Friday, May 31, 2024

আইফোনে মড এপ্স কিভাবে ব্যবহার করবেন? আসুন জেনে নেয়া যাক (BONUS YOUTUBE PREMIUM) Feat Sideloadly

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন।
আপনি ভাল থাকলেও আশে-পাশের মানুষের প্রতি সহানুভূতিশীল হন, এবং এই বৈরিক আবহাওয়ায় প্রানীদের ও খেয়াল রাখুন
ত আসুন মুল বক্তব্যে আসা যাক।
শুরুতে আমি প্রতিবার ইউটিউবের ১মাসের ট্রায়াল প্যাক ইউজ করতাম তা আবার অনেক ঝামেলা, আবার ইউটুব ছাড়া অনেক এপ্স যেমন PICSART, Whatsapp এসব প্রো/ক্লন করার সুবিধা আইফোনে নেই বললেই চলে। ত কয়েকদিন ধরেই এই ব্যাপারে ঘাটাঘাটি করতেছিলাম।
তবে ট্রিকবিডিতে এই নিয়ে কোন পোস্ট আমার চোখে পড়লো না।

গুগল এবং ইউটুব ঘেটে অনেক কম্পলেক্স নোটস পড়ে সবচেয়ে সহজ এবং সেইফ পদ্ধতিটা পেয়েছি সেটাই আজ আমি শেয়ার করবো এখানে।

প্রয়োজনীয় জিনিস

  • কম্পিউটার Win10/Win11 বাকি অপারেটিং সিস্টেমেও হতে পারে তবে আমার Win11
  • ডাটা ক্যাবল 
  • এপেল একাউন্টযুক্ত আইফোন এবং এপেল একাউন্টের পাসওয়ার্ড
  • Sideloadly সফটওয়ার যার লিংক https://sideloadly.io/
  • আর IPA ফাইল।  (IPA ফাইল হলো আইফোনের এপস এর এক্সটেনশন যেমন এন্ড্রয়েডের Apk, উইন্ডোজ এর exe )

IPA ফাইল কোথায় পাব?
নিচে আমার ব্যবহৃত কয়েকটি এপ্স এর ফাইল ড্রাইভে আপলোড করে দিব, এগুলা সেইফ ই মনে হচ্ছে আমার কাছে, তবুও নিজ দায়িত্বে ইউজ করবেন। আর অবশ্যই পার্মিশন থেকে ট্রাকিং অফ করে দিবেন
ইউটুবে জিমেইল এড করবেন না, করলেও নতুন করবেন (আর চেঞ্জ করা লাগবেনা)
IPA File Drive Link:-   Click Here To Download from Google Drive

App List:

  1. Youtube Premium (uYoutube)

  • Ad-Free Browsing: Bid farewell to interruptions and enjoy seamless video playback without annoying advertisements.
  • Background Playback: Keep your favorite videos running in the background while you multitask or lock your device.
  • Video and Audio Downloads: Download videos, shorts, and audio tracks in various formats, including MP4 and WebM, for offline viewing and listening pleasure.
  • Built-in Media Player: Experience downloaded content in a custom player with background playback support for uninterrupted entertainment.
  • Tab Management: Hide and arrange tabs to customize your YouTube app layout according to your preferences.
  • Auto Play and Captions Control: Take control of your viewing experience by disabling auto-play videos and captions.
  • Gesture Controls: Easily adjust volume, brightness, and seek position by swiping on the video screen with intuitive gestures.
  • Export Options: Seamlessly export downloaded videos and audio tracks to the Camera Roll or the Music app for convenient access.
  • Control Center Integration: Manage playback and scrub through content directly from the Control Center for added convenience.
  • Additional Features: Auto fullscreen, two-finger tap for play/pause, video looping, speed rate adjustment, HD playback on cellular data, iPad layout optimization, and much more!
  1. Picsart Premium

    প্রিমিয়াম আনলোকেড

  2. Whatsapp Mod (watusi)

         আপাতত  এই ৩টাই দিচ্ছি আমি

আমি নিয়মিত বিভিন্ন IPA ফাইল টেস্ট করে শেয়ার করার চেস্টা করবো, তবে আপনাদের কোন এপ্স এর প্রয়োজন হলে কমেন্টেও জানাতে পারেন, আমি পার্সোনালি টেস্ট করে তারপর শেয়ার করবো ইনশাআল্লাহ

(তবে IPA ফাইলসের জন্য কয়েকটি টেলিগ্রাম চ্যানেল আছে যারা মোড গেমস এবং এবং এপ্স শেয়ার করে
চাইলে আমি লিংক দিতে পারি তবে রিস্ক থাকায় আমি পাব্লিকলি শেয়ার করবো না। আপনারা চাইলে খুজে নিতে পারেন, অথবা নিজ দায়িত্বে আমার টেলিগ্রামে নক করতে পারেন)

Sideloadly

এটা মুলত একটা ফ্রি টুলস যেটা আপনাকে ৭দিন এর এক্সেস সহ সর্বোচ্চ ৩টি মুড এপ্স ইন্সটল করার সুযোগ দিবে। ৭দিনের এক্সেস বলতে লাইসেন্স দিবে ৭দিনের এরপর রিনিউ করে নিতে হবে। এক ক্লিকেই হয়ে যাবে তাই ঝামেলা নাই তেমন

Sideloadly এর বিকল্প:

হ্যা এর কিছু বিকল্প আছে তবে ইন্সটল প্রসেস খুবই কমপ্লেক্স লেগেছে আমার কাছে, এবং নিউয়ার আইওএস ভার্সনগুলোর এখনো সাপোর্ট আসেনি। যদি আসে তবে শেয়ার করবো ইনশাআল্লাহ

ইন্সটল করার প্রক্রিয়া:

  1. প্রথমে আইটুন্স ড্রাইভার ইন্সটল করে নিবেন, যদি না থাকে তবে 3utools ইন্সটল করে নিবেন এবং অটো ড্রাইভার ইন্সটল হয়ে যাবে।

    আর যাদের আইফোন আছে তারা অবস্যই এটা জেনে থাকবে তাই এদিকে আগালাম না।

  2. উপরের লিংক থেকে Sideloadly সফটওয়ারটি ডাউনলোড করে অপেন করুন,

    ইন্সটল নিতে সময় লাগবে একটু এবং ড্রাইভার ইন্সটল নিবে পার্মিশন চাইলে গ্রান্ট করে দিবেন।

  3. এরপর IPA ফাইলটি ড্রাগ করে সাইডলোডলি এপে ছেড়ে দিন (কপি করি যেভাবে)

    সাইডলোডলিতে এপেল একাউন্ট এড এর অপসন পাবেন, এড করে নিন, ২ফ্যাক্টর থাকলে দিয়ে দিবেন।

  4. সম্পুর্ণভাবে একাউন্ট এড হলে এটার কাজ আপাতত শেষ

    এবার আইফোনের সেটিংস এ যান প্রাইভেসি এন্ড সেটিংস থেকে ডেভলপার মুড অন করে নিন

  5. এবং ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করে

    সাইডলোডলি এপে Start বাটনে ক্লিক করুন। কয়েকমিনিট লাগবে এপ ইন্সটল হতে হয়ে গেলে আইফোন থেকে এপে প্রবেশ করার চেস্টা করুন,

  6. যদি ইরর আসে তবে এপ কেটে সেটিংস এ প্রবেশ করুন এবং দেখবেন উপরেই আসছে প্রফাইল এড এর রিকুয়েস্ট, প্রফাইলটা এড করে নিবেন

  7. তারপর আবার ওই এপে প্রবেশ করুন এবং দেখুন এপ্স ইন্সটল হয়ে গেছে। ব্যাচ কাজ এই পর্যন্তই শেষ তবে ৭দিন পর সেইমভাবেই এপ্সটি আবার ইন্সটল করে নিবেন যাস্ট এক ক্লিকেই হয়ে যাবে


 

 

 

 

 

 

কিছু কথা:
গত ৩মাস আগে আমার সর্বপ্রথম একটা পোস্ট পাব্লিশ হয় যেটা আমি আরো ১বছর আগে করেছিলাম হয়তোবা, সেটা ছিল OPENWRT নিয়ে। কিন্তু বর্তমান সময়ে আমার এই ব্যাপারে তেমন একটা ইন্টারেস্ট নেই, এবং ওই রাউটার টিও আমার কাছে নেই। আমি কখনো ভাবিওনি যে আপনারা এত আগ্রহী হয়ে উঠবেন এটার প্রতি।
এবং বর্তমানে আমি বাসার বাইরে রয়েছি, তবে সব কিছু ঠিক থাকলে আ মি অতিসিঘ্রই ইনশাআল্লাহ বাসায় পৌছে আমি একটা রাউটার কিনে এনে আবার এক্সপেরিমেন্ট করে এই ব্যাপারে ২য় পোস্ট করবো।
এক্সপেরিমেন্ট বলার কারণ এই ব্যাপারে ইউটুবেও খুব কম টিউটোরিয়াল আছে, আর আমি ২বছর আগে এটা ইন্সটল করেছিলাম এখন অনেককিছুই হয়তো ভুলে গেছি।

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি খুবই নতুন লেখক ট্রিকবিডিতে
ধন্যবাদ সকলকে
ধন্যবাদ ট্রিকবিডি টিমকে

The post আইফোনে মড এপ্স কিভাবে ব্যবহার করবেন? আসুন জেনে নেয়া যাক (BONUS YOUTUBE PREMIUM) Feat Sideloadly appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: