Monday, September 16, 2024

পড়াশুনায় মনোযোগী হওয়ার ৫ টি Scientific উপায়

পড়াশুনায় মনোযোগী হওয়ার ৫ টি Scientific উপায়

পড়াশুনায় মনোযোগী হওয়ার ৫ টি Scientific উপায়

পড়তে বসার কিছুক্ষণের মধ্যেই কি আপনি আপনার ফোকাস হারিয়ে ফেলেন পড়তে বসলে কি আপনার পেন্ডিং কাজ গুলো মনে পড়ে যায়। পড়তে বসলেই কি আপনি অভার্থিনকিং করতে শুরু করে। তাহলে ধৈর্য্য নিয়ে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।তো আজকের এই আর্টিকেলটিতে এমনই পাঁচটি স্মার্ট আইডিয়া শেয়ার করব যে আইডিয়াগুলো আপনাকে আপনার কন্সেন্ট্রেশন পাওয়ার কিংবা বলতে পারি না আপনাকে পড়াশুনার প্রতি ফোকাস করতে একান্ত ভাবে সাহায্য করবে। শুরুতেই বলে রাখি এখানে আপনি একা নন আপনার মত হাজার হাজার মানুষের এই সমস্যার মুখোমুখি। তাহলে চলুন এই সমস্যার সমাধান দেখে নেওয়া যাক।

1.Complete Your Pending Works

পড়তে বসার আগে নিজের সমস্ত পেন্ডিং কাজ করে তারপর পড়তে বসা। যার ফলে পড়তে বসার পর আপনারই পেন্ডিং কাজের কথা মনে করে আপনার লক্ষ্য যাতে ভঙ্গ না হয়। এরপরেও যদি কোন কাজ পড়তে বসার সময় মনে পড়ে তবে সেটা একটা পেজে লিখে রাখুন এবং পড়া শেষে সেই কাজটি নিশ্চিত ভাবে করুন। যাতে পরের বার যখন আপনি পড়তে বসবেন ঠিক তখন আপনার মনে না হয় যে এখনি যদি আপনি কাজটি না করেন তাহলে পরে আর করা হবে না।

2. Start With Small Steps

দীর্ঘদিন অনঅভ্যাস থাকার পর আপনি যদি হঠাৎ স্থির করে আপনি রোজ ৮ ঘণ্টা করে পড়বে বা একবার বসেই আপনি চারটি সাবজেক্ট পড়ে ফেলবে তাহলে আপনার ক্যালকুলেশন ভুল। আপনাকে সময় এবং পড়ার কোয়ান্টিটি দুটোই ধীরে ধীরে বাড়াতে হবে। হয়তো প্রথমে আপনাকে 30 মিনিট থেকে শুরু করতে হতে পারে। ধরুন প্রথম দিন আপনি 30 মিনিট ধৈর্য্য নিয়ে পড়তে পারলে না সে ক্ষেত্রে তাও আপনি বইটা নিয়ে বসে থাকুন। কিন্তু হঠাৎ করেই বই ফেলে রেখে অন্য কাজে চলে যাবেন না এতেও কিন্তু আপনার পড়ার প্রতি ধৈর্য ধীরে ধীরে বাড়বে।

3. Switch it Off

পড়ার সময় ধরুন আপনার ফোনের একটা নোটিফিকেশন আপনার মনকে ডাইভার্ট করে দিতে পারি যার ফলে আপনার কন্সেন্ট্রেশন পাওয়ার ব্রিক হতে পারে। সে ক্ষেত্রে আপনি সেই নোটিফিকেশন বার ফোন কল কিভাবে পড়ার সময়টুকু অ্যাভয়েড করতে পারেন সেই দিকে বিশেষ দৃষ্টি দেয়া উচিত। আমার মতে যাষ্ট পড়ার সময় টুকু ফোনটা সুইচ অফ করে নেওয়াই ভালো যাতে কোনো নোটিফিকেশন কোন কল কোন মেসেজ আপনার কন্সেন্ট্রেশন পাওয়ার ব্রেক না করতে পারে। এটা আমি নিজেও করে দেখেছি সত্যিই অনেকটাই ইফেক্টিভ। এটি আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন।

4. Take A Break After Every Two Hours

একটানা পড়বেন না। এতে এমনি পড়ার ইচ্ছে একেবারেই চলে যায়। ধরুন আপনি ঠিক করলেন 4 ঘন্টা পড়বে তাহলে সেই চার ঘণ্টায় অন্তত দুই থেকে চার বার ব্রেক নিন সেই সময় আপনি কিছু খেতে পারেন কিংবা আপনার extra-curricular কিছু থেকে থাকলে সেগুলোও করতে পারেন এই সাময়িক বিরতির পর আবার নতুন করে এনআরজি তৈরি হবে এবং পুরো ব্যাপারটা খুব বোরিং লাগবে না।

5. Do Meditation Regularly

দিনের কোন একটা সময় মেডিটেশন করুন সাইন্টিফিক রিসার্চ দেখা গেছে মেডিটেশন আপনার কন্সেন্ট্রেশন পাওয়ার বাড়াতে অনেকখানি সাহায্য করে। এই ছিল কন্সেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর কয়েকটি সহজ স্টেপ আপনারা এগুলো ফলো করে দেখতে পারেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং Trickbd এর সাথেই থাকবেন।

পড়াশুনা রিলেটেড আমার একটা গ্রুপ আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন Education Light House

 

ধন্যবাদ সবাইকে। 

The post পড়াশুনায় মনোযোগী হওয়ার ৫ টি Scientific উপায় appeared first on Trickbd.com.


ওয়েব ডেভেলপারদের জন্য সেরা পাঁচটি ওয়েবসাইট

ওয়েব ডেভেলপারদের জন্য সেরা পাঁচটি ওয়েবসাইট

হ্যালো বন্ধুরা !

আজকের এই পোস্টে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ১০টি অসাধারণ ওয়েবসাইট। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং করেন, তাহলে এই ওয়েবসাইটগুলো আপনার জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে। চলুন, একে একে দেখে নিই সেগুলো।

 ১. 30 Seconds of Code

যদি আপনি একজন বিগিনার হন এবং কোডিং শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য একদম উপযুক্ত। এখানে অনেক কোডিং বিষয় নিয়ে খুব ছোট ছোট টিউটোরিয়াল রয়েছে, যা প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে দেখানো হয়। প্র্যাক্টিক্যাল উদাহরণ দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়।

picked

picked

২. Dora.run

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এক ক্লিকেই ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এর ভিতরে AI ব্যবহার করে আপনি সহজেই ফ্রি ফাংশনালিটিজ অ্যাড করতে পারেন। সম্পূর্ণ কাস্টমাইজেশন অপশনসহ, অ্যানিমেশনও যোগ করা যায়। প্রাইসিংও বেশ আকর্ষণীয়। প্রতি মাসে একটি ওয়েবসাইট ফ্রি তে তৈরি করা যায়, এবং আপনাকে একাউন্ট খোলার সাথে সাথে ১২০ ক্রেডিট দেওয়া হবে। পছন্দ হলে, পেইড প্যাকেজে যাওয়ার অপশনও রয়েছে।

picked

picked

৩. Keyframes.app

CSS অ্যানিমেশনের জন্য এই ওয়েবসাইটটি অসাধারণ। আপনি নিজের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন তৈরি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন এবং CSS কোড কপি করে নিয়ে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন।

picked

picked

৪. learngitbrancing.js.org

যারা কোডিং করেন, তাদের জন্য GitHub ব্যবহার করতে জানতে হবে। Git শেখার জন্য এটি একটি দারুণ ওয়েবসাইট। এখানে গিটের ভিজ্যুয়াল ডেমো রয়েছে, যেখানে বিভিন্ন ধাপে শেখানো হয় কিভাবে ব্রাঞ্চ তৈরি করা বা ম্যানেজ করতে হয়।

picked

৫. Neumorphism.io

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট শেডো তৈরি করতে পারেন। বিভিন্ন শেড, ইফেক্ট এবং কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে তৈরি করা CSS কোড ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

picked

picked

picked

আশা করি আজকের পোস্টে অনেকের উপরে আসবে । তো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন ‌। আসসালামু আলাইকুম

The post ওয়েব ডেভেলপারদের জন্য সেরা পাঁচটি ওয়েবসাইট appeared first on Trickbd.com.


কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব]

কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব]

সালামু লাকু
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। সময়ের অভাবে পোষ্ট লিখতে পারিনা। তাই আজ সময় নিয়ে লিখতে বসছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব]। আমি মোঃ বাধন আছি আপনার সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন।

বিষয়ঃ কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব]।
বিস্তারতঃ-
Image অনুযায়ী কাজ করুন →↓←
১০. এই প্লাস আইকনে ক্লিক করুন।

১১. create এ ক্লিক করুন।

১২. event এ ক্লিক করুন।

১৩. sensor এ ক্লিক করুন।

১৪. shake এ ক্লিক করুন।

১৫. axis এখানে left-right default ভাবে থাকে। এখানে ক্লিক করুন। দেখতে পাবেন left-right, up-down, backwards-forwards আছে। আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন।
১৬. sensitivily এখানে medium default ভাবে থাকে। আপনি very low দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে সময়ের সাথে আপনি রেজাল্ট দেখতে চান কিনা। very low পেটের কাজ হল সবচেয়ে বেশি সময় নিয়ে তারপর আপনার রেজাল্ট দেখাবে। এভাবে নিচের দিকে যেতে থাকলে সময় একটু কম নিবে। very high এটা সবচেয়ে কম সময়।
১৭. duration এখানে medium default ভাবে থাকে। আপনি very short দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে সময় কে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আপনি কত সময়ের মধ্যে দেখতে চাচ্ছেন কাঙ্খিত ফলাফল। very short এটি সবচেয়ে কম সময়ে কাজ করে। এভাবে নিচের দিকে যেতে থাকলে সময় একটু বেশি নিবে। very long এটা সবচেয়ে বেশি সময়।

১৮. new task এর প্লাস আইকনে ক্লিক করুন।

১৯. আপনি যে কাজ করতে চাচ্ছেন সেই রিলেটেড নাম দেন।
২০. টিক চিহ্ন না ক্লিক করুন।

২১. প্লাস আইকনে ক্লিক করুন।

২২. app এ ক্লিক করুন।

২৩. launch app এ ক্লিক করুন।

২৪. কেউ ফোন কেড়ে নেয়ার সময় যে অ্যাপ দেখতে পাবে সেটি সিলেক্ট করুন।

২৫. আমি যে অ্যাপ নিছি সেটি দেখাচ্ছে। এখন আপনি ব্যাক বাটন প্রেস করে পিছনে চলে আসুন।

২৬. ok তে ক্লিক করুন।

২৭. আমি যে অ্যাপ নিছি সেটি দেখাচ্ছে aplayer নামে। এখানে ক্লিক করুন।

২৮. আমাদের কাজ শেষ। এখন থেকে ডান বাম দিকে কেউ টান দিলে আপনি যে অ্যাপ ব্যবহার করবেন সেটা চলে গিয়ে এই অ্যাপটা চলে আসবে।
২৯. টিক চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসুন।

৩০. এখন আমাদের আর একটু কাজ বাকি আছে। যে অ্যাপ টি শো করবে। ওই অ্যাপটি কে জাস্ট হাইড করে দিতে হবে। তার জন্য আপনাকে মোবাইলের সিস্টেম অপশনে যেতে হবে। ওইখানে অ্যাপ লক নামে যদি কোন সিস্টেম আপনার থাকে। তাহলে সেখান থেকে অ্যাপ হাইড করে দেন। আর যদি না থাকে। তাহলে একটা হাইড অ্যাপ নামে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমার ফোনে এই সিস্টেম আছে। তাই আমি দেখাচ্ছি। আমি আমার কাঙ্খিত অ্যাপটি খুঁজে নিয়েছি। এখানে ক্লিক করুন।

৩১. যতগুলো অপশন পাবেন সব on করে দিয়েছি। এখন অ্যাপটি লক হয়ে গেছে। সাথে হাইডও হয়ে গেছে।

৩২. তো এখন চেক করে দেখব যে কাজ করছে কিনা। তো আমি একটা মেসেজ ওপেন করলাম। এখানে কিছু টাইপ করলাম।
৩৩. আমি এখানে নাম্বার দিলাম। আচ্ছা মূল ব্যাপার টা হল যে। আমি যে অ্যাপটি ব্যবহার করছি। সেই অ্যাপ আমি চাই অন্য কেউ না দেখুক। এক কথায় হলো আপনি যেই অ্যাপ ব্যবহার করেন না কেন সেই অ্যাপ থেকে আপনাকে বের করে দিয়ে ওই অ্যাপটি চালু করে দিবে। এর দ্বারা যে ব্যক্তি ফোন কেড়ে নেবে। সে আর বুঝতে পারবে না যে আপনি কি কাজ করছিলেন।

৩৪. দেখো আমার ফোনটি টান দেওয়ার সাথে সাথে ওই অ্যাপটি চালু হয়ে গেছে।

৩৫. আমরা যে কাজটি করছি তা শুধু ডান বামের কাজ করছি।
৩৬. তারপর যে কাজটি করছি তা শুধু উপরে নিচের কাজ করবে।
৩৭. এরপর যে কাজটি করছি তা শুধু সামনে পিছনের কাজ করবে।
৩৮. সব দিকে কাজ করার জন্য আপনাকে আরো (৩৬ &ও ৩৭) এই দুটি প্রোফাইল ঐ একই নিয়মে করতে হবে। শুধু ১৫ নম্বর up-down দিয়ে একটি প্রোফাইল বানাবেন। এবং backwards-forwards দিয়ে আরো একটি প্রোফাইল বানাবেন। আমি করেছি।

আজ এ পর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন। আর একটা কথা অনেক কষ্ট করে লেখি তাই দয়া করে Like দিতে ভুলবেন না। আপনার দেওয়া একটি Like আমাদের লেখার আগ্রহ বাড়াই। এটা নিয়ে এর আগে Trickbd তে কেও বিস্তারিত ভাবে পোষ্ট করেছে কি না আমার জানা নেই। যদি থাকে তো লিংক সহ কমেন্ট করে জানবেন।

কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [১ম পর্ব]।
অবশ্যই নামায পরতে ভুলবেন না।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD Badhon
ফেসবুক: Click Here

ন্যবা

The post কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব] appeared first on Trickbd.com.


Sunday, September 15, 2024

Clash of Clans Game এর নতুন ইভেন্ট কিভাবে পূরণ করবেন [14-09-24]

Clash of Clans Game এর নতুন ইভেন্ট কিভাবে পূরণ করবেন [14-09-24]

সালামু লাকু
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। সময়ের অভাবে পোষ্ট লিখতে পারিনা। চেষ্টা করছি নিয়মত পোষ্ট করার। তো এখন যে পোষ্ট করছি তা হলো Clash of Clans Game এর নতুন ইভেন্ট কিভাবে পূরণ করবেন [14-09-24]। আমি মোঃ বাধন আছি আপনার সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন।

বিষয়ঃ Clash of Clans Game এর নতুন ইভেন্ট কিভাবে পূরণ করবেন [14-09-24]।

বিস্তারতঃ-Clash of Clans Game এর ইভেন্ট কি ? মানে কাজ টা কি?

“Clash of Clans” একটি জনপ্রিয় মোবাইল স্ট্র্যাটেজি গেম, এবং এতে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে যা খেলোয়াড়দের জন্য নতুন চ্যালেঞ্জ ও পুরস্কার প্রদান করে। ইভেন্ট সাধারণত গেমের বিশেষ সময়ে অনুষ্ঠিত হয় এবং এটি খেলোয়াড়দের কিছু বিশেষ কাজ সম্পাদন করতে উৎসাহিত করে।

ইভেন্টের কাজগুলো সাধারণত নিম্নলিখিত ধরনের হতে পারে:

  • বোনাস পুরস্কার: ইভেন্টের সময় বিশেষ পুরস্কার বা বোনাস পাওয়া যায়, যেমন অতিরিক্ত স্বর্ণ, এলিক্সির, অথবা অন্যান্য মূল্যবান সম্পদ।
  • চ্যালেঞ্জ ও মিশন: খেলোয়াড়দের জন্য বিশেষ চ্যালেঞ্জ বা মিশন প্রদান করা হয়, যেমন নির্দিষ্ট ধরণের আক্রমণ সম্পাদন করা বা নির্দিষ্ট সংখ্যক যুদ্ধ জেতা।
  • নতুন ফিচার: কিছু ইভেন্ট নতুন গেমপ্লে ফিচার বা ইউনিট প্রবর্তন করে যা সাধারণ সময়ে উপলব্ধ থাকে না।
  • প্রসাধন বা সাজসজ্জা: ইভেন্ট বিশেষত কিছু সময়ের জন্য বিশেষ স্কিন, সাজসজ্জা, বা অন্যান্য কসমেটিক আইটেম প্রদান করতে পারে।
  • ইভেন্ট পয়েন্ট: খেলোয়াড়রা ইভেন্টের জন্য নির্দিষ্ট কাজ সম্পাদন করে ইভেন্ট পয়েন্ট সংগ্রহ করতে পারে, যা পরে বিশেষ পুরস্কারে রূপান্তরিত হয়।

ইভেন্টের লক্ষ্য হলো খেলোয়াড়দের গেমে বেশি সময় ব্যয় করতে উৎসাহিত করা এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করা।

Image অনুযায়ী কাজ করুন →↓←

1. ইভেন্ট বাটনে ক্লিক করুন। এখানে দুটি ইভেন্ট এসেছে।
    a. mini sportlight
    b. 2x start bonus
2. প্রথমে আমরা এর কাজ mini sportlight দেখবো। তাই claim এ ক্লিক করুন।
3. claim এ ক্লিক করুন। sneaky goblin টি পাওয়ার জন্য ছবিতে দেখানো ১২ নম্বর এর জায়গায় ক্লিক করলে ২০০ ice cubes পাবেন। তারপর sneaky goblin নিতে পারবেন। আর ২০০ ice cubes ফ্রি তে পাবেন।
4. ৪০০ ice cubes করলে ৫০% training boost পাবেন। মানে ট্রুরুপস গুলা যখন আপনি ট্রেনিং এ দেবেন, কমপ্লিট হতে যদি ৪০ মিনিট সময় লাগে তাহলে ২০ মিনিটে করে দিবে। প্রশ্ন আসতে পারে এই ice cubes পাবেন কিভাবে? হ্যাঁ উত্তর বলে দিচ্ছি আপনি মাল্টিপল ব্যাজ attack দিলেই পাবেন।
5. sneaky goblin যোগ করা হয়েছে কিনা দেখার জন্য ক্লিক করুন।
6. দেখতেই পাচ্ছেন পাঁচ দিনের জন্য sneaky goblin যোগ করা হয়েছে।
7. ট্রুরুপস গুলাকে ট্রেনিং করার জন্য এখানে ক্লিক করুন।
8. আপনি আপনার ইচ্ছামত ট্রুরুপস গুলোকে ট্রেনিংয়ে দেন। তবে এর সাথে একটা sneaky goblin নিবেন। এতে করে একটু বেশি বোনাস পাবেন।
9. attack বাটনটিতে ক্লিক করুন।
10. find a match এ ক্লিক করুন।
11. এখানে একটু বোঝার বিষয় রয়েছে। আগে যখন ইভেন্ট আসতো। তখন দেখা যেত যে কোন একটা বিল্ডিং এর উপরে কালেক্টর গুলো রয়েছে এবং কি পরিমান আপনি নিতে পারবেন সেটাও দেখা যেত কিন্তু এখন আর সেই সুযোগ নেই। তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে পাবো? হ্যাঁ সেই বিষয়েই বলছি। এখানে মূলত স্টার হিসাবে দেওয়া হবে। প্রথম স্টার এ ১৬০ টি পাবেন। দ্বিতীয় স্টারে আগেরটার সাথে যোগ হবে ৩০ টি তাহলে মোট হবে ১৯০ টি। তৃতীয় স্টার এ পাবেন আরও দশটি তাহলে মোট হবে ২০০ টি। আবার প্রশ্ন আসতে পারে sneaky goblin বোনাস কই? উঃ হলো আপনি যদি sneaky goblin না নিয়ে অ্যাটাক দেন তাহলে sneaky goblin বোনাস কিছুই পাবেন না। সুতরাং অবশ্যই আপনাকে এটি নিয়ে অ্যাটাক দিতে হবে। খেতে পাবে ৪০ টি। সুতরাং আপনি মোট পাচ্ছেন ২৪০ টি। আপনি যদি ফুল স্টার না নেন তাহলে বোনাস টি কমবেশি পেতে পারেন। এটির মেয়াদ ৬ দিন। আমার পোস্ট করতে করতে হয়তো একদিন পেরিয়ে যাচ্ছে। আরেকটা কথা এটা এই পয়েন্টগুলো নির্ধারণ নয় পরবর্তীতে পয়েন্টগুলো বাড়বে।

12. এখানে ক্লিক করুন।
13. দেখুন আমি পেয়ে গেছি ট্রেনিং boost. claim করে নিয়েছি। এভাবে অ্যাটাক দিতে থাকুন আর পয়েন্টগুলা নিতে থাকুন।
14. আরো বেশী বোনাস পেতে চাইলে আপনি টাকা দিয়ে ক্রয় করতে পারেন। ৩৭০ টাকা মত লাগবে আমি recommend করব টাকা দিয়ে ক্রয করার কোন দরকার নেই।
15. trade কি? ১৮ নম্বরে বলা হয়েছে।
16. আমি এই গুলো পেয়েছি।
17. super medals কি? এই মেডেল দিয়ে আপনি কিছু ক্রয় করতে পারেন। আপনি সিলভার pass এ ফ্রি পাবেন প্রথম ৩৯৫০ ice cubes এ ৫৫০ টি আর বোনাস হিসাবে পাবেন আরো ৫৫০ টি অবশ্যই। মোট ১১০০ টি। এটিও অ্যাটাক দিয়েই নিতে হবে যতক্ষণ না এখানে সবুজ টিক চিহ্ন ওঠে।
18. trade এক ক্লিক করুন।
19. এই সব কিছু আপনি কিনতে পারবেন যেমন কিং, কুইন এস্পেল, ডার্ক, এলেকজার, গোল্ড, ওয়াল ইত্যাদি তবে এগুলো কেনার জন্য আপনার লাগবে ২২৫০ টি মেডেল যা আপনি ফ্রিতে পাচ্ছেন ১১০০ টি। এত কম দিয়ে হবে না এর জন্য আপনাকে করাই করতে হবে মেডেল গুলো। আমি recommend করব টাকা দিয়ে ক্রয করার কোন দরকার নেই। ফ্রিতে যা আছে তা দিয়ে আপনি এই ওয়ালগুলো কিনতে পারেন। অথবা ফ্রি দিয়ে যা যা কেনা যায় তাই কিনতে পারেন যা আপনার প্রয়োজন।
20. এখন আসি দুই স্টার গুন বোন আছে কিভাবে নিবেন? এর জন্য অ্যাটাক এ বাটনে ক্লিক করুন।
21. i বাটনে ক্লিক করুন। আপনি এই বোনাস গুলো পাবেন।
22. চলো এবার অ্যাটাক দেই। তার জন্য find a match বাটনে ক্লিক করুন।
আমি বোনাস পেয়েছি।

আজ এ পর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন। আর একটা কথা অনেক কষ্ট করে লেখি তাই দয়া করে Like দিতে ভুলবেন না। আপনার দেওয়া একটি Like আমাদের লেখার আগ্রহ বাড়াই। এটা নিয়ে এর আগে Trickbd তে কেও বিস্তারিত ভাবে পোষ্ট করেছে কি না আমার জানা নেই। যদি থাকে তো লিংক সহ কমেন্ট করে জানবেন।

অবশ্যই নামায পরতে ভুলবেন না।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD Badhon
ফেসবুক: Click Here

ন্যবা

The post Clash of Clans Game এর নতুন ইভেন্ট কিভাবে পূরণ করবেন [14-09-24] appeared first on Trickbd.com.


Deadpool & Wolverine মুভি রি‌ভিউ এবং ডাউন‌লড লিংক হি‌ন্দি ভ‌য়েজ

Deadpool & Wolverine মুভি রি‌ভিউ এবং ডাউন‌লড লিংক হি‌ন্দি ভ‌য়েজ

কিছু স্ক্রিনশট দিলাম,,,,

আপাতত মুভিটা ডাউনলোড লিংক দিলাম,,,। আসলে আমি এখনো দেখি নাই।। মুভিটা দেখা হলে আমি বিস্তারিত রিভিউ দেব,।।‌ যদি আপনি ইংরেজি মুভি দেখতে ভালোবাসেন তাহলে জলদি ডাউনলোড করে ফেলুন,,,

Watch Online 1

Deadpool & Wolverine (2024) Links –> [Hindi + English] HDTS x264 DD2.0 AAC
<<: (Size: 2.1 GB) :>>

G-Drive-Links

Direct-Download

Instant-Download

Other-Download Links


Deadpool & Wolverine (2024) Links –> [Hindi + English] HDTS x264 DD2.0 AAC
<<: (Size: 1.1 GB) :>>

G-Drive-Links

Direct-Download

Instant-Download

Other-Download Links


Deadpool & Wolverine (2024) Links –> [Hindi + English] HDTS x264 DD2.0 AAC
<<: (Size: 750 MB) :>>
<<: 720p HEVC Links :>>

G-Drive-Links

Direct-Download

Instant-Download

Other-Download Links


Deadpool & Wolverine (2024) Links –> [Hindi + English] HDTS x264 DD2.0 AAC
<<: (Size: 400 MB) :>>

G-Drive-Links

Direct-Download

Instant-Download

Other-Download Links


Deadpool & Wolverine Full Movie Download

The post Deadpool & Wolverine মুভি রি‌ভিউ এবং ডাউন‌লড লিংক হি‌ন্দি ভ‌য়েজ appeared first on Trickbd.com.


Saturday, September 14, 2024

রবি সিমে একদম ফ্রীতে ৫০০ এমবি + ২০ মিনিট নিন ২০২৪ | সবাই পাবেন

রবি সিমে একদম ফ্রীতে ৫০০ এমবি + ২০ মিনিট নিন ২০২৪ | সবাই পাবেন

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হলো কিভাবে আপনারা রবি সিম দিয়ে (৫০০ এমবি+২০ মিনিট) একদম ফ্রীতে নিবেন। অতিবৃষ্টিতে কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা জেলার যেইসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব এলাকার সকল গ্রাহককে কানেক্টেড থাকতে রবি দিচ্ছে ফ্রি মিনিট ও ইন্টারনেট। শর্ত দেওয়া থাকলে ও অফার টা সবাই পাবেন আশা করি।

শর্ত প্রযোজ্য।
*৮৮৮# ডায়াল করে জেনে নিন অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা।

তো চলুন শুরু করা যাক…

১. প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান

২. তারপর রবি সিম দিয়ে *২১২*১# ডায়াল করুন।

৩. ডায়াল করার পর Thank you স্কিনশট অনুযায়ী লিখা আসবে

৪, তারপর কিছুক্ষন পর ফিরতি মেসেজ আসবে

৫. তারপর রবি অ্যাপ দিয়ে চেক দিয়ে দেখুন

ফেসবুক সংক্রান্ত ও সকল টেকনিক্যাল সব আপডেট পেতে আমার ইউটিউব চ্যালেনটি সাবস্ক্রাইব করুন।
লিংক:- ফেসবুক সাসপেন্ড হওয়া একাউন্ট মাএ ২ মিনিটে রিকোভার করুন | How to recover Facebook suspended disable account 2024

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ ???
আল্লাহ হাফেজ ❤

ফেসবুকের যেকোন সম্যসা সমাধান অর্থাএ Get Started লক, Two Factor Authorities বাইপাস, Upload Your ID (Card Lock), সাসপেন্ড Disable রিকোভার, মেটা ভেরিফাই, Facebook ID Running ভেরিফাই, ইত্যাদি করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনসাল্লাহ আমি আমার সর্বোচ্চ সমাধান দেওয়ার চেষ্টা করবো!💙

আমার পারসোনাল ফেসবুক রিকোভার রিলেটেড পেইজঃ- Tishat Ahmed Support
ফেসবুক লিংকঃ Tishat Ahmed

The post রবি সিমে একদম ফ্রীতে ৫০০ এমবি + ২০ মিনিট নিন ২০২৪ | সবাই পাবেন appeared first on Trickbd.com.