আসসালামুয়ালাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন । আশাকরি সবাই ভালো আছেন । যারা নিয়মিত TrickBd এর আর্টিকেল পড়ে তারা সব সময় ভালোই থাকে ।
আজকে আমাদের আর্টিকেলের টপিক হলো – মোবাইল দিয়ে পাইথন টার্টল কোড ব্যাবহার করে একটা Amazing ডিজাইন তৈরি করা।
এটা আপনারা নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবেন। কোন রকম প্রোগ্রামিং নলেজ ছাড়া । মোবাইল দিয়ে পাইথন কোড রান করাতে হলে এর জন্য আপনাকে প্রথম প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ বক্সে লিখতে হবে pydroid 3 তারপর খুঁজে বাহির করে ইন্সটল করতে হবে। অথবা ইন্সটল করুন- এখানে ক্লিক করে।
ডাউনলোড হয়ে যাওয়ার পর প্রথমে অ্যাপটির ভিতর প্রবেশ করুন । (স্ক্রিনসটে যেরকম দেখানো হবে সেইরকম করবেন)
এখান থেকে LET’S START এ ক্লিক করবেন ।
এবার এখান থেকে উপরেরটি সিলেক্ট করে নিচের CONTINUE বাটনে ক্লিক করুন।
আবারো প্রথমটা সিলেক্ট করে নিচের CONTINUE বাটনে ক্লিক করুন ।
এবার দ্বিতীয় টি সিলেক্ট করে CONTINUE বাটনে ক্লিক করুন।
এখানে কিছু করতে হবে না । এবার CONTINUE বাটনে ক্লিক করলেই আমাদের Pydroid 3 ওপেন হয়ে যাবে ।
আমি কোড গুলো লিখে দিতে চেয়েছিলাম তাহলে আপনারা সহজে কপি করে পেস্ট করতে পারতেন । কিন্তু কপি করে pydroid 3 তে দেওয়ার পর উল্টা পাল্টা হয়ে যায়। এখানে ভালো করে লিখে দেওয়া যাচ্ছে না তাই আপনারা এই পিকটা দেখে কোড গুলো লিখে নেন –
ঠিক এইরকম –
কোড গুলো লিখা হয়ে গেলে নিচে রান অপশনে ক্লিক করুন।
রান বাটনে ক্লিক করার পর ই দেখবেন ম্যাজিক । আমাদের কোডটি কাজ শুরু করে দিয়েছে ।
ঠিক এইরকম
আশাকরি বুঝেছেন কিভাবে করতে হবে যদি না বুঝে থাকেন তাহলে আরেকবার শুরু থেকে পড়তে পারেন । স্ক্রিনসটে যেভাবে দেখানো হয়েছে সেভাবে করলেই হয়ে যাবে। যদি এরকম আরো পাইথন টার্টল ডিজাইন কোড চান তাহলে কমেন্ট করে জানান । ইনশাআল্লাহ পরবরর্তীতে আরো সুন্দর সুন্দর Amazing কোড নিয়ে আসব ।
আজকের আর্টিকেল এতটুকুই । আপনার যদি এইধরনের টিপস এন্ড ট্রিকস শেখার ইচ্ছা থাকে তাহলে TrickBd এর সাথে থাকুন এবং নিয়মিত TrickBd তে ভিজিট করুন।
আল্লাহ হাফেজ
The post পাইথন টার্টল কোড দিয়ে তৈরি করুন অসাধারণ একটি ডিজাইন 😍 appeared first on Trickbd.com.
0 comments: