Monday, September 30, 2024

পর্ব ২৯ bubblemaps এর review!

আসসালামু আলাইকুম

আজকের নতুন পর্বে আলোচনা করবো bubblemaps নিয়ে

এটা দিয়ে মুলত বিভিন্ন blockchain এর লেনদেন bubble আকারে দেখা যায়

এটা মুলত freemium tools

এখানে ফ্রিতে যতদুর ব্যবহার করা যায়।

এটায় তেমন কোন ব্যাপক function নাই আপাতত

শুধু wallet গুলো cluster আকারে ছোট-বড় অনেক bubble হিসেবে দেখা যায়

তো শুরু করা যাক

প্রথমে এই লিংক থেকে সাইটটি ভিজিট করুন।

bubblemaps.io

এরপর launch app select করুন!

এখন আপনি এরকম একটা interface দেখতে পাবেন

এখন আপনি search option এ যেকোন token বা address লিখতে পারেন দেখার জন্য

এখানে মোটামুটি eth থেকে শুরু করে ৯ টা chain এ token বা wallet দেখা যায়।

 

আমি এখন cookie নামের bsc chain এর একটা token

এর সব wallet cluster দেখবো

এখন এখানে অনেকগুলো bubble দেখতে পাচ্ছেন

এর মধ্য বড়গুলো দিয়ে এই token এর সবচেয়ে বড় wallet গুলো বোঝায়

এখানে বিভিন্ন color এর bubble দেখতে পাচ্ছেন

এবং পাশাপাশি অনেকগুলো লেনদেনগুলোর direction ও দেখা যাচ্ছে

এখন একেকটার উপর ক্লিক করলে আপনি সেটার ব্যাপারে কিছু তথ্য জেনে নিতে পারবেন

যেমন
rank
Percentage
Cluster percentage
এগুলো মুলত দেখা যায় ঐ wallet পুরো supply এর কত অংশ hold করে আছে সেটার উপর

যেমন সবচেয়ে বড় bubble টা এটা এক নং holder পুরো সাপ্লাই এর প্রায় ২২% এর বেশি hold করে আছে

এই wallet এ ক্লিক করলে আপনি bscscan এ নিয়ে যাবে সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন।

 

আরেকটা wallet bybit এর wallet

এটা 12 নং এ আছে

পুরো সাপ্লাই এর 2% এর বেশি hold করে আছে

এবং পাশাপাশি যেসব arrow চিন্হ দেখাচ্ছে সেসব হলো বিভিন্ন wallet যেটা bybit থেকে withdraw করেছে সম্ভবত

show transfer option এ ক্লিক করলে আপনি নির্দিস্ট address এর সাথে কোন কোন wallet এবং rank number সহ লেনদেনগুলো দেখতে পাবেন

এটুকুই এই bubblemaps এর feature

আপনি এটাকে মুলত কোন token এর address paste করে

সেটার সব বড় holder দেখার জন্য ব্যবহার করতে পারেন

সাথে লেনদেন এর যোগসুত্র ও বের করতে পারবেন

ধন্যবাদ

আজকে এ পর্যন্তই।
আগামী কোন পর্বে নতুন কোন tools নিয়ে লিখবো


নতুন নতুন airdrop সম্পর্কে জানতে আমার telegram এ join করুন

The post পর্ব ২৯ bubblemaps এর review! appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: