Monday, April 15, 2024

২০টি প্রিমিয়াম Apps এর Mega Collection Download Link সহ (আপনার অনেক কাজে দিবে তাই miss করবেন না)

আসসালামু আলাইকুম,

কি অবস্থা সবার? আজ আপনাদের সাথে এমন ২০ টি এপ্লিকেশন শেয়ার করবো যা আপনাদের প্রতিদিনই কোনো না কোনো কাজে লাগবেই। প্রত্যেকটা এপ্লিকেশনেরই Mod/Premium Unlocked Link শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

 

1. APP NAME : Tapet (mod unlocked version)
App Link : Apkdone

 

এপটির কিছু বৈশিষ্ঠ্য ও সম্পর্কে আপনাদের জানাই।

১) প্রথমত সবচেয়ে আকর্ষনীয় দিকটি হচ্ছেঃ এপটি অফলাইন।

২)এই এপে আছে হাজার হাজার, লক্ষাধিক Wallpaper যা গুনে শেষ করা যাবে না।

৩) এই এপে অনেক Options আপনি পাবেন বিশেষ করে কাস্টমাইজেশনের জন্যে। যেমনঃ আপনি কত মিনিট বা ঘন্টা পরপর Wallpaper Change হবে সেটা সেট করতে পারবেন। তাছাড়া আপনি Wallpaper Change, Save, Share, Colors chnage, pattern change, pattern property change, order change, slideshow সহ ইত্যাদি আরো অনেক অপশন পেয়ে যাবেন এখানে। তাই আপনাকে বোরিং feel করাবে না এর গেরেন্টি দিচ্ছি।

৪) প্রতিবারই নতুন কোনো Wallpaper আপনি পেয়ে যাবেন। তাই এ নিয়েই আপনাকে চিন্তা করতে হবে না।

৫) বিভিন্ন Widgets সেট করে রাখতে পারবেন হোম স্ক্রিনে। যা দিয়ে wallpaper change সহ অনেক কাজই করতে পারবেন।

এমন সব ফিচার এই এপে আছে যে এই এপটিকে অন্যান্য অনেক এপ থেকে ভিন্ন করে রেখেছে।
আমি গত কয়েক বছর ধরে এই এপ্লিকেশনটিকে আমার লিস্টের ১ নাম্বার বেস্ট Wallpaper এপ্লিকেশন হিসেবে স্থান দিয়েছি।

 

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

 

 

 

 

 

2.APP NAME : Write on Pdf

App link : Apkdone

এটি এমন একটি এপ্লিকেশনের কথা যার মাধ্যমে আপনারা Pdf এর উপর লিখতে পারবেন। শুধু লিখাই নয়, আকতেও পারবেন।

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

PDF Extra - Scan, Edit & Sign-0

PDF Extra - Scan, Edit & Sign-1

PDF Extra - Scan, Edit & Sign-2

PDF Extra - Scan, Edit & Sign-9

 

PDF Extra - Scan, Edit & Sign-7

PDF Extra - Scan, Edit & Sign-6

3. APP NAME : Text Scanner

App link : Modyolo

এপটি সম্পর্কে কিছু কথা বলে রাখিঃ

১) এপটি সবসময় Accurate Result নাও দিতে পারে। তাই সবসময় এমন ছবি choose করবেন যেখানে লিখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়।

২) নিজের বা অন্যের হাতের লিখায় যে লেখাগুলো দেওয়া এইরকমের ছবিগুলো থেকে ভালো result না পাওয়ার সম্ভাবনাই বেশি।তাই আমি বলবো এ ধরনের ছবি দিয়ে স্ক্যান না করতে।

যারা বুঝেননি কিভাবে কি করতে হয় তাদের জন্যেঃ

১) এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করুন

২) Permission Allow করে দিন।

৩) এরপর Camera দিয়ে যেকোনো Text আছে এমন জায়গার ছবি তুলুন অথবা Gallary তে গিয়ে যে ছবিটি থেকে Text Copy করতে চান সে ছবিটি সিলেক্ট করুন। আর স্ক্যান এ ক্লিক করুন

কিছুক্ষন অপেক্ষা করুন।

এরপর দেখবেন আপনার Text এসে পড়েছে। যতটুকু কপি করতে চান ততটুকু সিলেক্ট করে কপি করে নিন।

 

এপ্লিকেশনটি কিভাবে কাজ করে তার কিছু স্ক্রিনশটসঃ

 

 

 

4. APP NAME : Hibernator Pro

App link : Apkdone

কিভাবে ব্যবহার করবেন?
1) App Install করুন
2) Open করুন

3) Permission গুলো Allow করে দিন।
4) এরপর সব এপ্লিকেশন একসাথে বন্ধ করতে গোল নীল বাটনে ক্লিক করুন। সাথে সাথে সব এপসগুলো বন্ধ হওয়া শুরু করে দিবে।
5) আপনি চাইলে Exception List এ যেসব এপস আপনি বন্ধ করতে চান না সেগুলো এড করে দিতে পারেন৷ এর ফলে ঐ এপসগুলো ছাড়া বাকী এপসগুলো বন্ধ হবে।

 

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

 

5. APP NAME : Cometin

App Link : Apkcombo

 

এই App টি আপনাকে একবার অবশ্যই ব্যবহার করে দেখা উচিত।

কিভাবে ব্যবহার করবেন?
1) App Install করুন
2) Open করুন
3) Permission গুলো Allow করে দিন।
4) যেসব Module আপনি চান সেগুলো ইন্সটল করুন। আর Enable করে দিন ব্যবহার করার জন্যে। Permission গুলো Allow করবেন তা না হলে কাজ করবে না।

এটি আপনার আনরুটেড ফোনেও রুটের স্বাদ দিবে। কিছুটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মত হলেও App টা খুবই পাওয়ারফুল। আমি স্টেপ বাই স্টেপ এই এপের কাজগুলো বলে দিচ্ছি ও তার সাথে শেষে কিছু স্ক্রিনশটও দিয়ে দিবো।

১) Better Rotation: মোবাইলের স্ক্রিনকে ১৮০° পর্যন্ত রোটেট করতে পারা। হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন। আপনার ফোনকে আপনি নিচ থেকে উলটো করেও ব্যবহার করতে পারবেন।

সেটা আপনি যেকোনো App এর ভিতরে Force করে ব্যবহার করতে পারবেন। আপনারা অবশ্যই এটা জানেন যে Facebook Lite এর মত এপ্লিকেশন কিছু এপ্লিকেশন গুলোকে রোটেট করে ব্যবহার করা যায় না।

কিন্তু cometin এর এই মডিউলটি ইন্সটল করার মাধ্যমে আপনি ফেসবুক লাইট এর মত এমন সব ধরনের এপ্লিকেশনগুলোকে যেকোনো ভাবে রোটেট করে ব্যবহার করতে পারবেন। আমি অনেক এপে টেস্ট করেছি এবং এটা আমাকে কোনোভাবেই হতাশ করেনি।

২) Ambient Display : এই মডিউলের মাধ্যমে আপনি আপনার হাতের ইশারায় (Wave করে) ফোন আনলক করতে পারবেন।

৩) shake actions : আপনি আপনার ফোনকে ঝাকিয়ে আপনি স্ক্রিনশট তোলা থেকে শুরু করে ফ্ল্যাশলাইট অন করা, শেষ যে এপ্লিকেশন আপনি চালাচ্ছেন সেটায় ফিরে যাওয়া, নোটিফিকেশন প্যানেল ওপেন করাসহ আরো অনেক কাজই করতে পারবেন।

৪) Pocket Mode: এই মডিউলটা তাদের জন্যে খুবই উপকারী যারা বাইরে ঘোরাফিরা করে মোবাইল পকেটে রেখে। অনেক সময় পকেটে ফোন রাখলে তাতে লক না দেওয়া থাকলে অটোমেটিক টাচ কাজ করে।

মানে পকেটের সাথে ঘষা লেগে অনেক এপ্লিকেশনে চলে যায়। এই সমস্যাটা আমার প্রায়ই হয় কারন আমি লক ব্যবহার করি না।

এই মডিউল সে সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম। আপনি যখন এই মডিউলটি ইন্সটল করে Enable করে রাখবেন তখন মোবাইলের সেন্সরের মাধ্যমে এপ্লিকেশন অটোমেটিক ডিটেক্ট করে নিবে যে আপনার ফোন আপনার পকেটে আছে।

আর এর মাধ্যমে আপনার ফোনকে অন্যান্য এপ্লিকেশনে ঢোকা থেকে বিরত রাখবে।

৫) App locker : সাধারন এপ লকার এর মতই এটা কাজ করে। তবে খুবই পাওয়ারফুল।

এছাড়াও এখানে মোট ১৩টি মডিউল আপনি পাবেন যা আপনি ব্যবহার করে অনেক কিছুই করতে পারবেন।

যদিও এই এপ্লিকেশনের প্লেস্টোরে রেটিং খুব কম, তবুও আমার কাছে এই এপ্লিকেশনটা অনেক ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

 

 

 

6. APP Name : Audio lab (mod version)

App Link : Apkdone

এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি যা যা করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিলাম।

1) Trim audio
2) mix audio
3) merge audio
4) tag editor
5) convert/compress audio
6) record audio

7) split audio
8) reverse audio
9) voice changer
10) add sfx
11) text to speech
12) speech to text

13) video to audio
14) karaoke effect
15) Left/Right Splitter
16) Normalize audio
17) speed changer
18) karaoke offline
19) fun recording
20) silence remover
21) noise remover

22) batch processing
23) audio affects
24) equalizer
25) pro speed changer
26) channel manipulation
27) audio to video

28) video audio mixer
29) noise generator
30) wave generator
31) sound mastering
32) video to gif
33) 8D Audio

34) vocal instrument
35) video trim
36) video SFX

 

এপটির কিছু স্ক্রিনশটসঃ

এটি অনেক পাওয়ারফুল একটি এপ্লিকেশন। আশা করি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে এই এপ্লিকেশনটি আপনার অনেক কাজে দিবে।

 

7. APP NAME : Muviz

App link : Apkdone

আপনি আপনার Navigation bar এ অনেক রকমের Visualizer সেট করতে পারবেন। আপনি অনেক রকমের Options পাবেন কাস্টমাইজ করার জন্যে। কাস্টমাইজেশন লাভাররা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।

কিভাবে ব্যবহার করবেন?

1) App Install করুন
2) Open করুন
3) Permission গুলো Allow করে দিন।
4)ব্যাস! আপনার কাজ শেষ। এবার যে স্টাইলে ব্যবহার করতে চান সেটা খুজে সিলেক্ট করুন আর ব্যবহার করুন।

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

 

 

8. APP NAME : Always On : Edge  Music Lightning

App link : apkmody

এই এপটি আগেরটির মতই। কিন্তু এর কিছু বিশেষত্ব আছে। আর তা হচ্ছে এর মাধ্যমে আপনি ফোনের চারপাশে Visualizer সেট করতে পারবেন। আপনি যফি কাস্টমাইজেশন লাভার হয়ে থাকেন তবে অবশ্যই একবার হলেও এই এপটি ট্রাই করে দেখবেন।

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

 

কিভাবে ব্যবহার করবেন?

1) App Install করুন
2) Open করুন
3) Permission গুলো Allow করে দিন।
4)ব্যাস! আপনার কাজ শেষ। এবার যে স্টাইলে ব্যবহার করতে চান সেটা খুজে সিলেক্ট করুন আর ব্যবহার করুন।

আর হ্যাঁ,  দুটি এপই যেকোনো এপের ভিতরে কাজ করবে। আপনি শুধু মিউজিক প্লে করবেন যেকোনো এপে আর সাথে সাথে Visualizer দেখতে পাবেন।

২ টি এপই আমার ভালো লেগেছে।

 

9. APP NAME : QURAN BANGLA

App Link : apkmody

মাত্র ১১ এম্বির এই এপ্লিকেশনে আপনি পবিত্র কোরআন শরিফের সকল সূরা বাংলা অর্থসহ পেয়ে যাবেন। এছাড়াও আপনি এই এপ্লিকেশনে কোরআন শুনতেও পারবেন। কিন্তু শোনার জন্যে আপনাকে প্রত্যেকটি সূরা আলাদা ভাবে এপ থেকে ডাউনলোড করে নিতে হবে। সেটা বড় কোনো সমস্যা না।

আপনি যে সূরাটি শুনতে চান সেটিতে ঢোকার পর উপরে দেখতে পাবেন প্লে এর অপশন। সেখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সেই সূরার অডিও ফাইলটি ডাউনলোড হবে। এরপর প্লে বাটনে ক্লিক করলেই প্লে হবে।

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

 

10. APP Name : Smart Kit 360 (Mod Version)

App link : luckymodapk

 

আপনি যদি এমন মানুষ হয়ে থাকেন যে প্রত্যেক কাজের জন্যে আলাদা আলাদা একটি এপ্লিকেশন ব্যবহার করেন তবে আমি আপনার সময় আর মোবাইলের স্পেস দুটিকেই বাচাতে নিয়ে আসলাম এমন একটি এপ্লিকেশন যা আপনার কাজকে আরো সহজ আর সাশ্রয়ী করে তুলবে।

এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি যা যা করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিলাম।

1) Notepad
2) Translator
3) Dictionary
4) exercise
5) file manager
6) cutter

7) metronome
8) recorder
9) flashlight
10) mirror
11) magnifier
12) code scan
13) cleaner
14) battery saver

15) stopwatch

16) checklist
17) abacus
18) calculator
19) currency
20) unit
21) altimeter
22) compass
23) heart rpm
24) internet speed test

25) magnetic
26) map
27) pedometer
28) leveler
29) time zones
30) lux meter

31) protractor
32) ruler
33) sound meter
34) tuner
35) speedometer
36) vibrometer

 

এছাড়াও আপনি বিভিন্ন ধরনের social media, online shopping, online news সব পাবেন এই একটি এপ্লিকেশনে।

 

 

11. App name – Storage Organizer Pro

App Link – Appbrain

কখনও ভেবে দেখেছেন আপনার ফোন বা মেমোরি কার্ডে কতগুলি ডুপ্লিকেট/খালি/বিকৃত ফাইল/ফোল্ডার আছে যা লুকিয়ে আপনার ফোনের স্পেস নষ্ট করছে?

অনেক সময় এমন অনেক ফাইল বা ফোল্ডার হাইড করা থাকে যা খুজে পাওয়া যায় না আর আপনার মোবাইলের অনেক জায়গাই এসব অকাজের ফাইল/ফোল্ডার গুলো দখল করে রাখে।

এ থেকে মুক্তির উপায় কি?

আমি এ থেকে মুক্তির এমন এক সহজ উপায় বলে দিচ্ছি যার মাধ্যমে আপনি অনেক কম সময়ে আপনার মোবাইলের এসব অকাজের ফোল্ডার/ফাইলগুলোকে এক ক্লিকে ডিলিট করে দিতে পারবেন।

কিভাবে?

Storage Organizer Pro এই এপ্লিকেশনটির সাহায্যে।

এই এপ্লিকেশনটি আমি অনেক দিন ধরেই ব্যবহার করে আসছি। আর আমি এটা থেকে অনেকটাই সেটিসফাইড। কেননা আমি এমন অনেক বড় বড় এপ্লিকেশন ট্রাই করেছি যেগুলো আমার ফোনে পড়ে থাকা জাংক ফাইলগুলো ডিলিট করার বদলে উলটা আমার ফোনে আরো স্পেস নষ্ট করতো। অবশেষে সে সমস্যার সমাধান পেলাম এই ছোট্ট ১ এম্বির এপ্লিকেশনে।

অনেক পাওয়ারফুল একটা এপ্লিকেশন। তাই সাবধানে ব্যবহার করবেন।

এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনি অনেক সব ধরনের ডুপ্লিকেট, খালি ফাইল/ফোল্ডার, ভাইরাস আছে এমন ফোল্ডার/ফাইল, ডেমেজ ফাইল/ফোল্ডার ইত্যাদি সব একসাথে একবারে স্ক্যান করে বের করে ফেলতে পারবেন আর সহজেই ডিলিট করতে পারবেন।

এপ্লিকেশনটি আপনি নিজে ব্যবহার করলেই সব বুঝে যাবেন।

 

নিচে কিছু স্ক্রিনশট দেওয়া হলো এপ্লিকেশনটির।

 

 

12. App Name : Screenshot Go By Firefox

Link : Apkmirror

 

এটা একটা স্ক্রিনশট এপ্লিকেশন। কিন্তু এর কাজ শুধু স্ক্রিনশট তোলা নয়। এই এপ্লিকেশনটার মাধ্যমে আপনারা আপনাদের স্ক্রিনশটগুলোকে একটি আলাদা ক্যাটাগরিতে সংরক্ষন করতে পারবেন। এপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে পারমিশন চাইবে কিছু। Allow করে দিবেন।

এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের স্ক্রিনের সামনে একটা ডট আকারের স্ক্রিনশট তোলার লোগো আসবে। এটায় ক্লিক করার সাথে সাথে স্ক্রিনশট ক্যাপচার করবে। এরপর আপনারা চাইলে সে স্ক্রিনশটটি বিভিন্ন ফোল্ডার বা ক্যাটাগরিতে সেভ করে রাখতে পারবেন। এটা অনেক useful একটি এপ্লিকেশন। কেননা এর ফলে আপনার অনেকটা সময়ই বেচে যাবে।

ধরুন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন এবং এতে বিভিন্ন ক্যাটাগরির স্ক্রিনশট আছে। সেগুলো আলাদা আলাদা ভাবে না খুজে আপনি নিজের ক্যাটাগরি বানিয়ে রাখতে পারবেন। এতে আপনারা আপনাদের অনেকটা সময়ই বাচাতে পারবেন।

যেহেতু এই এপ্লিকেশনটি এখনো বেটা ভার্সনে আছে তাই প্লে-স্টোরের লিংক দেওয়া যাচ্ছে না। তাই আমি ড্রাইভ এর লিংক দিলাম। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।

এপটির কিছু স্ক্রিনশিটসঃ

 

 

13. App Name : Abstruct Wallpapers

App Link : apkdone

অসাধারণ একটি ওয়ালপেপার এপ্লিকেশন। এতে আছে ৮ টা ক্যাটাগরির ৪০০ টির মত 4K রেসোলিউশনের ওয়ালপেপার। আমার মত আপনিও যদি কাস্টোমাইজেশন এবং ওয়ালপেপার প্রেমী হয়ে থাকেন তবে আমি সাজেস্ট করবো এই এপটিকে একবার হলেও ট্রাই করতে। এখানে Oneplus এর অফিসিয়াল ওয়ালপেপার গুলোও পাবেন।

আমি প্রিমিয়াম ক্র‍্যাক ভার্সনটিরই লিংক দিচ্ছি যেন সবগুলো ওয়ালপেপার একসাথে পেয়ে যান ফ্রি তে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।

এপটির কিছু স্ক্রিনশিটসঃ

 

 

 

 

 

14. App Name : Hi-Q Mp3 Recorder

Link : apk4free

 

এটা আমার দেখা সবচেয়ে ভালো ভয়েজ রেকর্ডিং এপ। এতে অনেক ফিউচার আছে। আপনি বিভিন্ন ফরমেটে অডিও রেকর্ড করতে পারবেন। যেমনঃ Mp3,WAV,M4A,OGG,FLAC। এছাড়াও আপনি High Quality তে অডিও রেকর্ড করার অপশন এখানে পাচ্ছেন। 32 Kbps থেকে শুরু করে 320Kbps পর্যন্ত অডিও রেকর্ড করার অপশন আপনি এখানে পাচ্ছেন।

এছাড়াও এতে Stereo Type Audio রেকর্ড করার সুবিধাও আপনি পাচ্ছেন। আপনি চাইলে Front microphone, Rear microphone সহ এমনকি Raw Audio তেও রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে আপনার রেকর্ড করা ফাইল গুলো সরাসরি ড্রপবক্স বা গুগুল ড্রাইভে আপলোড করতে পারবেন। এপের মধ্যেই এই সিস্টেম দেওয়া আছে।

আমি প্রিমিয়াম ক্র‍্যাক ভার্সনের ডিরেক্ট ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।

এপটির কিছু স্ক্রিনশিটসঃ

 

 

15. App name : Notin (Premium unlocked)

App link : oceanofapk

 

এই App টি অনেক মানুষেরই কাজে লাগবে। যারা ভুলে যাওয়া রোগে আক্রান্ত তাদের জীবনে এই App টি বিশেষ ভূমিকা রাখবে। কিভাবে?
তা বলার আগে আমি একটা কথা বলে রাখি। কোনো কিছু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর সেই জিনিসের উপকারিতা নির্ভর করে। আপনি যদি একটি ছুরি বাসায় কিনে নিয়ে এসে ফেলে রেখে দেন তবে সেই ছুরিটির উপকারিতা আপনি পাবেন না। কারন আপনি সেটি ব্যবহার করছেন না।

একই ভাবে এই পর্যন্ত যেসব App/bots/tricks আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার না করতে পারেন তবে সেগুলো useless ই থেকে যাবে আপনাদের কাছে। সঠিক ভাবে ব্যবহারের কথা কেন বললাম? সেই ছুরিটির কথাই আবার বলি। আপনি যদি সেই ছুরিটি দিয়ে লোহা কাটতে যান তবে কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে? কিংবা আপনি যদি সেই ছুরিটি দিয়ে কোনো মানুষের হত্যা করেন তবেও কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে?  একেবারেই না।

সে ছুরিটির যথার্থ ব্যবহার তখনই হবে যখন আপনি সে ছুরিটি দিয়ে নিজের বা অন্যের উপকার করবেন। যেমনঃ খাবারের জন্য ব্যবহার, দড়ি কাটার জন্যে ব্যবহার এমন ইত্যাদি নানান রকমের ভালো কাজেই ছুরিটি ব্যবহার করলে এর সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তাই আমি আপনাকে বলছি এই App টিই বলেন কিংবা দুনিয়াতে থাকা তামাম যত App আছে সেগুলোর কথা, আপনি যদি সঠিক ভাবে সঠিক কাজে তা ব্যবহার করতে না পারেন তবে সেটি আপনার কাছে useless ই থেকে যাবে।

এ App টি মাত্র ২ এম্বির একটি এপ্লিকেশন। কাজ একটাই করে। তবে সে একটি কাজের মাধ্যমে আপনি আপনার জীবনের ভুলে যাওয়া নামক অনেক বড় রোগের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারেন।

কিভাবে?

এই App টির কাজ হচ্ছে আপনি যেকোনো text লিখে আপনার নোটিফিকেশনে লিখে রেখে দিতে পারেন। আমাদের সবারই ফোনের স্ক্রিনে প্রতিদিনই বহুবার নোটিফিকেশন চেক করতে হয়। এই অভ্যাসটাকে আপনি আপনার নিজের উপকারে নিয়ে আসতে পারেন। এই App টির মাধ্যমে আপনার যেসব কাজ করতে হবে (তা হতে পারে বাজারের লিস্ট, হতে পারে আপনার রুটিন, হতে পারে কোনো দরকারী কাজ)  যা আপনি ভুলে যেতে পারেন সেসব কাজগুলোকে নোটিফিকেশনে লিখে রেখে দিতে পারেন।

এখন প্রশ্ন করতে পারেন, কিন্তু ভাই নোটিফিকেশন তো একটু টাচ করলেই চলে যায়। এখন উপায়? উপায় এই App এই আছে। আমি যে premium version টির লিংক দিয়েছি সেটির মাধ্যমে আপনারা এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এ version টিতে আপনি manually notification delete করার option পাবেন। এতে আপনার নোটিফিকেশনে থাকা কথাগুলো সারাদিন টাচ করে ঠেলে দিলেও সেখান থেকে যাবে না। যেটা যেখানে থাকার সেটা সেখানেই থাকবে যতক্ষন না আপনি সবগুলোকে এক এক করে manually delete করছেন।

এই App টি যারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন তাদের আর ভুলে যাওয়া রোগের সমস্যায় ভুগতে হবে না।
আপনি এটাও বলতে পারেন আমার তো already note app আছে তবে এটা দিয়ে কাজ কি? শুনুন, আপনি যে note app এ ঢুকার কথা ভুলে যাবেন না তার কি কোনো guarantee আছে?

আপনাকে সারাদিনে অবশ্যই নোটিফিকেশন চেক করতেই হবে। আর যখনই চেক করবেন সাথে সাথে আপনার মনে পড়ে যাবে আপনি যে বিষয়টি ভুলে যাচ্ছিলেন।

আশা করি কাজে দিবে অনেকেরই। এখন কাজে দিবে কি দিবে না সেটা আপনার নিজের ব্যবহারের উপর নির্ভর করবে যা আমি আগেই বলে দিয়েছি।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

16. App name : Pedometer Step Counter

App link : modyolo

 

এই এপ্লিকেশনটি যারা প্রতিদিন হাটেন তাদের জন্যে অবশ্যই কাজে দিবে। আমি গত কয়েক বছর আগে থেকে এটা ব্যবহার করে আসছি। অনেক কাজে দিয়েছে তাই ভাবলাম শেয়ার করি। এই এপ্লিকেশনের কাজ হলো আপনি কতগুলো Step হেটেছেন, কত দূরত্ব পর্যন্ত হেটেছেন,কতক্ষন সময় ধরে হাটছেন, কতটুকু ক্যালরি loose করেছেন ইত্যাদি এসব সম্বন্ধে আপনাকে জানানো।

তাই যারা নতুন হাটাহাটি শুরু করেছেন তাদের জন্যেও এটা কাজে দিবে। এমন অনেক এপ্লিকেশনই প্লেস্টোরে আছে। কিন্তু সবগুলোর মধ্যে এর ডাউনলোডের সংখ্যা বেশি। ৫০ মিলিয়ন+ বা ৫কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই এপ্লিকেশন আর এর রেটিংও বেশ ভালো।
এর কিছু ফিচারের কথা বলি। ১)আপনাকে শুধু হাটাহাটিই না বরং এই App এ আপনি প্রতিদিন কত গ্লাস পানি খেলেন সেটাও Add করতে পারবেন।

২)আপনি চাইলে এখানে নির্দিষ্ট Goal set করে রাখতে পারবেন যে আপনি প্রতিদিন কতটুকু হাটবেন।

৩)তাছাড়া আপনি আপনার উচ্চতা ও ওজন সেভ করে প্রতিদিন কত ক্যালরি কমাতে পেরেছেন সেগুলোও track করে রাখতে পারবেন।

৪)Google Fit এর সাথেও connect করতে পারবেন।

৫)এছাড়াও এই App আপনাকে প্রতিদিন নিজে নিজেই সকালে বা যে সময়ে আপনি চান সে সময়ে আপনাকে reminder দিবে যে আপনার হাটার সময় হয়ে গিয়েছে। তাই ভুলার চান্স নেই।

৬) এই App এ বিভিন্ন achievements আছে যা আপনি নিজের mission হিসেবে নিয়ে বিভিন্ন goal set করে সেগুলো পূরন করতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি মোট কতগুলো step হেটেছেন, কতক্ষন সময় ধরে হেটেছেন, কতদিন ধরে হেটেছেন ইত্যাদি।

আরো অনেক ভালো ভালো ফিচার আছে। আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম কিছুঃ

 

 

 

17. App name : White Noise Pro

 App link : apkmody

 

যারা Sound প্রেমী আছেন মানে যারা প্রকৃতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের calm & relaxing শব্দ শুনতে ভালোবাসেন তাদের জন্যে এই App টি। এই App টিতে আপনারা নানা ধরনের Sound শুনতে পারবেন। বাংলাদেশে বসে জাপান, কোস্টারিকা, ব্রাজিল ইত্যাদি বিভিন্ন দেশের প্রকৃতি, জীবন ইত্যাদির সাউন্ড আপনারা শুনতে পারবেন এই App এর মাধ্যমে। যারা Calm & relaxing শব্দ শুনতে ভালোবাসেন তাদের আমি এই এপ্লিকেশনটি সাজেস্ট করবো। এখানে আপনারা প্রচুর সাউন্ডের কালেকশন পাবেন। ৪৫ টিরও বেশি Category পাবেন ভিন্ন ভিন্ন ধরনের শব্দ শোনার। প্রত্যেকটি Category তে সে category related সকল সাউন্ড আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে ডাউনলোড করেও রেখে দিতে পারবেন। Map এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের নানান ধরনের শব্দ শুনতে পারবেন। এছাড়াও এখানে News এরও একটি section দেওয়া আছে। Category গুলোর একটি লিস্ট দিয়ে দিলাম। দেখে নিবেন।

1) HD stereo
2) Mp3
3) Tomsoft official
4) Streaming
5) visualization
6) 360 videos

7) best user recordings
8) ASMR
9) Animals
10) Asia
11) Binaural beats
12) chimes
13) crowd
14) daytime

15) fans
16) fire
17) indoors
18) isochronic beats
19) mechanical
20) meditation
21) musical
22) nature
23) nighttime

24) noise
25) outdoors
26) rain
27) seasonal
28) space
29) storms
30) summer
31) transportation
32) tropical
33) water
34) waves
35) wind
36) winter
37) user mixers
38) user recordings
39) classic

40) best remix
41) most comments
42) most downloaded
43) most listened
44) most loved
45) top user sounds

 

আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে অনেক বড় কালেকশন আছে সুন্দর সুন্দর সাউন্ডের।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম কিছুঃ

 

 

 

 

 

 

18. App name : Split Cloud

App link : luckymodapk

 

 

ইয়ারফোন ব্যবহারকারীদের জন্যে অত্যন্ত কাজের একটি এপ্লিকেশন এটি। কিভাবে কাজের সেটি একটি উদাহারনের মধ্যে দিয়ে বোঝাচ্ছি।
ধরুন আপনি আর আপনার বন্ধু একসাথে আছেন আর দুইজনের মিউজিক টেস্ট দুইধরনের হওয়ায় দুজন একইসাথে দুই ধরনের মিউজিক শুনতে চান কিন্তু ইয়ারফোন আপনাদের একটি।

আপনারা এই এপ্লিকেশনের মাধ্যমে দুই কানের দুই ইয়ারফোনে দুটি আলাদা গান একসাথে বাজাতে পারবেন। এতে আপনারা একই ইয়ারফোন একসাথে শেয়ার করে নিজেদের প্রয়োজন মিটিয়ে নিলেন আর ঝগড়ারও সৃষ্টি হলো না ?।
অথবা যারা একটু unique কিছু ভালোবাসেন তাদের জন্যেও এই এপ্লিকেশনটি কাজে লাগতে পারে। এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার নিজের উপর আপনি কিভাবে এটি ব্যবহার করছেন তার উপর।
যাই হোক, ইন্টারেস্টিং একটি App তাই ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

 

 

19. App Name : Shake-it Alarm

App Link : apkmody

এই App এ যেসব ফিচার আছে তা আপনাকে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। তাই আমি সাজেস্ট করবো এই App টিকে একবার হলেও ব্যবহার করে দেখতে।

App এর ফিচারগুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ

? সাধারন Alarm এর মতো কাজ করলেও এখানে যেসব স্পেশাল ফিচারগুলো আছে সেগুলো আপনাকে আপনার Goal এ পৌছাতে অবশ্যই সাহায্য করবে।

App এর নামের মতো আপনি একটি অপশন পাবেন যেখানে আপনি Shake করে alarm বন্ধ করার অপশনটি অন করে রাখতে পারবেন। কিন্তু ২-৫ সেকেন্ডের মধ্যেই যে Shake করে alarm বন্ধ করে দিবেন এমনটা ভাবলে আপনি ভুল ভাবছেন। আপনাকে অনেকক্ষন ধরে Shake করতে হবে বন্ধ করার জন্যে।

? ২য় যে অপশনটি পাবেন alarm বন্ধ করার জন্যে সেটি হচ্ছে Shouting. মানে চিৎকার করে Alarm বন্ধ করা। আপনি সকালে উঠে যতক্ষন না চিৎকার করে alarm বন্ধ করতে চাচ্ছেন ততক্ষনে alarm বন্ধ হবে না। আপনাকে অনেকক্ষন ধরে চিৎকার করে যেতে হবে alarm বন্ধ করতে। তবে জোরে চিৎকার যে করতে হবে এমনটা নয়। আপনি মোবাইলের মাইক্রোফোনের সামনে গিয়ে জোরে কথা বললে বা একটু জোড়ে চিৎকার করলে alarm টি বন্ধ হবে।

? ৩য় যে অপশনটি পাবেন সেটি হচ্ছে Touch করে বন্ধ করা। তবে এখানে আপনাকে অনেক জোড়ে জোড়ে Touch করতে হবে। আপনার শরীরকে পরিশ্রম করাবে এই app যার ফলে আপনার ঘুম ভাঙতে বাধ্য।

?এগুলো পছন্দ না হলে Normal alarm এর মতো one touch এ বন্ধ করার অপশনও আছে।

যা যা বললাম তার প্রমানসাপেক্ষে কিছু স্ক্রিনশটসঃ

 

 

 

 

 

 

20. App Name : Iron Will : Quit Your Addiction

App Link : Playstore

এই App টি প্রত্যেকের জন্যেই Recommended থাকবে। কারন এই App টির সাহায্যে আপনি আপনার Addiction কে কতদিন ধরে ছাড়তে পেরেছেন সেটি Track করে রাখতে পারবেন। প্রথমেই বলে দিই App টির সাইজ 1 MB এরও কম। তাই আশা করছি সবাই ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না।

প্লে-স্টোরে এই App টি ৫ লক্ষাধিক বারেরও বেশিবার ডাউনলোড হয়েছে। App টির রিভিউ সংখ্যা ১৬ হাজার+ এবং এর রেটিং 4.7 ★। রেটিং দেখেই হয়তোবা বুঝতে পারছেন App টি কতটা কাজের।

App টি ব্যবহার করাও প্রচন্ড সহজ। আপনি শুধু App টি Open করবেন এবং Start Now তে ক্লিক করবেন। এবং ঐ সময় থেকে আপনার সময় Automatic Count করা শুরু করে দিবে। আপনি App টি Force Stop করে বন্ধও করে দেন তবেও কোনো সমস্যা নেই App তার নিজের কাজ করে যেতে থাকবে।

এছাড়াও আপনি যদি ১ দিন, ৩ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিন, ১৪ দিন, ২১ দিন, ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিন, ১২০ দিন, ১৫০ দিন, ১৮০ দিন, ২৪০ দিন, ৩০০ দিন, ৩৬৫ দিন, ৫০০ দিন আপনার ঐ আসক্তি থেকে মুক্ত থাকতে পারেন তবে আপনাকে বিভিন্ন Rank/Medal/Badge দিবে।

যেমনঃ Scout, Private, Corporal, Sergeant, Master Sergeant, Knight, Knight Lieutenant, Knight Captain, Knight Champion, Champion of the light, commander, conqueror, marshal, field marshal, grand marshal, high overlord, the immortal এগুলো।

এছাড়াও App টিতে আছে Dark Theme। আপনি যদি সেই আসক্তিটিতে পুনরায় ফিরে যান তবে আপনাকে পুনরায় আবার চালু করতে হবে এই App টির Time।

এর জন্যে আপনাকে Time টি App এ ঢুকে Reset করতে হবে। এবং এই Reset করার সময় কিছু নোটও লিখে রাখতে পারেন যে কেন আপনি সেই আসক্তিতে পুনরায় ফিরে গিয়েছেন।

আর সেগুলো History তে গিয়ে দেখতে পারবেন যে কি ভুলের জন্যে আপনি সেই আসক্তিতে পুনরায় ফিরে গিয়েছেন এবং আপনার নিজের সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…

The post ২০টি প্রিমিয়াম Apps এর Mega Collection Download Link সহ (আপনার অনেক কাজে দিবে তাই miss করবেন না) appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: