পূবালী ব্যাংক একাউন্ট ব্রাঞ্চে উপস্থিত থেকে খোলার পাশাপাশি অনলাইনে PI banking অ্যাপ এর মাধ্যমে খোলা যায়।
পূবালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবেঃ
- এনআইডি
- নমিনীর ছবি
- নমিনীর তথ্য
- নিজের টিন সার্টিফিকেট ( যদি থাকে)
অনলাইনে পূবালী ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমেই Playstore হতে Pi banking অ্যাপটি ডাউনলোড করে ওপেন করি।
এখন Open bank account এ ক্লিক করি-
এখানে একইভাবে Terms and conditions গুলো পড়ে Agree তে টিক চিহ্ন দিয়ে Proceed এ ক্লিক করি।
এখানে একাউন্টের ধরন নির্ধারণ করে Next এ ক্লিক করি-
পরের ধাপে জেলা, থানা এবং ব্রাঞ্চ বেছে নিয়ে Next এ ক্লিক করি-
এখানে মোবাইল নাম্বার, অপারেটরের নাম এবং ইমেইল বসিয়ে Next এ ক্লিক করি।
উপরে দেওয়া নাম্বার ও ই-মেইল ঠিকানায় ওটিপি যাবে যেটা এর পরের ধাপে বসিয়ে Submit এ ক্লিক করি-
এবার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের অংশের ছবি তুলে Next এ ক্লিক করি।
বিদ্রঃ এখানে স্কিনস্ট নেওয়া যায়না তায় দেখাতে পারলাম না।
এরপর চেহারা ভেরিফাই করার জন্য proceed এ ক্লিক করি এবং নিচে দেওয়া নিয়ম অনুযায়ী ৪ টি সেল্ফি তুলি।
পরের ধাপে একাউন্টহোল্ডারের বর্তমান ঠিকানা দিয়ে Next এ ক্লিক করি-
এবার একাউন্ট হোল্ডার এর বিস্তারিত তথ্য দিতে হবে,এখানে পর্যায়ক্রমে পেশা,আয়ের উৎস,মাসিক ইনকাম,ধর্ম এবং স্বামী/স্ত্রীর নাম,টিন নাম্বার,টিন সার্টিফিকেট ( যদি থাকে)
এই ধাপে নমিনীর তথ্য দিতে হবে এবং তাকে কত শতাংশ দিবেন সেটিও উল্লেখ করে দিতে হবে।এখানে চাইলে একের অধিক নমিনী দিতে পারবেন।
নিচের লাল বক্সে টিন সার্টিফিকেট আপলোড করতে হবে।
নিচের ধাপে কোন রেফার কোড থাকলে দিতে পারবেন যেহেতু আমার কোন রেফার কোড নেই তাই এটি স্কিপ করলাম।
Confirm করার পরে একাউন্ট তৈরী হয়ে যাবে এবং ইমেইলে একাউন্ট হোল্ডারের নাম,একাউন্ট নাম্বার,ব্রাঞ্চ এগুলো পেয়ে যাবেন।
আমাদের একাউন্টটি সঠিকভাবে তৈরী হয়ে গেল কিন্তু এখনো কিছু কাজ বাকি আছে।
এখানে PI banking এর User ID দেওয়া থাকবে এবং নিচের বক্স দুটিতে password সেট করে নিতে হবে।
নোটঃ এই User ID পরবর্তীতে লগীন করার সময় কাজে লাগবে তাই এটি নোট করে রাখবেন।
এরপর কিসের মাধ্যমে OTP পেতে চান সেটি সিলেক্ট করে নিচে নাম্বার বসিয়ে Submit করলেই একাউন্ট পুরাপুরি প্রস্তুত হয়ে যাবে।
একাউন্ট সফল ভাবে তৈরী হয়ে গেলে উপরের মত Confirmation মেসেজ পাবেন।
চিনে PI banking অ্যাপ এর কিছু স্কিনসট দেখে নিনঃ
- Account management
- Account statement check
- Fund transfer
- Bill pay
- Card management
- Binimoy
- Recharge
- Fund transfer to MFS
- Merchants pay
- Checkbook management
- Stop payment
- Positive pay
- Feedback
- Dispute management
- History
শেষকথা,পোস্টে অনলাইনে পূবালী ব্যাংক একাউন্ট খোলার বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরেও যদি কেও না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে যানান।
নোটঃ ফ্রিতে প্রিমিয়াম ব্লগার থিম এবং ব্লগার রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন Tunes71.com
The post অনলাইনে পূবালী ব্যাংক একাউন্ট খোলায় উপায় ( PI Banking) appeared first on Trickbd.com.
0 comments: