Monday, February 12, 2024

ট্রেডিং এর জনপ্রিয় প্ল্যাটফর্ম নুব থেকে প্রো সবার জন্য, না দেখলেই মিস, ফুল রিভিউ

cartকিছু স্পয়লার হয়ে যাক- এটি ক্রিপ্টো কয়েন দ্বারা ট্রেড করার একটি সাইট। কিন্তু মজার ব্যাপার হল আপনাকে সবসময় ট্রেডের সাথে সরাসরি জড়িত থাকতে হবে না। প্রশিক্ষিত এআই বট আপনার জন্য বাজার নিরীক্ষণ করবে এবং ট্রেড চালিয়ে যাবে এবং আপনার জন্য নির্দিষ্ট Profit নিশ্চিত করবে। AI বট আপনাকে সমস্ত ট্রেড ডেটা লাইভ পাঠাতে থাকবে। এটা বেশ মজার ব্যাপার। এখানে মোট 7টি পোর্টফোলিও রয়েছে। ন্যূনতম $10 ডিপোজিট দিয়ে ট্রেডিং শুরু করা যেতে পারে। এটি একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম যার সর্বোচ্চ ডিপজিট $10 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। সর্বনিম্ন $10 থেকে Withdraw করা যায়। আসুন দেখে নেই কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে ট্রেডিং শুরু করবেন। বাকিটা আপনি নিজেই ঘুরে দেখতে পারেন।
সাইট এর ডোমেইন নাম- stakeair.com

সাইন আপ পেজ থেকে দরকারি তথ্য প্রদান করে ইমেইলে প্রদত্ত ওটিপি দিয়ে একাউন্ট এক্টিভ করতে হবে।
image
উপরের দিকে ডান সাইডে প্রফাইল আইকন এর উপর ক্লিক করে যথাক্রমে My Profile ও KYC কমপ্লিট করবেন।
2
Capital অ্যাড করতে চাইলে Dashboard লেখার নিচে Deposit থেকে New Deposit এ আসুন। এখানে অনেক প্রকার কয়েন দেখতে পাবেন। আপনার ইচ্ছা অনুযায়ী যেকোন কয়েন এ অ্যাড করতে পারেন, তা একাউন্ট এ সরাসরি যোগ হয়ে যাবে।
4
q
এখন ট্রেডিং চালু করার জন্য Dashboard লেখার নিচে AI Bots থেকে Activate AI Bot এর উপর ক্লিক করে দেখবেন কতকগুলো বট এর রেঞ্জ অনুযায়ী সাজানো। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী বট এক্টিভ করতে পারেন। এবং My AI Bot থেকে দেখতে পারেন কোন বটগুলো এখন কাজ করছে। প্রত্যেক বট একটি নির্দিষ্ট মেয়াদে কাজ করে থাকে।
5
6
উত্তলন করতে হলে Dashboard লেখার নিচে New Withdrawal এসে যেকোন কয়েনে ক্যাশ আউট করতে পারেন ইন্সট্যান্ট সর্বোচ্চ ১০০০০ ডলার এবং সর্বনিম্ন ১০ ডলার। এখানে আবার পি২পি অপশন ও রয়েছে।
7

এছাড়া রয়েছে রেফারেল কমিশনের অপশন। একটা রেফার কমপ্লিট করতে পারলে ১০ ডলার বোনাস পাবেন,যাকে রেফার করবেন সে যখন ট্রেডিং শুরু করবে। বটগুলো এখন ফ্রি থাকলেও, খুব দ্রুত সাবস্ক্রিপশন চালু করে দিতে পারে বলে মনে হয়।
ডেইলি সামারি-
8

The post ট্রেডিং এর জনপ্রিয় প্ল্যাটফর্ম নুব থেকে প্রো সবার জন্য, না দেখলেই মিস, ফুল রিভিউ appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: