Saturday, August 31, 2024

কিভাবে ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল নিবেন খুব সহজেই !  [BIN Method]

কিভাবে ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল নিবেন খুব সহজেই ! [BIN Method]

আসসালামু আলাইকুম !

আজকের নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলি বা individual যেটাই বলুন না কেন , কিভাবে আপনারা একমাসের ট্রায়াল নিবেন ইউটিউব প্রিমিয়ামে । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

সবার প্রথমে আপনারা অবশ্যই আলজেরিয়ান আইপি আছে এরকম একটি ভিপিএন বাছাই করে আলজেরিয়ান আইপি কানেক্ট করে নিবেন। 

এবং অবশ্যই আপনারা নতুন জিমেইল ইউজ করবেন আগের বানানো জিমেইল ইউজ করা থেকে বিরত থাকুন

তারপর আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব মিউজিক এ : music.youtube.com

 

 

 

এখান থেকেও ক্লিক করতে পারেন “1 month Free”  তে অথবা আপনারা চাইলে মেনু থেকেও “Get Music Premium” করলেও হবে ।

 

 

এখান থেকে Try one month for DJD 0 তে ক্লিক করবেন।

 

 

এখান থেকে আপনার মন মত প্ল্যান সিলেক্ট করে কনফার্মে ক্লিক করুন।

 

আমার মার্ক করা জায়গায় ক্লিক করুন এবং নিচের দেওয়া বিন থেকে কার্ড জেনারেট করে উক্ত কার্ড ডিটেলস গুলো খালি জায়গাগুলোতে বসান।

 

💳 BIN :- 536350000723xxxx

📍 IP :- Algeria🇩🇿

 

Gen Cards From : https://namso-gen.com/?tab=basic&network=random

 

 

আশা করি আপনারা বিন ব্যবহার করে কার্ড জেনারেট করতে পারেন ।

 

 

এখানে এড্রেস এর মধ্যে আপনারা যা খুশি তাই লিখতে পারেন কিন্তু পোস্টাল কোড এ অবশ্যই আলজেরিয়ান একটি পোস্টাল কোড দিবেন যেমন 30000 ।

 

তারপর সেভ কার্ড এ ক্লিক করুন।

 

 

দেখুন কার এড হয়ে গিয়েছে এখন buy তে ক্লিক করুন

 

 

এখানে আবার সিকিউরিটি কোড চাইলে আপনারা জেনারেটেড কার্ড যখন বসিয়েছিলেন তখন যেই সিভিভি বা সিকিউরিটি কোড টা দিয়েছিলেন সেটা এখানে আবার দিবেন।

তারপর ভেরিফাই।

 

 

আমাদের ইউটিউব মিউজিক প্রিমিয়াম নেওয়া শেষ এখন আমরা জাস্ট এটাকে আপগ্রেড করে ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলিতে কনভার্ট করব।

 

 

এখন চলে যান ইউটিউব ডট কম এ ।

 

 

মেনুতে গিয়ে ম্যানেজ প্ল্যানে ক্লিক করুন।

 

GET Family Plan এ ক্লিক করুন ।

 

 

 

 

এখান থেকে আপগ্রেডে ক্লিক করুন।

 

 

কাজ শেষ, দেখুন আপনার ইউটিউব প্রিমিয়ার নেওয়া হয়ে গিয়েছে ।

 

তো এভাবেই আপনারা ইউটিউব প্রিমিয়াম এক মাসের টায়ার নিতে পারবেন তো এটি যারা বুঝতে পারছেন না কিভাবে করবেন তাদের জন্য ভিডিও লিংক নিচে দেওয়া হল ।

Video Link : https://t.me/AndTricksBD/8019

 

এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দেই, যেমন আপনারা যদি ফ্যামিলি প্ল্যান নিয়ে থাকেন তবে আপনারা যাকে ইনভাইট করবেন তার  কিন্তু অবশ্যই আলজেরিয়ান জিমেইল হতে হবে । না হলে কিন্তু সে কান্ট্রি রেস্ট্রিকশন এর কারণে আপনার ইনভাইটেশন একসেপ্ট করতে পারবে না । এটার একটা সমাধান আছে যেটা এই পোস্টটা বলতে গেলে পোস্টটি বড় হয়ে যাবে তাই আর বললাম না। যদি কার্ড অ্যাড করতে সমস্যা হয় বা “ভেরিফাই অন পেমেন্ট পেজ” এরকম লেখা দেখায় তবে আপনার পেমেন্ট প্রফাইলটি ক্লোজ বা ডিলিট  করে আবার নতুন করে কার্ড এড করবেন ইনশাল্লাহ কাজ হবে ।

 

তো আজ এই পর্যন্তই । এরকম আরো নতুন নতুন ট্রিক এবং যেকোনো রকমের প্রিমিয়াম স্টাফ ফ্রিতে পেতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে !

Join AndTricksBD

 

ধন্যবাদ !

The post কিভাবে ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল নিবেন খুব সহজেই ! [BIN Method] appeared first on Trickbd.com.


কিভাবে গুগল প্লে পয়েন্টস রিকোভার করবেন – How To Recover Google Play Points

কিভাবে গুগল প্লে পয়েন্টস রিকোভার করবেন – How To Recover Google Play Points

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
অনেক দিন মানে অনেক বছর পর আবারো আমি হাজির হলাম আমার ট্রিকস নিয়ে, এতো দিন আসি নি কারণ আমি অসুস্থ ছিলাম কমাতে, আইসিইউতে চিকিৎসায়। আলহামদুলিল্লাহ এখন সুস্থ সুতরাং এখন থেকে চেষ্টা করবো রেগুলার পোস্ট করতে কিছু একটা ট্রিকস নিয়ে।

তো কথা হচ্ছে আপনি আপনার গুগলের প্লে স্টোরে জমানো পোয়েন্টস গুলো যদি হটাৎ করে বা কিংবা কোনো কারনে হারিয়ে ফেলেন বা গুম হয়ে যায় আরকি সেক্ষেত্রে কি করণীয় বা সেগুলো আবার কিভাবে ফিরে পেতে পারেন, যা পয়েন্টস ছিলো টিক ততোটুকই ফিরে পাবেন আরকি।

এখন আসি মুল কথায় – ধরেন আপনার একটা প্লে পোয়েন্টস জমানো একাউন্ট আছে যেটায় আপনি রেগুলার পোয়েন্টস গুলো জমান এবং আপনি কোনো কারনে যদি নতুন একটা গুগল পেমেন্ট একাউন্ট করেন, আর সেটা বাই ডিফল্ট হিসেবে ব্যবহার করতে থাকেন সাথে পুরোনো পেমেন্ট একাউন্ট পারমানেন্ট ভাবে ডিলিট/ ক্লোজ করে ফেলেন তাহলে আপনার জমানো পোয়েন্টস গুলো সাথে সাথেই চলে/মুছে যাবে।

যেহেতু পোয়েন্টস গুলো পুরোনো পেমেন্ট একাউন্টে জমা হয়েছিলো সেহেতু সেগুলা আর ফিরে পাবেন নাহ।

গুগল হেল্পে যেয়ে দেখে নিতে পারেন স্পষ্টতো বলা আছে সেটা

এখানে দেখেন কোনো পোয়েন্টস ই শো করতেছে না
এমনকি প্লে পোয়েন্টস অপশনই নাই
তো, এখন আমরা এখন কিভাবেই বা সেটা রিকোভার করবো??
চলুন শুরু করি, আপনি আগে জানেন কোন কান্ট্রি থেকে আপনি প্রথমে আমার প্লে পোয়েন্টস শুরু করেছিলে, সেটা জানতে আপনি আপনার ঐ ইমেইল এর জিমেইল এ গিয়ে সার্চ করুন – Welcome to Google Play Points

সার্চ করলে দেখবেন যে আপনি প্রথম কবে কখন প্লে পোয়েন্টস জয়েন করেছিলেন, আর কোন দেশের কারেন্সি দিয়ে যদিও ইলিজিবল কান্ট্রি হতে হয় এর জন্য তাও সেটা একবার চেক করে নিতে পারেন এখান থেকে।
ধরেন আপনি ইন্ডিয়া কান্ট্রি দিয়ে প্লে একাউন্ট করেছিলেন তাহলে ঐটা দিয়ে নতুন করে আবার একটা প্লে একাউন্ট খুলেন।

এই কান্ট্রি গুলো গুগল প্লে পোয়েটস এর জন্য ব্যবহার করতে পারবেন

প্লে পোয়েটস একাউন্ট খুলতে এভাবে যান

জয়েন এ ক্লিক করুন, আপনাকে অবশ্যই কোনো কার্ড এড দিতে হবে একাউন্ট করতে তা হতে পারে কোনো ফেইক কার্ড, আমার কার্ড ও ছিলো আর ইতিসালাত পে ও ছিলো, যেহেতু আমার রিজিওন সংযুক্ত আরব আমিরাতের তাই আমি আপাতত ইতিসালাত পে এড করে প্লে পোয়েটস একাউন্ট করে নিলাম। আর জয়েন করলাম

যদিও পুরোনো পোয়েন্টস ব্যাক আসবে পুরোনো পেমেন্ট কান্ট্রি তে তাই এরোকম কোনো মেইল না আসতেও পারে কিন্তু তার পোয়েন্টস ১০০% আসবে, আমি এভাবেই পেয়েছি তাই ট্রিকস টি সবার সাথে শেয়ার করলাম

জয়েন সাকসেসফুল হলে এরকম একটি মেসেজ পাবেন
এখানে অবশ্যই খেয়াল রাখবেন ঐ যে আপনি সার্চ করেছিলেন কোন কান্ট্রির একাউন্টটি ব্যবহার করে প্লে পোয়েন্টস একাউন্ট জয়েন হয়েছিলেন সেই কান্ট্রি দিয়ে আবার নতুন করে প্লে একাউন্ট খুলুন, আর এখানেই ট্রিকস টা কাজে দিবে, সেইম কান্ট্রির এড্রেসে একাউট করে পূর্বের সব এড্রেসের একাউন্ট ডিলিট করে দিতে পারেন চাইলে রাখতেও পারেন তবে বাই ডিফল্ট হিসেবে ঐ কান্ট্রিটাই সিলেক্ট করে রাখুন তাতেই চলবে, ( ভালো হয় শুধু ঐ কান্ট্রি প্রোফাইল টাই শুধু রাখা)
বুমমমম – এবার প্লে স্টোরে ডুকে রিফ্রেশ করুন দেখেন আপনার পূর্বে যতো পয়েন্টেস নেওয়া হয়েছিলো তা সব ব্যাক করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ ভাবে দেখিয়েছি কিভাবে কি করতে হয় আশা করি সবাই সেটা বুঝতে পেরেছেন।কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করেন আমি বলে দিবো। অনেকদিন পরে যতোটুকু পেরেছি সুন্দর করে লিখে দিয়েছি, কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আমার ওয়েব www.imrobinahmed.com
fb.me/imrobinahmed.me

The post কিভাবে গুগল প্লে পয়েন্টস রিকোভার করবেন – How To Recover Google Play Points appeared first on Trickbd.com.


কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আমরা জানি বর্তমান সময়ের জনপ্রিয় Platform হচ্ছে টেলিগ্রাম, সবাই এখন টেলিগ্রামে ফোকাস দিচ্ছে।

তাই আজ নিয়ে আসলাম দারুণ একটি পোষ্ট কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

প্রথমে টেলিগ্রাম এপ্স ডাউনলোড করবের, পরবর্তীতে আপনার একটা চ্যানেল থাকতে হবে Verified Apply এর জন্য। তারপরে টেলিগ্রামে সার্চ দিবেন @verifybot লেখে পরে বুট চালু করবেন

তারপরে, বুট চালু করবেন পরে /start দিয়ে মেসেজ সেন্ড করবেন পরে আপনার channel এর লিংক দিতে হবে। তারপরে Continue now select করবেন

তারপের আপনার ২টি Social profile লিংক দিতে হবে,

অবশ্যই ২টি Profile verified থাকতে হবে ✅

ডান, আপনার Verified এর জন্য apply/submit হয়ে গেছে। এখন telegram company review করে ডিসিশন জানাবে, আপনার যদি social media profile ২টি ভেরিফাই থাকে তাহলে Verified পেয়ে যাবেন। ইনশাআল্লাহ

বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

The post কি ভাবে Telegram Channel Blue Verified করবেন। appeared first on Trickbd.com.


AI ব্যবহার করে তৈরি করুন লাখ টাকার YouTube thumbnail একদম ফ্রিতে !

AI ব্যবহার করে তৈরি করুন লাখ টাকার YouTube thumbnail একদম ফ্রিতে !

বর্তমানে আপনি যে থামনাইল গুলো এখানে দেখতে পারতেছেন, সেগুলো হচ্ছে MrBeast এর।

এই এক একটা থামনাইল বানাতে খরচ করা হয়েছে 10 লাখ টাকারও বেশি।

কি অবাক লাগছে?

অবাক লাগলো এটা সত্যি। আমাদের কাছে হয়তো বা এই বাজেটটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন তার প্রত্যেকটা ভিডিওর বাজেট কাছে অনেক বেশি থাকে।

তো মূলত আজকের টপিক সেটা না। আজকের এই টপিকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, কিভাবে আপনি AI ইউজ করে এমন লাখ টাকার থামনাইল একদম ফ্রিতে বানাতে পারবেন।

আমি এখানে এক্সট্রা কোন কথা বলবো না, এক্সট্রা কথা বললে পোস্টটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একদম ডাইরেক্টলি মেইন টপিকে চলে যাব।

 

AI ইউজ করে এমন লাখ টাকার থামনাইল একদম ফ্রিতে বানাতে চাচ্ছি, তার জন্য আমরা সবার প্রথমে, ডিসাইড করে নিব কোন থামনাইল এর মত  থামনাইল  আমি বানাতে চাই।

আমি উদাহরণ হিসেবে এটা বেছে নিয়েছি।

 

এবারে আমি সেই ভিডিওটাতে ক্লিক করে, ভিডিওটির লিঙ্ক কপি করে নিব।

এবারে আমরা YouTube thumbnail ডাউনলোডার সাইটে যাব। যেখান থেকে খুব সহজেই আমরা YouTube thumbnail ডাউনলোড করতে পারব। এর জন্য আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করতেছি।

 

https://youtube-thumbnail-grabber.com/

 

এই ওয়েব সাইটে আসে কপি করা ইউ আর এল টি পেস্ট করে দিয়ে , Get Thumbnail Image এর মধ্যে ক্লিক করলে আমি খুব সহজেই Thumbnail টি পেয়ে যাব।

এবার এটাকে এইচডি ভার্সনে ডাউনলোড করে নেব।

 

এবারে আমরা ChatGPT তে চলে যাব, অবশ্যই একাউন্ট করা থাকতে হবে , এখানে এসে নিচের মত একটি আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন।

এরপরে আপনার ডাউনলোড করা Thumbnail Image টি এখানে আপলোড করে দিবেন।

সাথে নিচের এই Promote টি লিখে দিবেন।

analyze this thumbnail and provide a detailed 3 detailed image prompts for generating a similar thumbnail for my channel. keep all the 3 prompts in a single paragraph only.

 

এবারে ChatGPT আপনাকে 3 prompts  লিখে দিবে।

 

তারপরে আমরা Ideogram নামের একটি AI মধ্যে চলে আসব। এখানে কিভাবে একাউন্ট করতে হয় আমি সেটা দেখালাম না।

আপনার একটি জিমেইল থাকলে আপনি খুব সহজেই এখানে একাউন্ট করতে পারবেন।

একাউন্ট করা হয়ে গেলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।

 

 

এখানে আপনার ChatGPT থেকে পাওয়া prompts  লিখে জেনারেট বাটানে প্রেস করবেন।

আমি ChatGPT থেকে পাওয়া ২টি Promts ব্যবহার করে এই ইমেজগুলো বানিয়েছি.।

 

যেটা আমাদের ডাউনলোড করা থামনাইল এর সাথে অনেকটাই মিলে যায়।

 

তার আগে আপনাদেরকে জানাতে চাই কিভাবে জেনারেট করা ইমেজ ডাউনলোড করতে হয়।

এর জন্য আপনাকে সেই ইমেজটির উপর ক্লিক করতে হবে,  তারপর নিজে দেখানো ছবির মত স্টেপগুলো ফলো করতে হবে।

অবশ্যই আপনাকে ৭০% কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে, কেননা ফ্রি ভার্সনে ১০০% কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন না।

এবার ডাউনলোড করা ইমেজটার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা আরেকটি সাইট ব্যবহার করতে পারি।

তার নাম হচ্ছেঃ https://www.pixelcut.ai/

এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমরা ফ্রিতে আমাদের ইমেজটিকে Upscale করে নিতে  পারি।

এখানে আমরা আমাদের ইমেজটি আপলোড করে দিব। এবং কিছুক্ষণ পরে আমরা আমাদের Upscale Image পেয়ে যাব।

দেখুন আমার কাজ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন।

 

তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার পছন্দের ক্রিয়েটরের ইউটিউব থামনাইল কপি করতে পারবেন।

এবং অনেক হাই লেভেলের থামনাইল বানাতেও পারবেন।

 

তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন।

 

আজকের পোস্ট আমি এতোটুকুই রাখবো দেখা হবে অন্য কোন পোস্টে।

 

তো যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি করে নিবেন।

আমার টেলিগ্রাম 

The post AI ব্যবহার করে তৈরি করুন লাখ টাকার YouTube thumbnail একদম ফ্রিতে ! appeared first on Trickbd.com.