Monday, June 23, 2025

✈️ বিদেশ থেকে পণ্য আনুন কাস্টম ট্যাক্স ছাড়াই !- পুরো গাইডলাইন (এক্সক্লুসিভ ট্রিক)

আসালামুয়ালাইকুম অনেক দিন পর আবারো হাজির হলাম আমি অভি। তো শুরু করা যাক আজকের পোস্ট।

👉আজকের পোস্ট এ জানবেন

* কিভাবে বিদেশ থেকে পণ্য আনলে কাস্টমস ট্যাক্স দিতে হয় না

* কি কি পণ্য আনা যায় কোনো ঝামেলা ছাড়াই

* কিছু ইউনিক ট্রিক যা অনেকে জানেন না !

🧠 কাস্টম ট্যাক্স কি & কবে লাগে?

বাংলাদেশ বিদেশ থেকে পণ্য আনলে শুল্ক (custom tax )দিতে হয় ।তবে কিছু নির্দিষ্ট অবস্থা ও নিয়ম মানলে আপনি একদম ফ্রী তে বা সীমিত ট্যাক্সে পণ্য আনতে পারবেন।

☑কাস্টম চার্জ ছাড়াই পণ্য আনার ৭ টি কৌশল ১.📦 ১৫০ ইউএসডি’র নিচে পণ্য আনুন

*ব্যাক্তি ব্যবহার( personal Use)হিসেবে পাঠানো হলে এবং মূল্য ১৫০ ডলারের নিচে হলে অনেক সময় কাস্টম ফাঁকি যায় ।


*BTRC অনুমোদন প্রয়োজন নেই যদি সেটি মোবাইল না হয়।

২.🎁”Gift”হিসেবে পাঠান

* ফ্রেন্ড বা আত্মীয় যদি পণ্য”Gift”হিসেবে পাঠান ,তাহলে সেটি কাস্টম ট্যাক্স ছাড়াই চলে আসে অনেক সময় ।


*তবে প্যাকেজ”Gift”ট্যাগ থাকাটা জরুরি ।

৩.✈ হাতবাহী লাগেজে আনুন

*বিদেশ ফেরত কেউ যদি ব্যক্তিগত লাগেজে আনেন,তাহলে কাস্টম সাধারণত বাধা দেই না (বিশেষ করে ১ টি আইটেম)।

৪.◽ ছোটখাটো আইটেম আনুন

*কাস্টম সাধারণত ফোকাস করে ইলেক্ট্রনিক্স ,মোবাইল,ক্যামেরা ইত্যাদি ।

*কসমেটিক্স, হেয়ার এক্সেসরিজ,জামা – কাপড়ের ছোট প্যাকেট , ওয়াচস্ট্র্যাপ – এসবে সমস্যা হয় না।

৫.🔄 AliExpress/ Temu / eBay থেকে ছোট অর্ডার

*Low – valu আইটেম যদি china / HK থেকে আসে এবং লেখা থেকে Low – Valu – No Commercial Use,” তাহলে কাস্টম সাধারণত ছাড় দেয়।

৬.🔓Invoice – এ দাম কমিয়ে দেখানো

*অনেক seller invoice – এ দাম কমিয়ে দেখায় যাতে কাস্টম ট্যাক্স কমে । তবে এটি riski – শুধু বিশ্বস্ত seller হলে করবেন।

৭.🚫মোবাইল ফোন,ল্যাপটপ,ড্রোন – সাবধান!

*এগুলোতে কাস্টম বেশি কড়া ।একাধিক আনলে অবশ্যই ধরবে।

* তবে ১ টা পুরাতন মোবাইল যদি ব্যক্তিগত ব্যাগ ও আনেন – অনেক সময় ঝামেলা হয় না।

🚨🚨পণ্য আনার সময় করনীয়

* কুরিয়ার সার্ভিস – EMS / DHL/ FedEx – কাস্টম লাগে বেশি । সাধারণ পোস্ট / চায়না পোস্ট – ঝুঁকি কম

*প্যাকেজিং – ছোট সাইজ ও ” Gift ” / Sampel ” লেখা দিন

*রিসিভার – ব্যক্তিগত নাম ও ঠিকানা দিন, কোম্পানির নাম দেবেন না ।

*ডিক্লারেশন -” Parsonal use only – no commerical valu ” লিখুন

🚫কি কি পণ্য আনতে গেলে কাস্টমএ ঝামেলা হয় ?

* মোবাইল ফোন (নতুন )


* ল্যাপটপ অথবা ট্যাবলেট ফোন


* ড্রোন ক্যামেরা


* সোনার গহনা অথবা দামী ঘড়ি


* মাদক ,অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রী ( অবশ্যই আইনগত ভাবে অপরাধ)

🔥 বোনাস টিপ:

BTRC Approval ছাড়া ১ টা মোবাইল ফোন প্রতি পাসপোর্ট রেজিস্ট্রেশন করা যায় (প্রতি বছর একবার )


👉 এই অপশন কাজে লাগাতে হলে ফোনসহ দেশে আসতে হবে (হাতবাহি ব্যাগে)।

📍শেষ কথা :

বিদেশ থেকে পণ্য আনতে চাইলে নিয়ম জানাটাই সবচেয়ে বড় ট্রিক । স্মার্টলি অর্ডার দিন,invoice ঠিক করুন , আর ‘Parsonal Use ‘ ধরে চালান – দেখবেন কাস্টম চার্জ ছাড়াই পেয়ে যাচ্ছেন পছন্দের প্রোডাক্ট !

🟢 পোস্ট ভালো লাগলে কমেন্ট এ জানাবেন ,যদি কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিঙ্ক এ

The post ✈️ বিদেশ থেকে পণ্য আনুন কাস্টম ট্যাক্স ছাড়াই !- পুরো গাইডলাইন (এক্সক্লুসিভ ট্রিক) appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: