Saturday, August 31, 2024

AI ব্যবহার করে তৈরি করুন লাখ টাকার YouTube thumbnail একদম ফ্রিতে !

বর্তমানে আপনি যে থামনাইল গুলো এখানে দেখতে পারতেছেন, সেগুলো হচ্ছে MrBeast এর।

এই এক একটা থামনাইল বানাতে খরচ করা হয়েছে 10 লাখ টাকারও বেশি।

কি অবাক লাগছে?

অবাক লাগলো এটা সত্যি। আমাদের কাছে হয়তো বা এই বাজেটটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন তার প্রত্যেকটা ভিডিওর বাজেট কাছে অনেক বেশি থাকে।

তো মূলত আজকের টপিক সেটা না। আজকের এই টপিকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, কিভাবে আপনি AI ইউজ করে এমন লাখ টাকার থামনাইল একদম ফ্রিতে বানাতে পারবেন।

আমি এখানে এক্সট্রা কোন কথা বলবো না, এক্সট্রা কথা বললে পোস্টটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একদম ডাইরেক্টলি মেইন টপিকে চলে যাব।

 

AI ইউজ করে এমন লাখ টাকার থামনাইল একদম ফ্রিতে বানাতে চাচ্ছি, তার জন্য আমরা সবার প্রথমে, ডিসাইড করে নিব কোন থামনাইল এর মত  থামনাইল  আমি বানাতে চাই।

আমি উদাহরণ হিসেবে এটা বেছে নিয়েছি।

 

এবারে আমি সেই ভিডিওটাতে ক্লিক করে, ভিডিওটির লিঙ্ক কপি করে নিব।

এবারে আমরা YouTube thumbnail ডাউনলোডার সাইটে যাব। যেখান থেকে খুব সহজেই আমরা YouTube thumbnail ডাউনলোড করতে পারব। এর জন্য আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করতেছি।

 

https://youtube-thumbnail-grabber.com/

 

এই ওয়েব সাইটে আসে কপি করা ইউ আর এল টি পেস্ট করে দিয়ে , Get Thumbnail Image এর মধ্যে ক্লিক করলে আমি খুব সহজেই Thumbnail টি পেয়ে যাব।

এবার এটাকে এইচডি ভার্সনে ডাউনলোড করে নেব।

 

এবারে আমরা ChatGPT তে চলে যাব, অবশ্যই একাউন্ট করা থাকতে হবে , এখানে এসে নিচের মত একটি আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন।

এরপরে আপনার ডাউনলোড করা Thumbnail Image টি এখানে আপলোড করে দিবেন।

সাথে নিচের এই Promote টি লিখে দিবেন।

analyze this thumbnail and provide a detailed 3 detailed image prompts for generating a similar thumbnail for my channel. keep all the 3 prompts in a single paragraph only.

 

এবারে ChatGPT আপনাকে 3 prompts  লিখে দিবে।

 

তারপরে আমরা Ideogram নামের একটি AI মধ্যে চলে আসব। এখানে কিভাবে একাউন্ট করতে হয় আমি সেটা দেখালাম না।

আপনার একটি জিমেইল থাকলে আপনি খুব সহজেই এখানে একাউন্ট করতে পারবেন।

একাউন্ট করা হয়ে গেলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।

 

 

এখানে আপনার ChatGPT থেকে পাওয়া prompts  লিখে জেনারেট বাটানে প্রেস করবেন।

আমি ChatGPT থেকে পাওয়া ২টি Promts ব্যবহার করে এই ইমেজগুলো বানিয়েছি.।

 

যেটা আমাদের ডাউনলোড করা থামনাইল এর সাথে অনেকটাই মিলে যায়।

 

তার আগে আপনাদেরকে জানাতে চাই কিভাবে জেনারেট করা ইমেজ ডাউনলোড করতে হয়।

এর জন্য আপনাকে সেই ইমেজটির উপর ক্লিক করতে হবে,  তারপর নিজে দেখানো ছবির মত স্টেপগুলো ফলো করতে হবে।

অবশ্যই আপনাকে ৭০% কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে, কেননা ফ্রি ভার্সনে ১০০% কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন না।

এবার ডাউনলোড করা ইমেজটার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা আরেকটি সাইট ব্যবহার করতে পারি।

তার নাম হচ্ছেঃ https://www.pixelcut.ai/

এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমরা ফ্রিতে আমাদের ইমেজটিকে Upscale করে নিতে  পারি।

এখানে আমরা আমাদের ইমেজটি আপলোড করে দিব। এবং কিছুক্ষণ পরে আমরা আমাদের Upscale Image পেয়ে যাব।

দেখুন আমার কাজ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন।

 

তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার পছন্দের ক্রিয়েটরের ইউটিউব থামনাইল কপি করতে পারবেন।

এবং অনেক হাই লেভেলের থামনাইল বানাতেও পারবেন।

 

তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন।

 

আজকের পোস্ট আমি এতোটুকুই রাখবো দেখা হবে অন্য কোন পোস্টে।

 

তো যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি করে নিবেন।

আমার টেলিগ্রাম 

The post AI ব্যবহার করে তৈরি করুন লাখ টাকার YouTube thumbnail একদম ফ্রিতে ! appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: