আসসালামুয়ালাইকুম
আজকে WiNDOWS 11 এর একটা লাইট ভার্সন Introduce করবো। এই লাইট ভার্সনটি মূলত তাদের জন্য যাদের কম্পিউটারের পার্ফরমেন্স অনেক খারাপ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয়–হ্যাং করে তাদের জন্য। আর এটা শতভাগ নিরাপদ।
আর হ্যা যেহেতু এটা উইন্ডোজ ১১, তাই যাদের কম্পিউটারের র্যাম ৪ জিবি তাদের জন্য মূলত এই বিল্ডটা। এই বিল্ডে প্রায় সব ধরনের ফিচার রাখা হইছে, যা বাদ দেয়া হইছে তা একদমই সামান্য যা আসলে তেমন কারোই কাজে লাগেনা
Overview (বিল্ডের তথ্য):
প্রাইভেসি, ডাটা শেয়ার ডিসেবল ও পার্ফরমেন্স ইম্প্রুভমেন্ট করা হয়েছে
TPM, 4 GB RAM আর SECURE Boot বাদ দেয়া হয়েছে
ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন যেকোনো কম্পিউটা্রেই চলবে
Dot Net 3.5 এনাবল করা আছে (এটা বিজয় বায়ান্ন-সহ বিভিন্ন সফটওয়ারে লাগে)
সকল প্রকার এনিমেশান এনাবল করা আছে
ভার্চুয়াল র্যাম এনাবল আছে, যাতে লো-এন্ড কম্পিউটারে বড় সফটওয়ার ক্র্যাশ না করে
Installation (& Recommendation)
• USB ড্রাইভে ISO বুট করতে Rufus সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন (অন্যান্য দিয়ে করলেও সমস্যা নেই)
• বাংলাদেশে মাক্সিমাম কী-বোর্ড ই-এস টাইপের তাই শুরুতে কী-বোর্ড লে-আউট US সিলেক্ট করুন
• পছন্দসই পার্টিশনে ক্লিন ইন্সটল দিন; মানে সেটাপের সময় ‘Custom Installation’ সিলেক্ট করুন
• ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পরে, কম্পিউটার একবার রিস্টার্ট হবে
• সেটাপের সময় অবশ্যই ইন্টারনেট লাগানোর দরকার নেই
• পেন ড্রাইভ বুট করার সময় ‘Disable Bitlocker Drive Encryption’ এনাবল রাখবেন। (এমনি Bitlocker অফ আছে বাট বেটার সেফটির জন্য RUFUS দিয়ে বুট করলে এটা টিক দিয়ে দিবেন)
যা বাদ দেয়া হয়েছেঃ
যেসব সফটওয়ার বাদ দেয়া হইছেঃ
Clipchamp
News
Weather
Xbox (চাইলে রি-ইন্সটল করা যাবে)
GetHelp
GetStarted
Office Hub
Solitaire
PeopleApp
PowerAutomate
ToDo
Alarms
Mail and Calendar
Feedback Hub
Maps
Sound Recorder
Your Phone
Media Player
QuickAssist
Internet Explorer
Tablet PC Math
Edge
OneDrive
Eye Control
Microsoft Sticky Notes
Smart Screen
যেসব কম্পোনেন্ট/ফিচার বাদ দেয়া হইছেঃ
Windows Defender (ডিসেবল আছে, চাইলে এনাবল করা যাবে)
Windows Update (এই ঝামেলা পুরোপুরি বাদ দেয়া হইছে)
Logging বাদ দেয়া হইছে (এটা হুদাই কম্পিউটারের বিভিন্ন কাজের হিস্টরি রাখে)
Telemetry বাদ দেয়া হইছে (এটা কম্পিউটারের উপর নজরধারি করে, মাইক্রোসফটের কাছে ডাটা পাঠায়)
Windows Component Store (WinSxS)
Kernel Debugging
Microsoft Family (Parental Controls)
Not Sure about Microsoft Store
User Experience Virtualization
Bitlocker Drive Encryption
Windows Spotlight
Smartscreen
Windows Firewall (চাইলে এনাবল করা যাবে)
WinRE
আরো হয়তো কিছু আছে যা বাদ/ডিসেবল করা হইছে
বি.দ্রঃ যেহেতু এই বিল্ডে কোনো ব্রাওজার নাই তাই,
পেন ড্রাইভে আগেই ইন্সটলার ফাইল সেভ রাখতে পারেন
অথবা,
মোবাইলে ডাউনলোড করে, ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারে নিয়ে আসতে পারেন
ক্রোমের অফলাইন ভার্সনের লিঙ্কঃ https://ift.tt/5E9VH7B
অথবা,
Powershell এ এই বিশাল কোড টা লিখে করে ব্রাউজার ইন্সটল করতে পারেন
$Path = $env:TEMP; $Installer = “chrome_installer.exe”; Invoke-WebRequest “https://ift.tt/Odh1Hpw; -OutFile $Path\$Installer; Start-Process -FilePath $Path\$Installer -Args “/silent /install” -Verb RunAs -Wait; Remove-Item $Path\$Installer
কিছু কথাঃ
যারা উইন্ডোজ লাইট মোটামোটি চিনেন তাদের অনেকেই বলবেন এর স্টোরেজ সাইজ অনেক বেশি। আমারটার সাইজ বেশি কারন,
১/ আমি COMPACT OS ফিচার-টা এনাবল করি নাই, করলে সাইজ কমে বাট প্রসেসর ইউস অনেক বাড়ে
২/ আমি ভার্চুয়াল র্যাম এনাবল রাখছি, যাতে যাদের র্যাম কম তাদের যাতে সফটওয়ার ক্র্যাশ না করে; এটা কয়েক জিবি নিয়ে রাখে নেয়
পার্থক্য (Original vs Clean11)
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।
The post WiNDOWS 11 এর লাইট ভার্সন; Clean11। Debloated Version of WiNDOWS 11; Clean11 appeared first on Trickbd.com.
0 comments: