Monday, April 29, 2024

AZ Screen Recorder Premium বানিয়ে নিন নিজেই।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আপনারা যারা মোবাইলে ভিডিও তৈরী করেন তাদের জন্য জনপ্রিয় একটি AZ Screen Recorder। এই এ্যাপটি যদি ক্রয় করতে চান তাহলে প্রায় 1300 টাকার মত খরচ করতে আমি আপনাক ফ্রিতে কিভাবে প্রিমিয়াম নিবেন আজকে দেখাবো, চলুন শুরু করা যাক।

Modding app গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে Pin করে দেওয়া আছে ডাউনলোড করে নিন।

  • প্রথমে Playstore থেকে এ্যাপটি ডাউনলোড করার পর MT Manager দিয়ে  Extract করে নিবেন। Extract করার পর apks নামের একটি ফাইল আসবে ওটা শুধু apk বানিয়ে নিবেন। apk বানানোর জন্য Antisplit VIP, Antisplit X, NP Manager যে কোন একটি ব্যবহার করতে পারেন।

 

  • apk বানানো হয়ে গেলে MT Manager গিয়ে এ্যাপটি View করুন।

  • View করার পর একটি Resource ফাইল পাবেন ওটাতে ক্লিক করে Arsc Editor ক্লিক করুন।

  • তারপর নিচে দেখানো জায়গাতে ক্লিক করুন।

  • তারপর id লিখাতে ক্লিক করুন।

  • তারপর থ্রিডট আইকনে ক্লিক করে Filter গিয়ে action লিখে সার্চ করুন।

  • তারপর খুজে বের করুন action_upgrade ওটাতে চেপে ধরে id কপি করুন।

  • id কপি করার পর একটু Back এসে Classes ফাইলে যে কোন একটিতে ক্লিক করুন।

  • এখন Dex Editor Plus সিলেক্ট করুন।

  • Select all & ok করুন।

  • তারপর কপিকৃত id পেস্ট করে সেটিং গুলো দিয়ে ওকে করুন।

  • নিচে দুটি কোড আসবে আপনি উপরের কোডটিতে ক্লিক করুন।

  • এখন নিচে দেখানো জায়গাতে goto করুন।

  • নিচে দেখানো জায়গাতে প্রিমিয়াম কোড বসিয়ে দিন।

  • সেভ করে এ্যাপ ওপেন করুন দেখুন প্রিমিয়াম হয়ে গিয়েছে।

 

[যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।]

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post AZ Screen Recorder Premium বানিয়ে নিন নিজেই। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: