Wednesday, January 10, 2024

ফ্রি সমস্যা সমাধানের কমিউনিটি যে অ্যাপে! Problem solving community by CHORCHA app !

আসসালামুয়ালাইকুম! সম্মানিত ট্রিকবিডি পাঠক । ট্রিকবিডিতে আপনাকে স্বাগতম। আমি রিফাত ।

এই পোস্টটি এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনেক উপকারী হতে চলেছে। তাছাড়া আপনি যদি নতুন কিছু জানতে আগ্রহী হন তবে পোস্টটি আপনারও অনেক ভালো লাগবে।

আমাদের দেশে এখন কত এগিয়ে গেছে! ৫-৬ বছর আগেও প্লে স্টোরে শিক্ষামূলক দেশীয় তেমন কোনো এপ্লিকেশন পাওয়া যেত না। কিন্তু এখন অনেক অগ্রগতি দেখা গিয়েছে এই সেক্টরটির। চর্চা ঠিক তেমনি একটি এপ্লিকেশন! আপনার পড়াশোনাকে অনেক কার্যকরী করে তুলতে এই এপ্লিকেশনটি ভূমিকা রাখবে।

 

চর্চা অ্যাপ কি? 

নামেই আছে চর্চা। বেশি বেশি করে চর্চা করার জন্য লক্ষ লক্ষ প্রশ্ন ও অনেক অনেক ফিসারস্ নিয়ে তৈরি এই অ্যাপটি।

 

চর্চা অ্যাপ কিভাবে পাবো?

 

  • অ্যাপ ছাড়াও ওয়েব ব্যবহার করা যায়।

https://chorcha.net/

 

অ্যাপটি সম্পর্কে আগেও পোস্ট করা হয়েছে,সেখানে আমরা প্রাকটিস করার ফিসারস্ গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার আলোচনা করবো নতুন আরো একটি ফিচার নিয়ে মা কিছু দিন আগে শুরু করা হয়েছে।

 

এবার আসা যাক আসল কথায়। আপনার কোনো বিষয়ে সমস্যা থাকলে, কোনো ডাউট থাকলে সেটা কোথা থেকে ক্লিয়ার করবেন! যদি একটা কমিউনিটি থাকতো যেখানে শুধু ডাউট নিয়ে কথা বলা যেত ! হ্যাঁ এটা ঠিক সেই রকম কমিউনিটি। অ্যাপের নিজস্ব। ইন বিল্ট। এবং এটি একটি নতুন ফিচার!

[

চর্চা অ্যাপে ডাউট পোস্ট

ডাউট ও সলভ ডেমো

চর্চা অ্যাপের ডাউট সলভ সেকশন

ডাউট পোস্ট

]

ফেসবুক পোস্টের মতন আপনার প্রবলেমটি পোস্ট করবেন আর জবাব দিবে অন্য সবাই !

আপনিও অন্যের ডাউট সলভ করে নিজের দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন। দারুন না ফিসারস্ টা! অবশ্যই। এখনই ট্রাই করে দেখতে পারেন!

 

ভিজিটররা আরো জিজ্ঞেস করে থাকেনঃ

 

চর্চা অ্যাপে কি আমি ফ্রিতে চর্চা দিতে পারবো?

হ্যাঁ আপনি ফ্রিতে চর্চা করতে পারেন। গত পোস্টে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যা দ্রুত প্রাকটিস এর মধ্যে গিয়ে পারবেন।

 

আনলিমিটেড পরীক্ষা দিতে পারবো কি?

আনলিমিটেড প্রশ্ন থেকে আনলিমিটেড পরীক্ষা দিতে হলে, এবং ব্যাখ্যা সহ পেতে হলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া যেতে পারে। কিন্তু এর মূল খুব সীমিত। তার উপর try20 কুপন কোড ব্যবহার করলে আরো কম মূল্যে যেকোনো প্যাকেজ নিতে পারেন।

 

চর্চা অ্যাপের কুপন কোড কি?

অনেকে চর্চা অ্যাপের কুপন কোড সম্পর্কে জানতে চান। আপনি যদি চর্চা অ্যাপে সাবস্ক্রিপশন নিতে যান তাহলে আপনারো চর্চার কুপন কোড লাগতে পারে। তাই চর্চার কুপন কোড জেনে রাখা প্রয়োজন। চর্চার কুপন কোড হলো try20.

The coupon code is ‘try20’ to get more discount.

 

ফ্রিতে কি ডাউট সলভ করতে পারবো?

অবশ্যই! ডাউট সলভ একদম ফ্রিতে পাবেন!

Chorcha app tutorial

চর্চা অ্যাপের বিষয়ে বিগত পোস্টগুলোঃ

 

2. https://trickbd.com/apps-review/1583303

1. https://trickbd.com/apps-review/1455980

 

সর্বশেষ কথাঃ এখানে বিসিএস এর জন্য চর্চা করার সুযোগ আছে! তাই যারা চাকরি প্রার্থী তারাও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। আমি আমার শিক্ষার্থীদের চর্চা অ্যাপ নিয়মিত ব্যবহার করতে পরামর্শ দিই এবং আমি নিজেও ব্যবহার করি।

বি.দ্র. চর্চার প্রচার করা মোটেও এই পোস্টটির মূল উদ্দেশ্য নয়। যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় সেটাই মূল উদ্দেশ্য।

 

Join us telegram study Group( materials & classes )

https://t.me/creativelearnershubBD

The post ফ্রি সমস্যা সমাধানের কমিউনিটি যে অ্যাপে! Problem solving community by CHORCHA app ! appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: