Tuesday, October 31, 2023

নিজের হাতে থাকা Smartphone টিকে বানিয়ে ফেলুন Public Web Server !

নিজের হাতে থাকা Smartphone টিকে বানিয়ে ফেলুন Public Web Server !

আচ্ছা আপনারা কি কখনো ভেবেছেন, যে আমাদের হাতের কাছে থাকা কম্পিউটার কিংবা স্মার্ট ফোনটি তে কি কখনো আমি একটি সাইট বানাতে পারব ?

এমন চিন্তা আসতেই পারে ।

আমরা সবাই জানি আমরা অনলাইনে যেকোন website publish করতে চাইলে, আমাদের কিনতে হয় Domain এবং Hosting..

আর যারা কেবল Developing শিখছেন , তারা অনেকেই কম্পিউটারে XAMPP ব্যবহার করে থাকে প্রাক্টিস এর জন্য।

কিন্তু আমারা জানি যে, XAMPP এ Host করা সাইট শুধু আমরাই এক্সেস করতে পারব।

কারন এইটা আমাদের নিজস্য লোকার সার্ভার এ থাকে এবং যে IP তে হোস্ট করা থাকে তা শুধু আমাদের কম্পিউটার দিয়ে এক্সেস করা সম্ভব।

কিন্তু আজকের পোস্টএ আমি আপনাদের শিখাব, কিভাবে আমরা আমাদের এই Local Server কে Public Server করতে পারি ।

এবং এর মাধ্যমে আমরা নিজেদের সাইট নিজেদের মোবাইলে কিংবা কম্পিউটারে হোস্ট করতে পারব।

তো আজকের এই পোস্ট আমরা দেখাবো মোবাইল ফোনে কিভাবে আমরা আমাদের সাইট বানিয়ে অনলাইনে লাইভ করতে পারব। এবং যে কেউ আমাদের সাইট এক্সেস করতে পারবে অনলাইনের মাধ্যমে ।

পিসি দিয়ে কিভাবে করতে হয় সেটা অন্য একদিন দেখাবো ।

চলুন শুরু করা যাক …

আমি চেষ্টা করব কম কথা বলার , এবং সবকিছু ক্লিয়ার রাখার।

Step 1:

আমরা এই Step এ দুইটি সফটওয়্যার ডাউনলোড করে নেই । কারন আমাদের এই দুই Software এর প্রয়োজন আছে।

নিচে আমি লিংক দিয়ে দিলাম।

মনে রাখবেন Pagekite এর সাইট এ গেলে আপনি অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবেন ।

তার মাঝ থেকে নিচেরটা ডাউনলোড করবেন।

তো এখন পর্যন্ত আপনার Step 1 এর কাজ শেষ এবারে আমরা আসি Step 2 এ ।

Step 2:

এই পর্বে আমাদেরকে https://pagekite.net/ এ একটি একাউন্ট করতে হবে ।

আর এইখান থেকেই আমরা আমাদের ডোমেনটাও নিয়ে নিব।

Account খোলার জন্যে নিচের লিংক এ ক্লিক করুন।

https://pagekite.net/signup/

Kite Name হচ্ছে আপনার সাইট এর নেম ।

সব বক্স পুরন করে Sign Up এ ক্লিক করে নিজের মেইল ভেরিফিকেশন করে নিলেই আপনার কাজ শেষ ।

মেইল ভেরিফিকেশন লিংক যেই মেইল এ পাঠানো হয় , সেইখানে আপনারা Password পাবেন।

এইবারে আমাদের কে Pagekite App এ লগিন করতে হবে নিচের স্ক্রিনশট ফলো করেন।

Yes এ ক্লিক করেন ।

এমন ফর্ম আসবে , আপনি যেই মেইল দিয়ে একাউন্ট করেছেন সেটা দিন ।

আপনার সাইট এর নাম কি ছিল তা দিন।

আর Password টা দিয়ে ওকে করলেই আপনার একাউন্ট লগিন হয়ে যাবে ।

Step 3:

এবারে আপনার Simple Http Server App টি ওপেন করুন ।

দেখুন আপনারর পোর্ট 8080 দেওয়া আছে ।

এখন তার নিচে দেখুন root folder নাম এর একটা অপশন আছে । তো এইখানে আপনি যেই ফোল্ডার এ সাইট রাখতে চান সেই ফোল্ডার টা সিলেক্ট করে দিবেন ।

আমাকে দেখুন আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিয়েছি ।

root folder এ যদি index.html file থাকে তাহলে সেটা অটোমেটিক এক্সেসকরে ফেলবে ।

তাই আমরা আমদের সাইট এর ফোল্ডার এ একটি Html tamplete রেখেছি ।

যেটা রেসপনসিভ ও ।

আচ্ছা এইবার আমরা আমদের Simple http server app টা চালু করে দিব start button এ ক্লিক করে।

Step 4:

এইবারে আমাদের কে Pagekite App এ এসে port setup করতে হবে ।

নিচের স্কিনশট ফলো করেন ।

ওকে দেওয়ার পরে , এখন আমাদের pagekite চালু করতে হবে । হোম পেজ এ এসে স্কিনশট এর মত করে চালু করে দেন।

আমার হয়ে গেছে দেখুন ।

এখন নিচের স্কিনশট দেখুন আমি আমার পিসি দিয়ে আমার তৈরি করা সাইট এক্সেস করছি ।

 

আচ্ছা আসা করি আপনি সব বুঝতে পারছেন ।

এখন কথা হচ্ছে আমি আমার root folder এ Template রেখেছি , যার ফলে এইটা সুন্দরভাবে দেখাচ্ছে আপনি যদি Root folder এ ফাইল অন্য ফাইল রাখেন তাহলে তাহলে সেটাই দেখাবে।

নিচে আমি ফ্রি Html Template Download করার সাইট দিয়ে দিলাম আপনারা চাইলে এইখান থেকে ডাউনলোড করে টেস্ট করতে পারবেন।

https://www.free-css.com/template-categories/responsive

আচ্ছা এতদুরে একজন নরমাল মানুষ সব বুঝে যাওয়ার কথা কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্যে আমি root folder option টা একটু বুঝিয়ে দেই ।

root folder হচ্ছে আপনার সেই folder যেখানে আপনি আপনার সাইট টি রেখেছেন ।

এখন ওই ফোল্ডার এ যদি আমি একটি গান রাখতাম তাহলে আমার website এ প্রবেশ করলে সেই গানটি সেখানে দেখাতো ।

আর এই root folder টি আমি বানিয়েছি আমার মোবাইল এর ফাইল ম্যানেজারে । ( যেভাবে আমরা নরমাল ফোল্ডার বানাই আরকি )

তারপর simple http server app এ গিয়ে সেই ফোল্ডার টা সিলেক্ট করে দিয়েছিলাম।

আর যেহুতু আমি এই মুহুর্তে এই ফোল্ডার এ একটি Template রেখেছি তাই সেটা ডাইরেক্ট সুন্দর একটি সাইট এ পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে ।

আশা করি যারা নতুন তারা এই স্টেপ টা সুন্দর করে বুঝে গেছেন ।

তো এই ছিল আজকের পোস্ট আশা করি আপনার ভালো লেগেছে আপনাদের ।

 

 

সৌজন্যে আমার সাইট 

The post নিজের হাতে থাকা Smartphone টিকে বানিয়ে ফেলুন Public Web Server ! appeared first on Trickbd.com.


Monday, October 30, 2023

[Free SMS] বাংলাদেশের যেকোনো নাম্বারে ফ্রি তে এসএমএস পাঠান.!

[Free SMS] বাংলাদেশের যেকোনো নাম্বারে ফ্রি তে এসএমএস পাঠান.!

আছকে আমি আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট নিয়ে এসেছি যার মাধ্যমে ফ্রি তে যে কোনো নাম্বার এ এসএমএস পাঠাতে পারবেন.! এই ওয়েবসাইট থেকে শুধু মাত্র দরকার ও জরুরি ভিত্তিক এসএমএস পাঠাতে পারবেন। (কোনো ধরনের আলাপ, গল্প, বাজে কথা, রাষ্ট্র বিরুদধি, অফার, হুমকি ইত্যাদি এসএমএস পাঠাতে পারবেন না.!) দিন রাত ২৪ ঘন্টা এসএমএস পাঠাতে পারবেন। আপনার ইচ্ছা করলে এসএমএস পাঠিয়ে ইনকামও করতে পারবেন তবে তা অতি অল্প পরিমাণ। ৩০ টি এসএমএস পাঠালে ২ টাকা করে পাবেন।

এই ওয়েবসাইট থেকে দুই ভাবে এসএমএস পাঠাতে পারবেন ১. Custom SMS অর্থাৎ সরাসরি এসএমএস পাঠানো ২.Template SMS অর্থাৎ আগে থেকে এসএমএস যুক্ত করে রেখে এসএমএস পাঠাতে পারবেন.!

Custom SMS পাঠানো সময় মাঝে মধ্যে একটু সময় নিতে পারে এসএমএস টি Sent হতে.! আর Template SMS পাঠালে তা সাথে সাথে Sent হবে.! টেম্পলাতে আপনি আপনার প্রয়োজন মত যে কোনো এসএমএস অ্যাড করে রাখতে পারবেন এবং যেকোন সময় যে কাওকে পাঠাতে পারবেন।

আরো বিস্তারিত জানতে তাদের টেলিগ্রাম এ  অ্যাড হয়ে নিন.!

তো প্রথমে ওয়েবসাইটিতে একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন.!

এখন আপনি আপনার ফোন নাম্বার প্রদান করে Sent OTP তে ক্লিক করেন।

তার পর আপনার ফোন নাম্বার একটি OTP যাবে তা এখানে প্রদান করে Verify তে ক্লিক করেন.!

এখন আপনি এই ফর্মটি সঠিক ভাবে পূর্ণ করুন এবং সব কিছু সঠিক তথ্য দিবেন.!

তার পর আপনার ফোন নম্বর আর Password দিয়ে লগইন করুন।

এখন ওয়েবসাইটিতে একাউন্ট খুলার কাজ শেষ.! এখন এসএমএস পাঠানো পালা। প্রথম এ এখানে ক্লিক করুন।

তার পর Sent Custom SMS তে ক্লিক করুন

তার পর আপনি যে নম্বর এ এসএমএস পাঠাতে চান সে নাম্বার প্রদান করে নিচের box কি এসএমএস পাঠাতে চান তা লিখেন এবং নিচে ৬০ সেকেন্ড মাইনাস হতে থাকবে ৬০ সেকেন্ড হয়ে গেলে Sent অপশন আসবে তা তে ক্লিক করবেন

তার পর এসএমএস টি অল্প কিছুক্ষণ এর মধ্যে চলে যাবে সেই নম্বর এ.!

Template SMS Add now

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

 

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post [Free SMS] বাংলাদেশের যেকোনো নাম্বারে ফ্রি তে এসএমএস পাঠান.! appeared first on Trickbd.com.


তৈরি করে ফেলুন নিজের Website কে Service platform হিসাবে | WP Ultimo Plugin এর মাধ্যমে।

তৈরি করে ফেলুন নিজের Website কে Service platform হিসাবে | WP Ultimo Plugin এর মাধ্যমে।

আপনি কি আপনার WordPress Site টি কে একটি Service platform বানাতে চান ?  – like Wix.com, Squarespace, WordPress.com,

এইটা করা এখন মাত্র কয়েক ঘন্টার কাজ মাত্র!

কিভাবে সম্ভব ?

WP Ultimo! প্লাগিন ব্যবহার করে তৈরি করে ফেলুন আপনার বিজনেস ।

আজকের পোস্ট এ আমারা এই প্রিমিয়াম প্লাগিনটি আপনাকে GPL License সহ একদম ফ্রি তে দিয়ে দিব।

File Name WP Ultimo Plugin Free Download
File Version v2.2.1
File Type GPL

এখন কথা হচ্ছে আমি এই পোস্ট এর মধ্যে আপনার সাথে এই প্লাগিনটি শেয়ার করছি ।

আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, এর মধ্যে কি কোন ভাইরাস আছে ?

উত্তরঃ না ।

কারণ এই প্লাগিন আমি নিজে আমার সার্ভার এ ব্যবহার করে দেখেছি এমন কিছু পাই নি আমি ।

WP Ultimo Plugin Free Download, আজকে আমরা শেয়ার করব WP Ultimo Plugin for free download আপনাদের সাথে। এইটা কোন WP Ultimo Plugin nulled or cracked ফাইল না। 100% genuine GPL file আপনি পেতে যাচ্ছেন এইখানে। এবং আপনি চাইলেই এই WP Ultimo Plugin GPL file unlimited websites এ ব্যবহার করতে পারবেন।

আচ্ছা এইবার আমরা এই প্লাগিন এর কিছু ফিচার জেনে নেই ।

Key Features Of WP Ultimo Plugin

  • Use the power of WP Multisite
    WordPress Multisite offers a solid base to build a premium network of sites with maximum speed and extensibility.
  • Trial Period Support
    Offering a Trial period to your users is as easy as setting a number of trial days in our settings page!
  • Support to Multiple Sites
    Your users can create different sites depending on the limits established on the plans they are subscribed to.
  • Create Unlimited Plans
    You can create unlimited tiers using WP Ultimo, limiting which Plugins and Themes are available for each of them.
  • Apply Limits to Plans
    In each of your plans, you can set quotas for disk space, posts (even custom post types), pages, and even site visits!
  • Create Unlimited Coupons
    You can also create different coupon codes for your users, with relative discounts (%) or absolute values.
  • Automatic Support to Hosting Companies
    Our domain mapping solution automatically works with WP Engine, Cloudways, and CPanel with more to come!
  • Send Global Messages and Emails
    Send admin messages and emails to sites and users of the network directly from the admin interface.
  • Customizable Sign-up Flow
    You can add custom steps and fields and even replace the HTML completely, using template overrides.
  • Customizable Emails
    With WP Ultimo you have total control over emails. Their subject, their content, and even their HTML markup.
  • Domain Mapping Support
    WP Ultimo supports Domain Mapping right out of the box! You can select which plans will have access to that.
  • Support to Multiple Gateways
    Your users can choose from different gateway options. No need to limit your network to a single one.
  • Awesome Support
    We want you to have the best experience possible using WP Ultimo. We are always available to help!

WP Ultimo Plugin Documentation

মনে রাখবেন আপনার যদি technical support এর দরকার হয়ে থাকে তাহলে আপনি original developer এর কাছ থেকে ফাইলটি ক্রয় করে নিবেন। পাশাপাশি এই কাজ করলে আপনি original developer কে ফাইনান্সিয়াল ভাবেও হেল্প করতে পারবেন।

Live Demo – https://wpultimo.com/

WP Ultimo Plugin installation Guide

কথা হচ্ছে প্লাগিন এর সাইজ একটু বড়। তাই আপনাকে এইটা সি-প্যানেল থেকে আপলোড করতে হবে।

২য় কথা, শুধু ইন্সটল করলেই হবে না আপনাকে আপনার WP Site এ-  multisite  সাইট ফিচার চালু করতে হবে।

এই বিষয় এ আরও জানতে নিচের আর্টিকেল পড়তে পারেন।

Create A Network

৩য়ঃ এই প্লাগিন টি কিভাবে কনফিগ করতে হয় তা এই পোস্ট এ লিখে বুঝানো অনেক কঠিন কাজ । তাই একটু Youtube ঘেটে দেখে নিয়েন।

WP Ultimo Plugin Free Download

আমরা আমাদের সাইটে 100% GPL-licensed file শেয়ার করে থাকি। তাই কোন চিন্তা ছারাই আপনি এই ফাইল নিজের সাইট এবং ক্লাইন্ট এর সাইটে ব্যবহার করতে পারবেন। এইখানে শেয়ার করা ফাইলটি WP Ultimo Plugin Free Download nulled or cracked file না। আমরা এইটা ডাউনলোড করেছি অরজিনাল GPL file provider এর কাছ থেকে এবং আপনাদের সাথে শেয়ার করছি।

নিচে দেওয়া Mega or Drive link থেকে ডাউনলোড করে নিন  WP Ultimo Plugin Free GPL ।

https://mega.nz/file/TBQDmLRA#1Ugk9Ui0UYXcnqSkZzYBUBhLVbSOEguCaT9lK3MrRKc

https://drive.google.com/file/d/1Zfz23BOF2oirH5fuL2w-o-sqg4nWF8IH/view?usp=sharing

তো এই ছিল আজকের পোস্ট আশা করি আপনাদের ভালো লেগেছে ।

 

সৌজন্যে আমার সাইট 

The post তৈরি করে ফেলুন নিজের Website কে Service platform হিসাবে | WP Ultimo Plugin এর মাধ্যমে। appeared first on Trickbd.com.


YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন মাত্র এক ক্লিকেই!

YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন মাত্র এক ক্লিকেই!

মোবাইল থেকে ইউটিউবের প্লেলিস্ট ডাউনলোড করা অনেক সহজ কিন্তু পিসিতে একটা একটা করে ডাউনলোড করা লাগে যেটা একটা ঝামেলা তাছাড়া অনেক সময় নষ্ট করে
তো চলুন শিখে নেওয়া যাক কীভাবে এক ক্লিকেই ইউটিউবের প্লেলিস্ট ডাউনলোড করতে হয়

যেভাবে YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন মাত্র এক ক্লিকেই

(

বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

1. প্রথমেই এখান থেকে FDM Download করে নিনঃ https://freedownloadmanager.org/download.htm
FDM is available for Windows, MacOS, Android and Linux.

2. তারপর এই লিংকে যানঃ https://youtubemultidownloader.net/playlists.html
যে ইউটিউব প্লেলিস্ট ডাউনলোড করতে চান ঐটা লিংক পেস্ট করুন
তারপর এরকম একটা URL generate হবেঃ https://ift.tt/Gc6C8mj;..
এটাকে কপি করে নিন

3. তারপর FDM ওপেন করুন এবং Paste Urls from Clipboard সিলেক্ট করুন

4. তারপর যেখানে আপনার প্লেলিস্টটা ডাউনলোড করতে চান ঐ Directory select করুন

এভাবেই খুব সহজে আপনি যেকোন ইউটিউব প্লেলিস্ট ডাউনলোড করে নিতে পারবেন

Video Tutorial

So, that’s it guys. You can support me by subscribing to my YouTube Channel.

Thank you very much for reading. See you in my next blog post.

The post YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন মাত্র এক ক্লিকেই! appeared first on Trickbd.com.


Sunday, October 29, 2023

নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method)

#পোস্ট ২৩


আসসালামু আলাইকুম, সবাইকে। গত পোস্টে আমি দেখিয়েছিলাম পিসি দিয়ে কীভাবে করবেন আজ দেখব স্মার্টফোন দিয়ে কীভাবে করবেন। গিটহাবের অংশটুকু একই থাকায় সেটা আগের পোস্ট থেকে কপি পেস্ট করলাম আর লিংক বের করার কাজটুকু ভিন্ন হওয়ায় সেটা নতুন করে লিখব।

উল্লেখ্য, গত পোস্টে একজন কমেন্ট করেছিলেন যে লিংক কিছুক্ষণ পর কাজ করে না। এর সমাধান হল, আপনাদের আইএসপি থেকে লিংক চেয়ে নিতে হবে। নিজে নিজে লিংক খুঁজে নিলে কাজ হবে না। কারণ পাবলিক আইপিটিভি সার্ভারের লিংক কিছুক্ষণ পর এক্সপায়ার হয়ে যায়।

(আইএসপি থেকে লিংক নিতে কোনো ধরণের টাকার প্রয়োজন হয় না। চাইলেই দিয়ে দিবে।)

এখন আসল কাজ শুরু করা যাক।


 

প্রয়োজনীয় সরঞ্জামঃ

  • GitHub Account (পুরাতন এবং কোনো ধরনের রেস্ট্রিকশন নেই এমন একাউন্ট।)
  • IPTV Server (আপনার আইএসপি থেকে জেনে নিবেন।)
  • স্মার্টফোন
  • 1dm App এটি দিয়ে আমরা লিংক বের করব।

 

শুরুতেই দেখাব কীভাবে M3U8 ফাইল খুঁজে বের করবেন।

শুরুতেই প্লে স্টোর থেকে 1dm অ্যাপটি ডাউনলোড করে নিন।

অ্যাপটি ওপেন করে ব্রাউজারে গিয়ে আপনার আইপিটিভি সার্ভার এড্রেস লিখে সার্চ দিন।

এখানে আপনি যেই চ্যানেলের লিংক নিতে চাচ্ছেন সেটা প্লে করুন এবং প্লে হওয়ায় পর্যন্ত অপেক্ষা করুন।

উপরে ৩ ডটে ক্লিক করলে View Page resources এ ক্লিক করুন।


এখানে অনেক লিংক দেখতে পারবেন সেখান থেকে m3u8 লেখা আছে এমন লিংকে ক্লিক করে লিংক কপি করুন।

আমার এখানে m3u8 এর পরেও অনেক অংশ দেখা যাচ্ছে সেজন্য সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি নোটপ্যাড ব্যবহার করছি সাময়িকভাবে সেইভ রাখার জন্য।


এই লিংকটি যেকোনো যায়গায় সেইভ করে রাখুন। পরবর্তীতে কাজে লাগাবে।

 

PlayList যেভাবে বানাবেন।

শুরুতেই গিটহাবে একটি নতুন Repository তৈরি করে নিবেন। অবশ্যই সেটিকে পাবলিক রাখবেন। (নাম দেওয়ার ক্ষেত্রে ‘IPTV’ ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে ব্যান হওয়ার আশঙ্কা থাকে।)

নতুন ফাইল তৈরি করবেন যার নামের শেষে .m3u এক্সটেনশন যুক্ত করবেন।

 

এখানে ২ লাইনে কোড লাগবে সেটি পেস্ট করুন এবং প্রতিটা নতুন চ্যানেল যুক্ত করার ক্ষেত্রে এই কোড কপি পেস্ট করলেই হবে। শুধু লিংকগুলো আপডেট করবেন।
(EXTM3U লেখাটি শুরু একবারই পেস্ট করতে হবে।)

#EXTM3U

#EXTINF:-1 tvg-logo=”https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ef/NTV_%28Bangladesh%29_logo.svg/200px-NTV_%28Bangladesh%29_logo.svg.png” group-title=”Bangla”, NTV
https://ift.tt/AUsBPHo

tvg-logo এর কোটেশন মার্কের ভিতরে আপনার চ্যানেলের লোগো লিংক দিতে হবে। তারজন্য উইকিপিডিয়া থেকে নিতে পারেন।

 

group-title=”Bangla” এখানে কোটেশন মার্কের ভিতর আপনার চ্যানেলের টাইপ দিবেন

 

কমার পর চ্যানেলের নাম দিবেন

পরবর্তী লাইনে চ্যানেলের M3U8 ফাইলের লিংক (যেটা আমরা শুরুতে নিয়ে রেখেছিলাম।)

 

এবারে Commit changes দিয়ে ফাইলটির লিংক কপি করে যেকোনো আইপিটিভি প্লেয়ারে পেস্ট করুন।

ব্যাস কাজ শেষ।

ফোনের জন্য Televizo ও পিসির জন্য Kodi ব্যবহার করতে পারেন।

অ্যাপে কীভাবে পেস্ট করতে হবে সেটা আশা করছি আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না।

Credit: ট্রিকটি শিখতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে Likhon ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ। তিনিও ট্রিকবিডির একজন অথোর।

সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করায় চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে সেজন্য ভিডিওটি টেলিগ্রামে দিলাম। আপনাদের যদি পোস্টটি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও দেখে করতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল লিংকঃ Solutions of Technology


আজকের পোস্ট এখানেই শেষ করছি। এমন ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


More about me

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। 👉আমার ব্লগ সাইট👈

The post নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method) appeared first on Trickbd.com.


উইন্ডোজের জন্য 10টি সবচেয়ে দরকারী কিবোর্ড শর্টকাট

উইন্ডোজের জন্য 10টি সবচেয়ে দরকারী কিবোর্ড শর্টকাট

উইন্ডোজ কম্পিউটারে কাজ করার সময়, কিবোর্ড শর্টকাটের ব্যবহার আপনার কাজকে আরও দ্রুত এবং সহজ করে তুলতে পারে। এখানে উইন্ডোজের জন্য 10টি সবচেয়ে দরকারী কিবোর্ড শর্টকাট দেওয়া হল:

উইন্ডোজ কম্পিউটারে কাজ করার সময়, কিবোর্ড শর্টকাটের ব্যবহার আপনার কাজকে আরও দ্রুত এবং সহজ করে তুলতে পারে। এই শর্টকাটগুলি ব্যবহার করে, আপনি আপনার মাউস ব্যবহার করার প্রয়োজনীয়তা কমাতে পারেন, যা আপনার সময় এবং প্রচেষ্টা বাঁচাতে পারে।

10 Essential Keyboard Shortcuts for Windows 10, 8, 7

এই নিবন্ধে, আমরা উইন্ডোজের জন্য 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। এই শর্টকাটগুলি শিখে, আপনি আপনার উইন্ডোজ কম্পিউটারে কাজ করার দক্ষতা উন্নত করতে পারেন।

শর্টকাটগুলি কীভাবে কাজ করে:

কিবোর্ড শর্টকাটগুলি সাধারণত দুটি বা ততোধিক কী একসাথে টিপে কাজ করে। উদাহরণস্বরূপ, Windows+D শর্টকাটটি ব্যবহার করে আপনি সমস্ত খোলা উইন্ডো মিনিমাইজ করতে পারেন। এই শর্টকাটটি ব্যবহার করতে, Windows কী এবং D কী একসাথে টিপুন।

কীভাবে এই শর্টকাটগুলি ব্যবহার করবেন:

এই শর্টকাটগুলি ব্যবহার করা খুবই সহজ। নিবন্ধে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন এবং আপনি সহজেই সেগুলি শিখতে পারবেন।

উইন্ডোজ বাটনের সাথে শর্টকাট

  • Windows+D: সমস্ত খোলা উইন্ডো মিনিমাইজ করুন।
  • Windows+L: কম্পিউটার লক করুন।
  • Windows+E: ফাইল এক্সপ্লোরার খুলুন।
  • Windows+R: রান ডায়লগ বক্স খুলুন।
  • Windows+M: সমস্ত উইন্ডো মিনিমাইজ করুন।
  • Windows+Shift+M: সমস্ত উইন্ডো পুনরুদ্ধার করুন।

Alt বাটনের সাথে শর্টকাট

  • Alt+Tab: খোলা উইন্ডোর মধ্যে স্যুইচ করুন।
  • Alt+F4: যে কোনো খোলা উইন্ডো বন্ধ করুন।
  • Alt+Space: সিস্টেম মেনু খুলুন।
  • Alt+Enter: সিলেক্টেড আইটেমের প্রোপার্টি বক্স খুলুন।
  • Alt+Print Screen: সক্রিয় উইন্ডোর স্ক্রিনশট নিন।

Ctrl বাটনের সাথে শর্টকাট

  • Ctrl+F: যেকোনো খোলা উইন্ডোতে পাঠ্য বা ফাইল অনুসন্ধান করুন।
  • Ctrl+(-)/(+): কোনো ওয়েব পৃষ্ঠাকে জুম ইন বা জুম আউট করুন।
  • Ctrl+PgUp/PgDn: ব্রাউজার ট্যাবের মধ্যে স্যুইচ করুন।
  • Ctrl+A: সমস্ত টেক্সট বা আইটেম নির্বাচন করুন।
  • Ctrl+C: নির্বাচিত টেক্সট বা আইটেম কপি করুন।
  • Ctrl+V: কপি করা টেক্সট বা আইটেম পেস্ট করুন।
  • Ctrl+Z: পূর্ববর্তী কর্মটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন।

ফাংশন বাটনের সাথে শর্টকাট

  • F2: কোনো ফাইলের নাম পরিবর্তন করুন।
  • F5: কম্পিউটার রিফ্রেশ করুন।
  • F11: কোনো ওয়েব পৃষ্ঠাকে পূর্ণ পর্দায় দেখুন।
  • F12: বিকাশকারী সরঞ্জাম খুলুন।

অতিরিক্ত শর্টকাট

  • উইন্ডোকে বাম দিকের স্ক্রীনের অর্ধেকতে পরিবর্তন করুন:Windows+Left
  • উইন্ডোকে ডান দিকের স্ক্রীনের অর্ধেকতে পরিবর্তন করুন:Windows+Right
  • উইন্ডোকে পুরো স্ক্রিনে প্রসারিত করুন:Windows+Up
  • উইন্ডোকে মিনিমাইজ করুন:Windows+Down
  • Task View খুলুন:Windows+Tab
  • খোলা অ্যাপ্লিকেশনের মধ্যে স্যুইচ করুন:Alt+Tab
  • ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করুন:Windows+Ctrl+D
  • বর্তমান ভার্চুয়াল ডেস্কটপ বন্ধ করুন:Windows+Ctrl+F4
  • ভার্চুয়াল ডেস্কটপের মধ্যে স্যুইচ করুন:Windows+Ctrl+Left/Right
  • কম্পিউটার অ্যাকশন সেন্টার খুলুন:Windows+A
  • গেমিং মেনু খুলুন:Windows+G
  • সেটিংস খুলুন:Windows+I
  • দ্রুত সংযোগ তৈরি করুন:Windows+K
  • কম্পিউটার লক করুন:Windows+L
  • সমস্ত উইন্ডো মিনিমাইজ করুন:Windows+M
  • ডায়লগ বক্স চালান:Windows+R
  • সার্চ বার খুলুন:Windows+S

আমার এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ , ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। এছাড়াও TrickBD তে অনেক টেকনোলজি আপডেট ও মোবাইল রিভিউ রয়েছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন।

এছাড়া আপনারা আমাকে ফলো করতে পারেন – Banana Drawing for Kids

The post উইন্ডোজের জন্য 10টি সবচেয়ে দরকারী কিবোর্ড শর্টকাট appeared first on Trickbd.com.