবেন এর স্টোরেজ সাইজ অনেক বেশি। আমারটার সাইজ বেশি কারন,

১/  আমি COMPACT OS ফিচার-টা এনাবল করি নাই, করলে সাইজ কমে বাট প্রসেসর ইউস অনেক বাড়ে

২/ আমি ভার্চুয়াল র‍্যাম এনাবল রাখছি, যাতে যাদের র‍্যাম কম তাদের যাতে সফটওয়ার ক্র্যাশ না করে; এটা কয়েক জিবি নিয়ে রাখে নেয়

আর এইটা দুনিয়ার শ্রেষ্ট লাইট বিল্ড না তাই আরো হয়তো ইম্প্রোভমেন্টের সুযোগ থাকলেও থাকতে পারে, বাট আমি যেহেতু এখনো শিখছি তাই আমার কাছে এইটাই বেস্ট ব্যালান্স বিল্ড মনে হইছে একদিকে পার্ফরমেন্স ঠিক রাখা আরেকদিকে মূল ফিচার-গুলা ঠিক রাখা।

পার্থক্য ভিডিওঃ

https://trickbd.com/wp-content/uploads/2024/05/30/igniteOS-vs-Original-Windows-2.mp4

পার্থক্য ভিডিও (হাই কোয়ালিটি

WINDOWS ISO ফাইল ডাউওনলোড

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

The post WiNDOWS 10 এর সুপার লাইট ভার্সন; IgniteOS। Introducing the IgniteOS, SuperLite Version of WiNDOWS 10 appeared first on Trickbd.com.


ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) সম্পর্কে জানুন!

ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) সম্পর্কে জানুন!

আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা আর্টিকেলে সবাই কে  স্বাগতম। আজকে আলোচনা করবো IBA সম্পর্কে। আশা করি নতুন কিছু সম্পর্কে জানতে পারবেন। তাহলে শুরু করি।

ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) কী?

ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে IBA, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এটি ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে উচ্চ মানের শিক্ষা ও গবেষণা প্রদান করে থাকে। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে IBA প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম।

IBA-তে পড়তে কি কি যোগ্যতা লাগে?

IBA-তে ভর্তি হতে হলে বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হয়। নিচে বিভিন্ন পর্যায়ের জন্য যোগ্যতার বিবরণ দেয়া হল:

BBA প্রোগ্রাম

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক (HSC) এবং মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। O লেভেল এবং A লেভেল পরীক্ষার ক্ষেত্রে যথাক্রমে পাঁচটি ও দুটি বিষয় পাস করতে হবে।কত পয়েন্ট লাগবে এটা তাদের সার্কুলার থেকে আপডেট জানার জন্য বলা হলো।

ভর্তি পরীক্ষা: ভর্তি পরীক্ষায় ইংরেজি ভাষা ও যোগাযোগ, বিশ্লেষণাত্মক দক্ষতা, এবং ব্যবসা বা মানবিকতার মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও বিভিন্ন বিশব্বিদ্যালয়ের বিভিন্ন সাব্জেক্ট এর ওপর পরিক্ষা নেওয়া হয়।

MBA প্রোগ্রাম

MBA প্রোগ্রামে ভর্তি হতে হলে প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কর্মজীবনের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে কয়েকটি প্রধান বিশ্ববিদ্যালয়ে IBA রয়েছে:

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকার IBA, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের প্রাচীনতম এবং অন্যতম মর্যাদাপূর্ণ ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠান। IBA, ঢাকা বিশ্ববিদ্যালয় MBA প্রোগ্রামের জন্য বিশেষভাবে পরিচিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের IBA, ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে। এটি বর্তমানে BBA, MBA, Executive MBA, এবং PhD প্রোগ্রাম চালু করেছে।

এ ছাড়াও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও BUP তে IBA রয়েছে। 

 IBA থেকে পাস করে কী কী চাকরি পাওয়া যায়?

IBA থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ পায়। কিছু সম্ভাব্য কর্মক্ষেত্র হল:

ব্যাংকিং ও ফিনান্স: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগ সংস্থায় উচ্চ পদস্থ পদে চাকরির সুযোগ।

মার্কেটিং ও বিক্রয়: বিপণন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং বিক্রয় বিভাগে চাকরির সুযোগ।

পরামর্শ ও পরিচালনা: পরামর্শক প্রতিষ্ঠান এবং পরিচালন বিভাগের চাকরি।

মানবসম্পদ ব্যবস্থাপনা: মানবসম্পদ বিভাগের বিভিন্ন পদে চাকরি।

উদ্যোক্তা ও ব্যবসা: নিজস্ব ব্যবসা শুরু করার দক্ষতা এবং উদ্যোগ।

IBA-র ডিগ্রি আন্তর্জাতিক বাজারেও স্বীকৃত হওয়ায়, শিক্ষার্থীরা বিদেশে চাকরির সুযোগও পায়।

IBA-তে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে কত খরচ হয়?

IBA-তে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার জন্য খরচের বিবরণ:

রাজশাহী বিশ্ববিদ্যালয় IBA

সেমিস্টার ফি: প্রতি সেমিস্টারে বিভিন্ন ফি যেমন কম্পিউটার ল্যাব ফি, লাইব্রেরি ফি এবং পরীক্ষা ফি অন্তর্ভুক্ত থাকে। উদাহরণস্বরূপ, প্রতি সেমিস্টারে মোট খরচ প্রায় ১৪,০০০ টাকা (প্রথম সেমিস্টারের জন্য) এবং পরবর্তী সেমিস্টারগুলিতে ৯,০০০ টাকা করে।

ডেভেলপমেন্ট ফি: এককালীন ডেভেলপমেন্ট ফি ৫,০০০ টাকা।

মোট খরচ: BBA প্রোগ্রামের মোট খরচ প্রায় ৮৭,০০০ টাকা।

অন্যান্য বিশ্ববিদ্যালয়

ঢাকা এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে খরচ কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণত, ঢাকার IBA-এর খরচ তুলনামূলক বেশি হয়।

 

IBA বাংলাদেশের ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনায় এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। শিক্ষার্থীরা এখানে উচ্চমানের শিক্ষা ও গবেষণা সুযোগ পায়। IBA-তে পড়ার জন্য কঠোর যোগ্যতা পূরণ করতে হয় এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। IBA-র ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা বিভিন্ন উচ্চমানের চাকরির সুযোগ পায় এবং আন্তর্জাতিক বাজারেও চাকরির সুযোগ আছে।

তো এই ছিল আজকের আর্টিকেল। আশা করি সবাই IBA সম্পর্কে ভালো ভাবে জানতে পেরেছেন।দেখা হচ্ছে নতুন একটা আর্টিকেলে। আল্লাহ হাফেজ।

The post ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) সম্পর্কে জানুন! appeared first on Trickbd.com.


এবার Remini এপ থেকে বিরক্তিকর Ads আসা বন্ধ করে ফেলুন কোনো Mod ভার্সন ছাড়াই!

এবার Remini এপ থেকে বিরক্তিকর Ads আসা বন্ধ করে ফেলুন কোনো Mod ভার্সন ছাড়াই!

আসসালামু আলাইকুম

আপনারা যারা ছবি এডিটের কাজ করেন তারা নিশ্চয়ই রেমিনি এপ সম্পর্কে জানেন। লো কোয়ালিটি ছবিকে হাই কোয়ালিটি করার জন্য বেস্ট একটি এপ হলো রেমিনি। পূর্বে রেমিনি এপ এর মোড ভার্সন ব্যবহার করা গেলেও বর্তমানে মোড ভার্সন ব্যবহার করা যায় না। আর ব্যবহার করা গেলেও মোড এপ এর ভাইরাস থাকবে কি না তা নিয়ে একটা ভয় তো থেকেই যাই।

তবে রেমিনি এপটির বর্তমান ভার্সনটি কিন্তু বেশ দূর্দান্ত। সেখানে আপনারা প্রায় সব ধরণের সুবিধা পাবেন যেগুলো একজন প্রিমিয়াম ইউজার পায়। তবে সেই সুবিধা গুলো আপনারা পাবেন খুবই স্বল্প পরিমাণে। রেমিনি এপ থেকে প্রিমিয়াম ইউজাররা যত খুশি তত ছবি এডিট করতে থাকলেও নরমাল ইউজাররা প্রতি ৬ ঘন্টায় ৫ টি ছবি এডিট করতে পারবে। এবং নরমাল ইউজারদের প্রায় প্রতিটা ইন্টারফেজেই একটি করে এড এর সম্মুখীন হতে হয়, যেটা মূলত এই এপটির একটি বিরক্তিকর বিষয়।

এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে ছোট্ট একটি ট্রিকসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনে রেমিনি এপ থেকে এই বিরক্তিকর এডস থেকে মুক্তি পাবেন। তবে প্রথমেই বলে রাখি এটা কোনো মোড টিউটোরিয়াল না। শুধুমাত্র এড বন্ধ রাখার একটি ট্রিক। তাই আপনি একটি নরমাল ইউজারের মতোই ৬ ঘন্টাতে ৫ টি ছবিই এডিট করতে পারবেন, তবে এই ট্রিক ব্যবহারে আপনার ফোন থেকে রেমিনি এপ থেকে এডস আসা চিরতরে বন্ধ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই, কিভাবে রেমিনি এপ থেকে এডস আসা বন্ধ করবেন।

 

রেমিনি এপ থেকে এডস আসা বন্ধ করার উপায়

১. প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংস এপটি ওপেন করুন।

২. সেটিংস এপ এ প্রবেশ করার পর Private DNS নামক সেটিংসটি খুজে বের করুন। সব ফোনের সেটিংস সেইম হয় না। তাই এই Private DNS খুজে বের করার জন্য আপনারা সেটিংস এপ এর সার্চ অপশনে dns লিখে সার্চ দিন।

 

 

৩. সার্চ করার পর নিচের মতো একটি অপশন পাবেন, সেটায় ক্লিক করে ওপেন করে নিবেন।

 

 

৪. এরপর আপনাদের সামনে নিচের মতো আসলে, private dns এ ক্লিক করে সেই সেটিংস টা ওপেন করে নিন।

 

 

৫. এরপর দেখতে পাবেন আপনাদের Private DNS সেটিংসটি অফ ছিলো, সেখানে Private DNS provider hostname নামক অপশনটি ওপেন করে দিবেন, এরপর দেখবেন সেটার নিচে একটি বক্স ওপেন হয়ে যাচ্ছে, সেই বক্সে dns.adguard.com লিখে দিবেন। প্রয়োজনে এখান থেকে কপি করে নিয়েও লিখতে পারেন। তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিবেন।

 

 

ব্যস কাজ শেষ, এবার দেখবেন রেমিনি এপ সহ যে সকল এপস গুলোতে প্রচুর এডস আসতো সেগুলো আসা বাদ হয়ে যাবে। এবং আপনার ফোন আরো স্মুথলি কাজ করবে। তবে হ্যাঁ, ইউটিউব কিংবা ফেসবুকে যেরকম এডস আসে সেগুলো আসা অফ হবে না।

[বিদ্রঃ এই সেটিংসটি অন করলে, আপনাদের ফোনে যে সকল গেমস এ আপনারা এডস দেখে এক্সট্রা বোনাস নিতেন সেই এডস আসাও অফ হয়ে যাবে। তাই গেমিং এ যদি এডস দেখে এক্সট্রা বোনাস নিতে চান তাহলে গেমিং করার আগে সেটিংস টা অফ করে নিবেন।]

The post এবার Remini এপ থেকে বিরক্তিকর Ads আসা বন্ধ করে ফেলুন কোনো Mod ভার্সন ছাড়াই! appeared first on Trickbd.com.


Whatsapp, Messenger এ অপরপক্ষ মেসেজ unsent/Delete করলে যেভাবে রিকোভার করবেন

Whatsapp, Messenger এ অপরপক্ষ মেসেজ unsent/Delete করলে যেভাবে রিকোভার করবেন

কখনো কখনো দেখা যায় মেসেজের অপরপক্ষ মেসেজ দিয়ে unsent/delete করে দেয়।আবার কেউ কেউ seen করার আগেই মেসেজ ডিলিট দিয়ে দেয়।এ নিয়ে অনেকেই ভাবতে পারেন কি এমন পাঠালো যা unsent/delete for everyone দিয়ে দিল।এ নিয়ে আপনাদের মনে নিশ্চয়‌ই কৌতুহল জাগতে পারে।

মূলত তাদের জন্য‌ই আজকের এই পোস্ট।যারা বিভিন্ন WhatsApp group এ কিংবা inbox এ মেসেজ দিয়ে সেটি seen করার আগেই delete বা unsent করে দেয়, সেসব মেসেজে কি ছিল সেটি দেখার টিউটোরিয়াল‌ই আজকে শেয়ার করব।তো চলুন শুরু করা যাক।এর জন্য দরকার একটি অ্যাপ।

অ্যাপটির নাম WAMR

অ্যাপটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। অ্যাপটির ডাউনলোড লিংক হচ্ছে
https://play.google.com/store/apps/details?id=com.drilens.wamr

প্রথমে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন।

এ ধরনের একটি Disclaimer দেখাবে।আপনারা সেটি Accept করে নিবেন।

এরপর এখানে আপনাকে enable এ ক্লিক করে নিতে হবে।

এখন আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে।আপনারা WhatsApp,Facebook এর পাশাপাশি আরো কোন কোন অ্যাপ থেকে ম্যাসেজ রিকোভার করতে পারবেন সে অ্যাপগুলো দেখাচ্ছে। আমি দেখানোর জন্য Whatsapp সিলেক্ট করে নিলাম।

এরপর উপরের মতো একটি Yellow box দেখতে পাবেন। আপনারা সেটিতে ক্লিক করবেন।

উপরের মতো Whatsapp folder এ এলাউ করে দিবেন।

এবার আসা যাক টেস্টে। দেখুন উপরে কেউ একজন আমাকে ম্যাসেজ দিয়েছে।

আর ম্যাসেজটি খোশার পর দেখি প্রথম ম্যাসেজটি unsent দিয়ে রেখেছে। এখন সেটি কিভাবে দেখব?

এজন্য নিচের মতো Wamr অ্যাপটি অপেন করলাম। এরপর যে নাম্বার টি দেখাচ্ছে সেখানে ক্লিক করলাম।

দেখুন এখানে আমাকে High এর আগে oii দিয়েছে যেটি সে unsent করে রেখেছে।

অ্যাপটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো

১.অ্যাপটি ইনস্টল করার আগে যে ম্যাসেজটি এসেছে সেটি রিকোভার করতে পারবেন না। অর্থাৎ ২-৩ মাস আগে কে কোন ম্যাসেজ unsent করেছিল সেটি দেখতে পারবেন না।

২.আপনি যদি Notification মিউট করে রাখেন তাহলে আপনার ম্যাসেজ রিকোভার হবে না। কারন অ্যাপটি Notification এর উপর‌ই কাজ করে।

৩.যদি এমন হয় যে আপনি দীর্ঘ সময় অফলাইনে ছিলেন যার কারনে আপনার massage notification আসার আগেই unsent করে দিয়েছে, তাহলে সেটি রিকোভার হবে না।

আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে।যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল।

The post Whatsapp, Messenger এ অপরপক্ষ মেসেজ unsent/Delete করলে যেভাবে রিকোভার করবেন appeared first on Trickbd.com.