Friday, June 20, 2025

লিক হয়ে যেতে পারে আপনারাও ডাটা।এখনিই সাবধান!

সম্প্রতি যে ডাটা ব্রিচের ঘটনা ঘটে গেছে হয়তো এটিই ইতিহাসের সবচেয়ে বড় ডাটা ব্রিচের ঘটনা। আপনি যদি ২৩ মে ঘটে যাওয়া ১৮৪ মিলিয়ন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় চিন্তিত হয়ে থাকেন,তাহলে এবার হয়তো সেই চিন্তা আরো হাজার গুনে বেড়ে যাবে। কারণ এবার যেই ডাটা ব্রিচের ঘটনা ঘটেছে তা আর মিলিয়নে থেমে নেই,এটি বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এই ঘটনায় বলা হচ্ছে প্রায় ১৬  বিলিয়ন তথ্য ফাঁস হয়েছে হয়েছে।

The 10 Worst Cyber Crimes Analysed | Skillcast

Google,Facebook,Apple সহ অনেক কোম্পানির ডেটাবেজ থেকে তথ্য চুরি করা হয়েছে। সাইবার নিউজের পেটকাউস্কাস বলেছেন,তাদের রিসার্চ অনুযায়ী ৩০ টি ডাটাসেট এক্সপোস হয়েছে যার প্রতিটিতে ১০ মিলিয়ন থেকে ৩.৫  বিলিয়ন তথ্য আছে এবং তিনি নিশ্চিত করেছেন যে সব মিলিয়ে ১৬ বিলিয়ন ডাটা লিক হয়েছে। এগুলোতে বিভিন্ন একাউন্টের ইউজারনেম,ইমেইল,পাসওয়ার্ড আছে।যেহেতু পরিমাণটি ১৬  বিলিয়ন তাই এখানে আমার আপনার জিমেইল বা ফেসবুক আইডির তথ্যও থাকতে পারে ।আগে শুধু পাসওয়ার্ড লিক হতো,তবে এবার ইমেইল এড্রেস ও ওয়েবসাইটের নামও লিক হয়েছে।  তাই আমাদের এখনই সতর্ক হতে হবে।বলা হচ্ছে এটি ইতিহাসের সবচেয়ে বড় ডাটা ব্রিচের ঘটনা । এর পূর্বের সবচেয়ে বোরো ডাটা ব্রিচের ঘটনায় তথ্য ফাঁস হয়েছিল ১৮৪ মিলিয়ন আর এবার ১৬  বিলিয়ন। তাই এটি নিয়ে অবস্যই সাবধান থাকতে হবে।

Explore What is Data Breach and How to Prevent It | Gcore

যেভাবে আপনি নিরাপদ থাকবেন

আপনার নিরাপত্তার জন্য এখনই সব দরকারি একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং ২ ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে দিন। এছাড়া একাউন্টগুলো নজরে রাখুন

আজ এ পর্যন্তই

 

 

Join: @techztricks – Telegram

The post লিক হয়ে যেতে পারে আপনারাও ডাটা।এখনিই সাবধান! appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: