আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।
আর তথ্য আদান প্রদানের সবচেয়ে বহুল ব্যবহৃত ও প্রচলিত মাধ্যম হচ্ছে মেসেঞ্জার।
এখন আপনারা বলতে পারেন, মেসেজ ভুলে অন্যকিছু চলে গেলে আমরা Unsend করে দিবো। তাই তো হয়।
আরে ভাই, এত সহজ নয়। যদি সে সন্দেহ করে বসে তাহলে বাচার উপায় নেই। আপনাকে কত রকমের জবাবদিহিতা দিতে হবে তার হিসাব নেই।
ডাওনলোড করা শেষ। এবার দেখে নিন-
কিভাবে আমরা এই মেসেজ Edit এর কাজটি করতে পারবো?
নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: প্রথমে মেসেঞ্জার এপস এ প্রবেশ করুন।
ধাপ ২:এবার যার সাথে মেসেজ করতেছেন/করবেন তার আইডির উপর ক্লিক করুন।
ধাপ ৩: এখন যে মেসেজটি পাঠাতে চান সেটি সেন্ড করুন। তারপর সেই মেসেজের উপর ক্লিক করে ধরে রাখুন।
ধাপ ৪: তারপর নিচের ছবির মতো (থ্রি ডট) আইকনে ক্লিক করুন।
ধাপ ৫: নিচের ছবির মতো অপশন আসলে Edit এর উপর ক্লিক করুন।
ধাপ ৬: এবার নিচের মত মেসেজ এডিট করার অপশন চলে আসবে। ইচ্ছামত এডিট করে নিন।
ধাপ ৭: এখন নিচের ছবির মতো মার্ক করা যায়গায় ক্লিক করুন।
ধাপ ৮: সবশেষে লক্ষ্য করে দেখুন আপনার মেসেজটি এডিট হয়ে গেছে।
এখন মেসেজ ভূল করে উল্টাপাল্টা লিখলেও এডিট করার পর নিশ্চিন্তে থাকুন। কেউ আর সন্দেহ করতে পারবেনা যে,
-> কি মেসেজ দিয়েছিলেন?
-> ডিলিট করছেন কেন?
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।
সময় ও সুযোগ থাকলে আমার সাইটটিতে একবার ঘুরে আসবেন।
The post Messenger এর Send করা মেসেজ Edit করবেন যেভাবে। মেসেজ Unsend করার দিন শেষ। appeared first on Trickbd.com.
0 comments: