আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভাল আছেন।
আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে উইন্ডোজ ইমুলেটর ব্যবহার করে করে ফটোশপ ইউজ করতে পারবেন এবং লো এন্ড পিসি আছে তারাও চাইলে একবার ইউজ করতে পারেন।
মূলত এটি একটি অনলাইন ইমুলেটর। আপনাকে কোন এপ ইন্সটল করতে হবেনা। এটিতে আপাতত ফটোশপ টাই ব্যবহার করা যায়। আরো অন্যান্য ফিচার শিঘ্রই আসবে। আমি আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।
মোবাইলে OTG এর মাধ্যমে কিবোর্ড মাউজ দিয়ে খুব সুন্দর ভাবেই আপনি ফটোশপ এর ব্যসিক শিখে নিতে পারেন।
প্রথমত আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে Desktop Mode টি অন করে নিতে হবে।
তারপর নিচের দেয়া ইউ আর এল টি আপনার ব্রাউজারে টাইপ করুন।
win10.webjeet.me
তারপর কিছুক্ষন লোড নিবে আপনার ফোনের বা ল্যাপটপের কনফিগারেশন এর সাথে ম্যাচ করবে। এখানে দেখতে পাবেন আপনার ফোনের সাথে এই অনলাইন ইমুলেটর এর সময়ের মিল রয়েছে।
এখন ফটোশপ ইউজ করার জন্য ফটোশপ আইকনে ক্লিক করুন।
তারপর File অপশন থেকে New নির্বাচন করুন।
তারপর আপনার আর্ট বোর্ড/ পেইজের এর সাইজ করে ইচ্ছামত সেট করে নিয়ে Create এ ক্লিক করুন।
এখন আপনি ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনার স্কিল কে বাড়াতে পারেন।
এখন আপনার আর্ট করা ডিজাইন টি কিভাবে সেইভ করবেন?
যদি আপনি পিসি /ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে File অপশন থেকে Export এ এক ক্লিকেই ডাউনলোড হবে।
কিন্ত মোবাইল থেকে সরাসরি ডাউনলোড হবেনা। এর জন্য ২ টি উপায় রয়েছে।
১. ফাইলটি সেইভ করার জন্য File অপশন এ ক্লিক করে share এ ক্লিক করুন। এখানে আপনার পছন্দমত ফরমেট সিলেক্ট করে দিয়ে OK তে ক্লিক করুন।
আপনার ফাইলটি IMGUR ওয়েবসাইটে আপলোড হবে এবং একটি লিংক দিবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
২. আপনি এক্ষেত্রে ফাইলটিকে ডাউনলোড করার জন্য Save as PSD তে ক্লিক করুন। তাহলে সেটি সরাসরি ডাউনলোড হবে। তারপর সেই গুগলে PSD to png/jpg যে কোন ফর্মেটে কনভার্ট করে নিতে পারবেন অনলাইন থেকে।
আপনি যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর সাহায্য নিতে পারেন।
আশা করি এই পোস্ট থেকে আপনি অনেকটা উপকৃত হয়েছেন আগামী পোস্ট নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত অপেক্ষা করুন।
The post উইন্ডোজ ইমুলেটর দিয়ে মোবাইলে এবং লো এন্ড পিসিতে ফটোশপ ব্যবহার করুন। appeared first on Trickbd.com.
0 comments: