আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজকে আপনাদের blogger দিয়ে Text repeater ওয়েব সাইট বানিয়ে দেখাবো।
Text Repeater কী ?
Text repeater হলো এমন একটি টুল যা দিয়ে আপনি একটা লেখা কে যত খুশি তত বার repeat করতে পারবেন। নিচের স্ক্রিনসটের মত –
- Demo Website Link – Text Repeater
- Source Code Link – Pastebin
তাহলে চলুন শুরু করা যাক –
প্রথমে আপনি উপরে দেওয়া Source Code Link এ প্রবেশ করে কোড গুলো কপি করে নিবেন।
এবার আপনি আপনার ব্লগার একাউন্টে প্রবেশ করুন ।(আশাকরি সবাই ব্লগার একাউন্ট খুলতে পারেন)
উপরে স্ক্রিন সটের মত (প্লাস চিহ্নে ) ক্লিক করে নতুন পোস্ট তৈরি করুন ।
এবার এখানে আপনার কপি করা কোড গুলো পেস্ট করে দেন। এবং আপনার ইচ্ছা মত একটা টাইটেল দেন।
তারপর উপরে স্ক্রিনসটের মত পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেন।
এবার চলুন দেখি আমাদের ওয়েব সাইটটি দেখতে কেমন হয়েছে । এবং এই টুলটি কাজ করে কি না?
কেমন হয়েছে দেখার জন্য থ্রি ডটে ক্লিক করে Viwe এ চাপ দিন ।
Wow দেখেন আমাদের Text Repeater কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে ।
এবার চলুন দেখি এটা কাজ করে কি না-
যে লেখা টি Repeat করতে চান প্রথম বক্সে সেই লেখাটি দেন । এবং যত বার Repeat করতে চান দ্বিতীয় বক্সে তত লিখে দেন । তারপর Repeat Text বাটনে ক্লিক করুন।
দেখুন TrickBd লেখাটি কি সুন্দর ভাবে 1000 বার Repeat হয়ে গেছে । এই লেখাগুলো কপি করতে চাইলে উপরের Copy Text বাটনে ক্লিক করে কপি করে নিবেন।
আপনি এরকম অসংখ্য Text Repeater অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন। যেগুলো আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে তারপর ব্যাবহার করতে হবে । আর এডসের ঝামেলাত আছেই । নিজের বানানো
Text Repeater এর লাভ হলো –
- এটা একটা ওয়েব সাইট, ব্রাউজারে ওপেন করতে পারবেন। ডাউনলোড করতে হবে না।
- এডসের কোন ঝামেলা নাই ।
- এটা আপনার নিজের টুল তাই ব্যাবহার করার জন্য কোন লিমিট নাই ।
- যদি ভালো পরিমাণের ভিজিটর আনতে পারেন তাহলে Adsense এর এডস বসিয়ে ইনকাম ও করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য : উপরে দেওয়া সোর্স কোড গুলো আপনি আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন। (এই কোড গুলো কোন জায়গা থেকে কপি করা না)
যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন –
Facebook – Whatsapp – Telegram
এরকম আরো আর্টিকেল পড়তে TrickBd এর সাথে থাকুন ।
আল্লাহ হাফেজ ……….
The post ব্লগার দিয়ে text repeater ওয়েব সাইট appeared first on Trickbd.com.
0 comments: