Wednesday, September 27, 2023

আপনি মারা যাওয়ার পর, আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করবেন যেভাবে, জেনে নিন বিস্তারিত পোস্টে।

আসসালামু আলাইকুম আজকে দেখব যে কিভাবে আপনি মারা যাওয়ার পর ফেসবুক আসা অটোমেটিক ভাবে ডিলিট করবেন।

img : Google

প্রথমে একটু বিস্তারিত বুঝিয়ে বলি

প্রথমেই বলি অনেকেই অনেক রকমের পিক ফেসবুক আইডিতে আপলোড করেন যেটা অনেকটা ইসলামিক দিক দিয়ে অগ্রহণযোগ্য। মারা যাবার পর হয়তো গুনাহ হিসাবে কবরে যাবো।

তো আপনারা চাইলে আপনার মারা যাওয়ার পর যদি আইডিতে খারাপ কিছু থেকে থাকে তখন কিন্তু এটা আপনার গুনাহ একটা জারিয়া যাকে বলে মৃত্যুর পর ও কৃতকর্মের জন্য গুনা কবর ঢোকাতো সাহায্য করবে, যেটা আমরা কেউই চাইনা!

img : Google

এই সমস্যা সমাধানে আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজেই বন্ধ করে দিতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করে।

আর সব থেকে বড় কথা যারা আগে থেকে জানেন উল্টোপাল্টা মন্তব্য না করে পোস্ট টিকে ইগনোর করতে পারেন।

যারা জানে না তাদেরকে জানতে দিন।

তো মূল আলোচনায় যাওয়া যাক!

প্রথমে আপনার ফেসবুকে এপ ওপেন করে নিবেন তারপর উপরে কোনায় দেখানো থ্রি ডট মেনুতে ক্লিক করবেন

এরপর Scroll Down করবেন তারপর সেটিংস,

নামে যে অপশনটা দেখতে পারছেন এখানে ক্লিক করবেন!

এরপর পার্সোনাল এন্ড একাউন্ট ইনফরমেশন বলে যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন।

তারপর নিচের ছবিতে দেখানো

 

এডিট নাম এ যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন।

এরপর নিচে দেখতে পারবেন যে একটি অপশন যেটা আমি মার্ক চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে নো থাকবে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন

তারপর এখানে নিচে দুই নাম্বারে যে অপশনটা আছে ইয়েস ডিলিট আপনার ডেট এখানে ক্লিক করে দিবেন।

তারপর আপনার কাজ শেষ আপনি মারা গেলে ফেসবুক আইডি অটোমেটিক ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে।

এখন অনেকের মনে কি প্রশ্ন করতে পারে যে? 

🔰 ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি মারা গেছেন?

সেটার উত্তরটা কি ঠিক রকম যে ফেসবুক যখন দেখবে যে আপনি অনেক দিন হয় ফেসবুকে একটিভ নেই,

ফেসবুক তার অ্যালগরিদম দ্বারা ইউজারের অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করে ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি অনেকদিন ধরে ফেসবুক আইডিতে ঢুকতেছেন,

না বা তাদের নির্দিষ্ট একটা টাইম আছে যেটা এখনো অজানা কিন্তু ওই নির্দিষ্ট টাইমে যদি ফেসবুক আইডি ওপেন না করা হয় তখন তাদের অ্যালগরিদম বুঝল যাবে যে আপনি মারা গেছেন।

এবং সেটা ভেবে অটোমেটিক ভাবে ফেসবুক আপনার আইডি, ফেসবুক থেকে বন্ধ করে দিবো।

যারা পুরো পোস্ট পড়েছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

The post আপনি মারা যাওয়ার পর, আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করবেন যেভাবে, জেনে নিন বিস্তারিত পোস্টে। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: