Sunday, October 6, 2019

জেনে নিন স্মার্টফোন এর কিছু প্রয়োজনীয় কোড ! যা আপনার উপকারে আসবে

হ্যালো বন্ধুরা,
আজ আমি আপনাদের মোবাইলের কিছু দরকারি কোড বলবো । যা আপনাদের অবশ্যই কোনো না কোনো প্রয়োজনে আসবে।এই কোডগুলি ব্যবহার করে কারো কোনো প্রকার ক্ষতি করবেন না ।তবে হ্যাঁ এই কোডগুলো ব্যবহার করে মজা নিতে পারেন।

Outgoing Caller ID:
*31# এই কোডটি ডায়াল করলে আপনাকে দেখাবে Outgoing Caller ID , Service was Enable দেখাবে।

এর মানে আপনি যদি এখন কাউকে কল দিতে যান তাহলে দেখবেন কল যাবে না ।Called Ended দেখাবে।এই ট্রিক তখন ব্যবহার করতে পারেব,ন যখন আপনি আপনার ফোন কোনো বাচ্চাকে খেলতে দিবেন তখন।এতে কোনো কল যাবে না।
এটিকে আবার কিভাবে ঠিক করবেন,টেনশন হচ্ছে ! টেনশন নেই আবার ডায়াল করুন #31# ।এতে Service Disable হয়ে যাবে।

Incoming Caller ID:
*21# এই কোডটি ডায়াল করলে আপনাকে দেখাবে Call Forwarding Service was Enable !
এর অর্থ আপনার কাছে এখন আর কোনো কল আসবে না ।কোনো ব্যাক্তি যদি আপনার নাম্বার ডায়াল করে কল কেটে যাবে এবং আপনার কাছে কোনো কল আসবে না।গেম খেলার সময় বিরক্তিকর কল আসে তাই এই সার্ভিস চালু করলে কল আর আসবে না।
আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে ডায়াল করতে হবে #21# ।এতে Service Disable হয়ে যাবে।

Call Waiting:
*43# এই কোডটি ডায়াল করলে আপনাকে দেখাবে Call Waiting Service was Enable দেখাবে!


এর অর্থ আপনি ফোনে একজনের সাথে কথা বলার সময় যদি অন্য একজন কল দেয় তাহলে তাকে Waiting বলবে / দেখাবে ।অনেকের এই সার্ভিস Disable থাকে এর কারনে একজনের সাথে কথা বলার সময় অন্যজন কল দিলে তাকে Busy বলে বা দেখায় এবং আপনি তার কল পাবেন না ।পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে #43# ডায়াল করূন ।এই সার্ভিস অনেকের উপকারে আসে।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন

The post জেনে নিন স্মার্টফোন এর কিছু প্রয়োজনীয় কোড ! যা আপনার উপকারে আসবে appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: