Thursday, August 31, 2023

ভাঙ্গা ডিসপ্লের জন্য আপনার samsung ফোনটি ইউজ করতে পারছেন না? দেখুন কিভাবে আপনার ফোনে cursor পয়েন্টার অ্যাড করবেন।

স্বাগতম সবাইকে, আমার এই নতুন টিউটোরিয়ালে l আশা করি সবাই ভাল আছেন l  আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতে মাউস এর মত অপশন এড করবেন l এখন কথা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোন টাচ এর মাধ্যমে ব্যবহার করা গেলেও কেন কেউ মাউস ব্যবহার করবে !!! তাহলে বলে রাখি, এই পোস্ট টি মূলত তাদের জন্য যাদের ফোনের কোন একটা অংশ এর টাচ পার্ট কাজ করে না l এক্ষেত্রে উনি মাউস পয়েন্টার ব্যবহারের মাধ্যমে তার ফোনের ডিসপ্লে এর সম্পূর্ণ অংশ ইউজ করতে পারবেন l আর তাই আপনাদের সাথে এইটা শেয়ার করা l

তাহলে কথা না বাড়িয়ে চলুন সবাই মেইন পোস্টে চলে যাই l

সবার প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে । এখান থেকে আপনি assistant menu  লিখে সার্চ করবেন  l এরপর এরকম এই assistant menu লেখায় ক্লিক করবেন l 

এবার আবার assistant menu লেখায় ক্লিক করবেন l 

এখান থেকে অফ করা অংশটি অন করে দিবেন l

 

এখান থেকে আপনি show as edge icon অপশনটি অন করে দিবেন l এবং transparancy টি আপনার পছন্দমত কমিয়ে বাড়িয়ে নিবেন l এবং এসিস্ট্যান্ট মেনু সাইজ আপনার ইচ্ছামত ছোট বড় করে নিবেন l এবার আইটেম সিলেক্ট করার জন্য select assistant menu item লেখায় ক্লিক করবেন l

এখানে আপনি আপনার cursor পয়েন্ট টি পেয়ে যাবেন l যা আপনি আপনার আইটেমসে সিলেক্ট করে নিবেন l এবার দেখুন আপনার হোম স্ক্রিনে এরকম একটি অপশন অ্যাড হয়ে গেছে l

এখানে ক্লিক করলে এভাবে একটি সাইট বার ওপেন হবে

যেখান থেকে আপনি কার cursor te ক্লিক করবেন l

এবার এইখানে চলে এলো টাচপ্যাড এবং টাচপ্যাডে টাচ করলে আপনি মাউসের পয়েন্টটা দেখতে পাবেন l এবার এটি আপনার ইচ্ছামত  যেকোনো জায়গায় সরাতে পারবেন এবং ক্লিক করতে পারবেন l  যাদের ফোনে ডিসপ্লে ঠিকঠাকভাবে কাজ করে না তাদের জন্য আশা করি পোস্টটি অনেক উপকারে আসবে l

তাহলে আজকে আমার পোস্ট এ পর্যন্তই l আশা করি পোস্টটা অনেকেরই উপকারে আসবে l মানুষ মাত্রই ভুল হতে পারে l তাই পোস্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন l যাতে আমি সেটা পরবর্তীতে সংশোধন করে নিতে পারি l

অবশেষে সবাইকে ট্রিকবিডি সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি l সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই পোস্টটি পড়ার জন্য l

 

 

The post ভাঙ্গা ডিসপ্লের জন্য আপনার samsung ফোনটি ইউজ করতে পারছেন না? দেখুন কিভাবে আপনার ফোনে cursor পয়েন্টার অ্যাড করবেন। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: