Monday, February 5, 2024

self shopping বা self app নিয়ে হচ্ছে প্রতারণা সাবধান

চলছে self-shopping.com বা self এ্যপ নিয়ে হচ্ছে প্রতারণা। সাবধান হয়ে যান আপনি ও ।

self-shopping.com বা self এ্যপ কি ?

self-shopping.com বা self এ্যপ হচ্ছে একটি ই-কমার্স সাইট, এবং রিসেলার প্লাটফর্ম। এখানকার সকল পন্য আপনি রিসেল করতে পারেন ।

দৃষ্টি আকর্ষণঃ এটি কিন্তু দারাজ এর মত মাল্টি ভেনডর ই-কমার্স না । আপনি চাইলেই এখানে আপনার দোকান রেজিস্ট্রেশন করে সেল করতে পারবেন না।

কিন্তু এখানকার সকল প্রোডাক্ট রি সেল করতে পারবেন। এবং এফিলিয়েট করতে পারবেন।

self-shopping.com বা self এ্যপ self-shopping.com বা self এ্যপ

self-shopping.com বা self এ্যপ এর মূল সমস্যা ।

কম্পানির যেখানে প্রোডাক্ট সেল করার কথা সেখানে ২০০০ টাকা করে বিক্রি করছে কোর্স। সেটা আবার ঐ কোম্পানিতে কিভাবে ইনকাম করতে হয় সেই বিষয়ে।

আবার সেই কোর্স বিক্রি করা নিয়ে কিছু চক্র চারদিকে করছে স্কামিং।

মানে কিছু লোক অফ পিপুল কম্পানি এর লিডার শেজে কোর্স এর ২০০০ টাকা নিয়ে করছে প্রতারণা।

ভাই থামেন এবার 🫷🫷

একে তো কোন এফিলিয়েট বা রিসেলার কম্পানি কোন কোর্স বিক্রি করে না । ( করবেই বা কেনো তাদের উদ্দেশ্য প্রডাক্ট বিক্রি করা )

কার তাদের নিয়ম কানুন নিয়ে কয়েকটি পেজ তো থাকবেই বা ভিডিও থাকতেই পারে ।

সেগুলো অবশ্যই কোম্পানি ফ্রি প্রোভাইট করে থাকে ।

কিন্তু এই কোম্পানির আসল উদ্দেশ্য তাদের নিয়ম কানুন ভিডিও আকারে দিয়ে  কোর্স বলে বিক্রি করে টাকা কামানো।

ভাই কিছু বুঝলেন ??? 

প্রোডাক্ট বিক্রি না আসল উদ্দেশ্য কোর্স বিক্রি করা।

আর কিছু স্কামার এই সুযোগ ও ছারছে না ।

আরে আরে দ্বারান কোম্পানি নিজেই তো একটা স্কামার ।

আর আমি এখানে কোম্পানিকে ক্ষতি বা আঘাত করে এমন কিছু বলছি না।

আমার এটা মতামত মাত্র। কোন ভুল হলে ক্ষমা করবেন।

আর সতর্ক থাকবেন এইসব কম্পানি থেকে ।

আর ফ্রিল্যান্সিং শিখতে চাইলে ২০০০ টাকাই অনেক ভালো a2z কোর্স পেয়ে যাবেন ভালো কোন অনলাইন ইনস্টিটিউট থেকে ।

ধন্যবাদ।

আহারে পোস্ট টা অনেক ছোট হয়ে গেলো 😞😞

The post self shopping বা self app নিয়ে হচ্ছে প্রতারণা সাবধান appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: