Monday, July 31, 2023

যেকোনো ইউটিউব ভিডিওর Tags বেড় করুন খুব সহজেই।। How To Find Any YouTube Video Tags

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন।

আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম।
আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।

আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে যে কারো, যে কোনো ধরণের ইউটিউব ভিডিওতে ব্যবহৃত ট্যাগগুলো কিভাবে বেড় করবেন খুব সহজেই। এবং সেগুলো কিভাবে আপনার ভিডিওতে ইউজ করবেন।

তাহলে চলুন শুরু করি, যেকোনো ইউটিউব ভিডিওর ট্যাগ বেড় করার জন্য প্রথমেই আমাদের প্লে স্টুর থেকে Telegram অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

তারপর অ্যাপটি ওপেন করে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে নিবেন। এবং সার্চবারে টাইপ করবেন Youtube Tags Bot তাহলে একটি বট চলে আসবে।

বট আসার পর ট্যাপ করে ভিতরে প্রবেশ করুন।
এবং Start লেখায় চাপ দিয়ে বটে জয়েন করে ফেলুন।

এবার ইউটিউব এ চলে যান এবং আপনি যে ভিডিওর ট্যাগ বেড় করতে চান সেটির লিঙ্ক কপি করে নিয়ে আসুন।

লিংক কপি করা হয়ে গেলে আবার টেলিগ্রাম অ্যাপে ডুকে যে বটে জয়েন করেছিলেন সেটির ম্যাসেজ অপশনে যেয়ে লিঙ্কটি পেস্ট করে সেন্ড করে দিন।

তারপর দেখতে পারবেন সেই ভিডিওতে ব্যবহৃত সবগুলো ট্যাগ এখানে চলে আসছে।
তারপর এই ট্যাগগুলো কপি করে চাইলে আপনি আপনার ভিডিওর মাঝে ব্যবহার করতে পারবেন।

পোস্টে যদি বুঝতে অসুবিধা হয়, পুরোপুরি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিও:

এরকম প্রয়োজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
YouTube: Technology HelpLine BD

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্কে চাপ দিন।
Facebook: M Tazul IslaM

The post যেকোনো ইউটিউব ভিডিওর Tags বেড় করুন খুব সহজেই।। How To Find Any YouTube Video Tags appeared first on Trickbd.com.


C++ এ Pointers কী?

C++ এ Pointers কী?

আজকের Tutorial এ আমি c++ এর pointers নিয়ে আলোচনা করবো।প্রথমেই জেনে নেয়া যাক Pointer কী? pointer হলো এক ধরনের Data Type যা অন্য একটি Data Type এর Address স্টোর করে।আমরা যখন কোনো variable বানাই তখন এটি ram এ স্টোর করা থাকে আর র‍্যাম এ যেখানে স্টোর থাকে সেই ঠিকানাই হলো address ।অর্থাৎ,কোনো variable এর address যেখানে স্টোর করা হয় সেটিই হলো Pointer

Pointer কেন প্রয়োজন?

function বা class এর ভেতর যখন আমরা কোনো variable নিয়ে কাজ করি তখন সেগুলো local variable হয়।এক্ষেত্রে সেখানে কোনো variable এর value reassign করলে main function এ থাকা variable এর value change হয় না।এজন্য pointers ব্যবহার করে আমরা যেকোনো function এ variable এর address pass করে সেই variable টির value change করতে পারি।

এবার Pointers সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক

pointers সম্পর্কে জানার আগে আমাদের দুটি operator সম্পর্কে জানতে হবে।সেগুলো হলো:

& → address of operator

* → dereference operator

কোনো variable এর address জানতে হলে আমরা & operator use করি।যেমন কোনো variable যদি হয় a তাহলে এর address হবে &a

এবার * operator সম্পর্কে জেনে নেয়া যাক।* operator ব্যবহার করে আমরা pointer variable declare করবো আবার * ব্যবহার করে pointer variable থেকে original variable এর value পাবো

এবার কিছু Example দেখে নেয়া যাক

প্রথমে x নামের একটি variable বানিয়ে নিই।

int x = 5;

এখন x এর address y নামের variable এ store করার জন্য লিখবো:

int x = 5;
int* y = &x;

pointer variable বানানোর জন্য যেই variable এর address store করবো সেটির data type এর পরে একটি * দিতে হবে।যেমন int হলে int*,string হলে string*

এবার y কে cout করলে x এর address দেখতে পাবো।

cout<<y;

Output:

0x7ffeeef92794

এখন x এর value print করতে লিখতে হবে:

cout<<*y;

এক্ষেত্রে, pointer variable এর নামের আগে * use করতে হবে।যেমন এখানে *y

output:

5

এখানে,y এর মধ্যে x এর address store করা আছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন,y এর address আরেকটি pointer এ কীভাবে store করবো?তাহলে জেনে নেয়া যাক

এর আগে আমরা pointer বানানোর সময় data type এর পরে একটি * ব্যবহার করেছি।তবে,এবার ব্যবহার করতে হবে দুইটি *।এখন y এর address z এ store করতে চাইলে লিখতে হবে:

int x = 5:
int* y = &x;
int** z = &y;

এখন z এর মাধ্যমে x এর value print করতে চাইলে লিখতে হবে:

cout<<**z;

অর্থাৎ, এখানে ** use করতে হবে।

এটিই ছিল মূলত c++ এর pointers এর concept

 

 

The post C++ এ Pointers কী? appeared first on Trickbd.com.


উইন্ডোজ ইমুলেটর দিয়ে মোবাইলে এবং লো এন্ড পিসিতে ফটোশপ ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভাল আছেন।

আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে উইন্ডোজ ইমুলেটর ব্যবহার করে করে ফটোশপ ইউজ করতে পারবেন এবং লো এন্ড পিসি আছে তারাও চাইলে একবার ইউজ করতে পারেন।

মূলত এটি একটি অনলাইন ইমুলেটর। আপনাকে কোন এপ ইন্সটল করতে হবেনা। এটিতে আপাতত ফটোশপ টাই ব্যবহার করা যায়। আরো অন্যান্য ফিচার শিঘ্রই আসবে। আমি আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।

মোবাইলে OTG এর মাধ্যমে কিবোর্ড মাউজ দিয়ে খুব সুন্দর ভাবেই আপনি ফটোশপ এর ব্যসিক শিখে নিতে পারেন।

প্রথমত আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে Desktop Mode টি অন করে নিতে হবে।
তারপর নিচের দেয়া ইউ আর এল টি আপনার ব্রাউজারে টাইপ করুন।

win10.webjeet.me

তারপর কিছুক্ষন লোড নিবে আপনার ফোনের বা ল্যাপটপের কনফিগারেশন এর সাথে ম্যাচ করবে। এখানে দেখতে পাবেন আপনার ফোনের সাথে এই অনলাইন ইমুলেটর এর সময়ের মিল রয়েছে।

এখন ফটোশপ ইউজ করার জন্য ফটোশপ আইকনে ক্লিক করুন।

তারপর File অপশন থেকে New নির্বাচন করুন।

তারপর আপনার আর্ট বোর্ড/ পেইজের এর সাইজ করে ইচ্ছামত সেট করে নিয়ে Create এ ক্লিক করুন।

এখন আপনি ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনার স্কিল কে বাড়াতে পারেন।

এখন আপনার আর্ট করা ডিজাইন টি কিভাবে সেইভ করবেন?

যদি আপনি পিসি /ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে File অপশন থেকে Export এ এক ক্লিকেই ডাউনলোড হবে।

কিন্ত মোবাইল থেকে সরাসরি ডাউনলোড হবেনা। এর জন্য ২ টি উপায় রয়েছে।

১. ফাইলটি সেইভ করার জন্য File অপশন এ ক্লিক করে share এ ক্লিক করুন। এখানে আপনার পছন্দমত ফরমেট সিলেক্ট করে দিয়ে OK তে ক্লিক করুন।

আপনার ফাইলটি IMGUR ওয়েবসাইটে আপলোড হবে এবং একটি লিংক দিবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

২. আপনি এক্ষেত্রে ফাইলটিকে ডাউনলোড করার জন্য Save as PSD তে ক্লিক করুন। তাহলে সেটি সরাসরি ডাউনলোড হবে। তারপর সেই গুগলে PSD to png/jpg যে কোন ফর্মেটে কনভার্ট করে নিতে পারবেন অনলাইন থেকে।

আপনি যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর সাহায্য নিতে পারেন।

আশা করি এই পোস্ট থেকে আপনি অনেকটা উপকৃত হয়েছেন আগামী পোস্ট নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত অপেক্ষা করুন।

The post উইন্ডোজ ইমুলেটর দিয়ে মোবাইলে এবং লো এন্ড পিসিতে ফটোশপ ব্যবহার করুন। appeared first on Trickbd.com.


GP সিমে নিয়ে নিন Unlimited Free MB প্যাক (কোকা কোলা MB হ্যাক)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

আশা করি সকলে ভালো আছেন?

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ এক পোস্ট যার মাধ্যমে আপনারা জিপি সিমে ইউটিউব এমবি প্যাক নিতে পারবেন ফ্রিতেই।

বেশি কথা না বলে শুরু করা যাক।

প্রথমে আপনাদের এই লিংকে যেতে হবে।

COCA COLA MB

এরপর এখানে জিপি নাম্বার দিয়ে proceed

এরপর আপনার ফোনে OTP আসবে সেটা বসিয়ে দিন।

ওখানে আপনার একটি কোড বসাতে হবে

এটা ৯ ডিজিটের হতে হবে। শুরু তে 5894 এরপরে যেকোন ৫ টি উলট পালট করে বসিয়ে সাবমিট দিন।

নিচের মত করে:

দেখুন আমার চালু হয়ে গেছে।

মেসেজ:

অনেকবার ভুল হলে লিমিট হয়ে যাবে। তাই একই কোড বার বার দিবেন না।

বুঝতে না পারলে এই ভিডিও টি দেখুন।

এমন আরো ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।

ইউটিউব চ্যানেল: Hridoymini

ফেইসবুক পেইজ: Hridoymini

ধন্যবাদ

The post GP সিমে নিয়ে নিন Unlimited Free MB প্যাক (কোকা কোলা MB হ্যাক) appeared first on Trickbd.com.


Sunday, July 30, 2023

Url Shortener বানান পাইথন দিয়ে ।

Url Shortener বানান পাইথন দিয়ে ।

আসসালামুয়ালাইকুম Everyone । কেমন আছেন আপনারা সবাই। আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীন আমাকে ও ভালো রেখেছেন।

আজকে আপনাদের দেখাব কিভাবে পাইথনের মাত্র কয়েক লাইন কোড দিয়ে একটা url shortener বানিয়ে নিবেন।

তাহলে চলুন শুরু করা যাক-

প্রথমে এই এই সাইট থেকে Source Code গুলো কপি করে নিবেন ।



Source Code গুলো কপি করে নেওয়ার পর আপনার Pydroid 3 এপসে প্রবেশ করবেন।

তারপর থ্রি বারে ক্লিক করবেন –

এবার pip নামে একটা ফাংশন পাবেন সেটায় ক্লিক করুন –

এবার এখানে “pyshorteners” লিখে install এ ক্লিক করুন-

Install হয়ে গেলে এরকম “complete” লেখা আসবে –

এবার এখান থেকে বাহির হয়ে আগের জায়গায়, মানে কোড এডিটরে আসুন।

তারপর উপরে দেওয়া সাইট থেকে কপি করা সোর্স কোড গুলো পেস্ট করুন। এবং রান বাটনে ক্লিক করুন-

এবার আপনার সামনে এরকম ইন্টারফেস Show হবে-

যে লিংক টি সর্ট করতে চান আপনার সেই লিংক টি Inter Your Url এ পেস্ট করুন।

লিংক টি পেস্ট করা হয়ে গেলে ইন্টার দেন, দেখবেন আপনার কাংখিত লিংক টি এইরকম ভাবে সর্ট হয়ে গেছে।

এবার চাপ দিয়ে ধরে আপনার url shortener দিয়ে সর্ট করা লিংক টি কপি করে নেন।


আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে । আমি যতটুকু সম্ভব বুঝানোর চেষ্টা করেছি । যদি না বুঝে থাকেন তাহলে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ।


ভালো থাকুন সুস্থ থাকুন এবং TrickBd পাশে থাকুন।

আল্লাহ হাফেজ 😘………..

The post Url Shortener বানান পাইথন দিয়ে । appeared first on Trickbd.com.


মিড রেঞ্জ বাজেটের একটি নতুন খেলোয়াড়

মিড রেঞ্জ বাজেটের একটি নতুন খেলোয়াড়

মিড রেঞ্জ বাজেটের আরো একটি নতুন খেলোয়াড়

Realme Narzo 60 5G এই ফোনটা বাজেটের দিক থেকে অনেক কিছু অফার করছে। দেখতে অনেক গুড লুকিং।স্মার্টফোনটার ডিজাইন পেছোন থেকে দেখতে Narzo 60 Pro এর মতোই। তবে এটা একেবারে ফ্লাট চারকোনা একটি বক্সের মতো। হাতে নিলে হাতে একটা ভালো ফিলও পাবে। এটার বডিফ্রেম প্লাস্টিকের তৈরি, পেছোনেও প্লাস্টিক রয়েছে।তবে এর ডিস্প্লেকে প্রোটেকশন করছে কোরনিং গরিলা গ্লাস 5.
এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্ট এ পাবেন ব্লাক এবং ইয়েলো কালারের।

প্রয়োজনীয় সব পোর্টস এন্ড বাটন আছে। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও পেয়ে যাচ্ছেন। টাইপ সি পোর্ট আছে 3.5mm হেডফোন জ্যাকও আছে।৷ কিন্তু এটাতে হাইব্রিড সিম স্লট পাবেন। এটা ডেডিকেটেড হলে আরেকটু ভালো হতো। তাহলে দুইটা সিম এবং একটা মেমোরি ব্যাবহার করা যেতো। তবে এই ফোনে কোনো আইপি রেটিং পাওয়া যায় নি।

এই স্মার্টফোনটি ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৭ ইঞ্চি। যেটা মূলত ফুল এইচডি প্লাদ রেজুলেশনের এ্যামোলেড প্যানেল। 90Hz হাই রিফ্রেশরেট রয়েছে এই ফোনে। 120Hz রিফ্রেশরেট দিলে ব্যাপারটা আরো জোস হতো। ডিস্প্লেতে বাম কোনায় ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। তবে ডিসপ্লে এর লোয়ার চিনটা ২০২৩ এর এই সময়ে এসে একটু মোটা মনে হয়েছে। আরেকটু ন্যারো রাখলে এটা দেখতে আরো জোস লাগতো। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল। বাইরে সরাসরি সূর্যের আলোতেও দেখা যায় তবে স্ট্রাগল করে কিছুটা। টাস রেসপন্স ভালোই দেখা গেছে। কন্ট্রাসি ডিসপ্লে হওয়ার কারনে কোনো কিছু দেখতে অনেক ভালো লাগছিলো।

এখন আসা যাক ক্যামেরা সেকশানে। পেছোনে অনেক বড় জায়গা জুড়ে ক্যামেরা রয়েছে। দেখে মনে হবে অনেক সেন্সর আছে। তবে কাজের সেন্সর দুইটা। মেইন সুটার হলো 64MP এবং Depth 2 MP. তবে এটাতা আল্ট্রা উয়াইড ক্যামেরা পাচ্ছেননা। একটু হতাস হয়েছি তবে কিচ্ছু করার নাই। মেইন ক্যামেরাকে প্রোপার আলো দেওয়া গেলে এটা ভালো ছবি উঠাতে পারে। তবে Realme তাদের সব ফোনের ক্যামেরাতে প্রায় বুস্টার টাইপের কালার দেই। এটা মোটেই আমার ভালো লাগে না। এই স্মার্টফোনটি তার ব্যাতিক্রম না। এখানেও কিছুটা কালার বুস্ট দেখতে পাবেন। মেইন ক্যামেরার ছবি গুলো আপনি চাইলে জুম করে নিয়েও ব্যাবহার করতে পারবেন। তবে লো লাইটে এই ফোনের ক্যামেরাকে কিছুটা স্ট্রাগল করতে দেখা গেছে তবে সফট ছবি পাবেন। তবে নাইট মুড দিয়ে ছবি তুললে ভালো রেজাল্ট পাওয়া যায়। এর নাইটমুড নিয়ে আমি অনেকটাই সন্তুষ্ট। ডেলাইটে ডেপথ সেন্সর থাকার কারনে পোট্রের্ট মুডেও ভালো ছবি পাওয়া গেছে। তবে ব্যাকগ্রাউন্ড ব্লারটা মাঝে মধ্যে আর্টিফিশিয়াল লাগছিলো।
মেইন ক্যামেরায় ভিডিও রেকোর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। এটা এক দমই বেমান। এই স্মার্টফোনের সাথে এটা একদমই যায় না। আবার এখানে স্টাবিলিটিও অভাব আছে। সব মিলে ভিডিও কোয়ালিটি মোটামুটি বলা যায়।
সামনের ক্যামেরা 16MP এর যা সুন্দর সুন্দর ছবি তুলছিলো৷ চেহারা একটু গ্লো করে, স্কিন টোনটা স্ফট করে দেই। শার্পনেশ ডিটেইলস ভালোই আসে। তবে লো লাইটের এখানেও এই ক্যামেরা কিছুটা স্ট্রাগল করছিলো।

OS হিসেবে এই স্মার্টফোনে রয়েছে Android 13. এবং UI হিসেবে আমরা পাচ্ছি Realme UI 4.0 এখানে আমরা সবকিছু একদম লেটেস্ট পাচ্ছি। আর এটার ভিতর প্রচুর অপ্রোয়জনীয় আ্যাপ ইন্সটল করা আছে। যেগুলো আপনার দরকার না হলে আনইন্সটল করতে পারবেন।

এটার প্রোসেসর হিসেবে আছে Mediatek Dimensity 6020 (7 nm) এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৮/১২৮ এবং ৮/২৫৬
৮/১২৮ জিবি ভেরিয়েন্টটা ২৬০০০ থেকে ২৬৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোন এর দাম খুব শিগ্রয় কমবে আসা করা যায়।

প্রতিদিনের ব্যাবহারে এই স্মার্টফোনটি ভালোই পারফরম্যান্স করতে দেখা গেছে। আপনি এটাতে মাল্টিটাস্কিংও করতে পারবেন। এক সাথে ৪-৫ টা আ্যাপ ব্যাকগ্রাউন্ডে চললেও কোনো সমস্যা দেখা যায় নি। একজন সাধারন ইউজার এর জন্য এই ফোনটা টিকঠাকই আছে। হেবি ব্যাবহার এর ক্ষেত্রেও খুব বেশি সমস্যা দেখা যায় নি।

গেমিং এর এর জন্য এই স্মার্টফোনটা কেমন হবে?
এটাতে PUBG Smooth & Ultra মুডে খেলতে পারবেন।
৩০ মিনিট গেম খেলার পর ফোনটা আস্তে আস্তে গরম হয়। আবার অনেকক্ষণ গেম খেলার পর কিছুটা ল্যাগি ল্যাগি পারফরম্যান্স দেয়।
তবে Free-Fire খেলার জন্য এই ফোনটা ঠিকই আছে। এখানে ম্যাক্স সেটিংস এ খেলেও কোনো সমস্যা দেখা যায় নি।

তবে এটা ২৬ হাজার টাকার মধ্যে এটা গেমিং ডিভাইস না। মাঝে মাঝে গেমিং করতে ভাইলে ঠিক আছে। তবে এটার পারফরম্যান্স অনুসারে দামটা হালকা বেশি মক্নে হয়েছে। এটার দাম ২৪-২৫ হলে ভালো হতো।
তবে এটাতে Under Display Fingerprint Sensor পাচ্ছেন। এটা ফাস্ট এবং ঠিকঠাকই আছে।

এটাতে 5000 mah এর ব্যাটারি দেওয়া আছে। আর সাথে ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিংও পাচ্ছেন। শূন্য থেকে ১০০ করতে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের মতো সময় লাগে। যারা শুধু ডেইলি ইউজ করবেন তারা অনায়াসেই এক থেকে দেড দিন ব্যাবহার করতে পারবেন। আর যারা হেভি ইউজার আছেন তারা এক দিনের মতো ব্যাটারি ব্যাকাপ পাবেন।

এই সমস্ত কিছু নিয়েই ছিলো Realme Narzo 60. এটার দাম ২৬ হাজার থেকে ২৬৫০০ এর মতো রয়েছে আন-অফিশিয়াল ভাবে। আমার মতে এটার দাম পারফরম্যান্স অনুসারে বেশি।

আজকের মতো এখানেই শেষ করছি।
লিখার মাঝে কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।

The post মিড রেঞ্জ বাজেটের একটি নতুন খেলোয়াড় appeared first on Trickbd.com.


যেভাবে কম রেজুলেশন এর ভিডিও 4k তে রুপান্ত করবেন।

যেভাবে কম রেজুলেশন এর ভিডিও 4k তে রুপান্ত করবেন।

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছেন।

আজকে আমরা দেখবো কীভাবে একটা কম রেজুলেশন এর ভিডিওকে হাই রেজুলেশনে কনভার্ট করবো তাও আবার মোবাইল ব্যাববার করে।
প্রথমেই আমরা প্লেস্টর থেকে Wink Application টি ইন্সটল করে নিবো।

Wink Play Store Link

ইন্সটল হয়ে গেলে আ্যাপটি ওপেন করবো। তারপর Agree বাটনে ক্লিক করবো।

এরপর Image Quality বাটনে ক্লিক করবো।

Ultra HD বাটনে ক্লিক করে Try Now বাটনে ক্লিক করবো।

এখন আমরা ফোন স্টরেজের পারমিশন দিয়ে দিবো।

এরপর যে ভিডিওটির রেজুলেশন বাড়তে চান সে ভিডিওটি সিলেক্ট করবো। এখানে Ok বাটনে ক্লিক করবো।

তাহলে আমাদের ভিডিওটি ওদের সার্ভারে Upload হওয়া শুরু হবে। আপনি View Later বাটনে ক্লিক করে রাখতে পারেন। তারপর ভিডিও অটো এডিট হয়ে যাবে।এডিট হয়ে যাওয়ার পর আমরা ডান কোনার ডাউনলোড আইকোনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিবো।ডাউনলোড হয়ে যাওয়ার পর Save বাটনে ক্লিক করবো। তাহলে আমাদের ভিডিওটি স্টোরেজে সেভ হয়ে যাবে।এখানে কিছু লিমিটেশন আছে। এই আ্যাপটার ফ্রি ভার্সনে আমরা ৩ মিনিটের বেশি ভিডিও এডিট করতে পারবো না। ৩ মিনিট থেকে বেশি ভিডিও এডিট করার জন্য আমাদের আ্যাপটিতে সাবস্ক্রাইব করতে হবে। আপনার চাইলে ইন্টারনেট থেকে আ্যাপটির মুড ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। আমি এই আ্যাপটির মুভ অনেক খুজেছি কিন্তু কোথাও পাই নি।

তো আজকের মতো এখানেই শেষ করছি৷
আল্লাহ হাফেজ।

The post যেভাবে কম রেজুলেশন এর ভিডিও 4k তে রুপান্ত করবেন। appeared first on Trickbd.com.


Saturday, July 29, 2023

যেকোন ওয়াইফাইকে block করুন কয়েক সেকেন্ডে jammer এর সাহায্যে চলুন দেখে আশা যাক ফুল সেটআপ ।

যেকোন ওয়াইফাইকে block করুন কয়েক সেকেন্ডে jammer এর সাহায্যে চলুন দেখে আশা যাক ফুল সেটআপ ।

Howdy,

আজকে শিখাবো কিভাবে node mcu esp8266 সেটআপ করতে হয় ।

Nodemcu esp8266 কি ?

NodeMcu esp8266 হল একটি ওয়াইফাই নির্ভর ওপেনসোর্স ডেভেলপমেন্ট বোর্ড। এটি মূলত IOT(Internet of Things) প্রজেক্টের জন্য ব্যবহার করা হয়।। সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে, এই বোর্ডটি ব্যবহার করে আপনি আপনার বাসার ফ্যান, লাইট পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই কন্ট্রোল করতে পারবেন। দারুণ না? তো  এবার  দেখা যাক NodeMcu esp8266 দেখতে কেমন

এই esp8266 দিয়ে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি কিন্ত আজকে আমরা jammer বানাবো ।

 

এখন আমার নিজের কিছু কথা বলি , আমরা সবাই জানি wifi hack হয় । এখন wifi হ্যাক করার অনেক উপায় আছে , তার ভিতরে esp8266 একটা উপায় । এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে esp8266 দিয়ে আবার কিভাবে হ্যাক হয় । esp8266  দিয়ে হ্যাক করতে হলে আপনাকে ২টা devices প্রয়োজন হবে । বেশি কথা না বলে কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখে আশা যাক ।

আজকে যে module সেট আপ করবো সেটা হচ্ছে wifi jammer .

esp8266 দিয়ে যেকোন ওয়াইফাইকে ব্লক করে দিতে পারবেন ।

jammer করার জন্য আমাদের কিছু apps লাগবে সেগুলো নিচে দেওয়া হলো ।

 

flash download tools 

esp8266 bin file 

esptool-gui-win32 windows

esptool 64bit 

এখানে ৩টা টুলস দেওয়া হলো যার ডিভাইস যেটা কাজ করে । process একই । আর বিন ফাইলে টি সবার জন্য এক ।

এই রকম দেখতে পারবেন esptool-gui-win  software এ ।

firmware দিয়ে বিন ফাইলটা সিলেক্ট করে দিব এবং esp8266 পিসির সাথে connected করে নিবো এবং upload ক্লিক করবো ।

একই ভাবে অন্য software গুলো দিয়ে করে নিবেন । যদি ঠিক মতো হয় তাহলে esp8266 লাইট চালু হবে ।

এখন আমরা ওয়াইফাই চলে যাবো

দেখতে পাচ্ছেন pwned নামে একটা ওয়াইফাই আচ্ছে সেটা হচ্ছে আমাদের esp8266 এর signal এখন আমরা সেটা connected করবো । তার pass :deauther

এখন আমরা যে কোন browser এ যাবো ।

তারপর উপরের আইপিতে চলে যাবো । 192.168.4.1 এইটা jammer এর আইপি ।

এখন আমরা i have read and understood the notice above ক্লিক করবো ।

দেখতে পাচ্ছেন ৪ টা নেটওয়ার্ক show করছে এখন চাইলে যেটায় খুশি attack করতে পারবো ।

নিচে দেখেন কোন নেটওয়ার্ক কত জন connected আসে সেটা দেখতে পারবেন ।

আমি ২ নাম্বার টা attack করবো তাই add বা সিলেক্ট ক্লিক করে attack ক্লিক করবো ।

যেহেতু আমরা ওয়াইফাই কে jam করবো তাই deauth start করে দিবো এবং সাথে সাথে সব device disconnected হয়ে যাবে ।

সতর্ক বার্তা

যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে থাকেন তাতে করে আমি এবং trickbd দায়ী থাকবো না । এই গুলো শুধু শিখানোর জন্য দেওয়া ।

তো আজ এই পযন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ,

জানি আজকের পোস্ট গুছিয়ে লিখতে পারিনি তার পিছনে অনেক কারণ আছে ।

যারা device টি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ফুল সেটআপ সহ পাবেন।

Facebook

Youtube

The post যেকোন ওয়াইফাইকে block করুন কয়েক সেকেন্ডে jammer এর সাহায্যে চলুন দেখে আশা যাক ফুল সেটআপ । appeared first on Trickbd.com.


YOUTUBE REVANCED | লেটেস্ট ভার্সন ইনস্টল করে নিন। সাথে ডিরেক্ট ফোনে ভিডিও/অডিও ডাউনলোড করার মেথড

YOUTUBE REVANCED | লেটেস্ট ভার্সন ইনস্টল করে নিন। সাথে ডিরেক্ট ফোনে ভিডিও/অডিও ডাউনলোড করার মেথড

 

আসসালামু আলাইকুম
°আশা করি সকলে ভালো আছেন। Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন🫶♥


তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক


YouTube ReVanced Update
Information :

⊕ YouTube ReVanced Latest Update

     

All Bugs Fix

Video Playing Issue Fix.. Vanced All Features Working Perfectly

Information

YouTube Revanced
Version : V18.25.x

Official Site – Group Links

♻ Telegram
♻Github
♻Site

╔═══════════════════

তো চলুন এবার শুরু করা যাক


╚═══════════════════
আগে Revanced Install করা থাকলে Uninstall করে এটা install করে নিন।

🟢 ReVanced

🟢 MicroG

Storage এ Download করার জন্য YTDlnis Install করা থাকা লাগবে


🟢 ytdlnis
▫
&

YouTube Vance Extended
V18.27.x
Size 97MB
Developer : oSumAtrIX


📌Vanced Extended

রুটেড ফোনের জন্য


♻ Magisk Module

Screenshots


🔘ytdlnis App Install থাকলে Download Icon এ click দিলে Download Menu আসবে

🔘Ytdlnis Select করে দিবেন।

🔘Location/Type & Name

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

╔═══════════════════

কোন সমস্যা হলে কমেন্ট করবেন। অথবা fb তে মেসেজ করবেন


╚═══════════════════

Messenger Join Group

FB
___________________________________________

Premium Resources / Apps & File আপডেট পেতে জয়েন হবেন

Premium Apps Store Free

———————————————
╔═══════════════════

আল্লাহ হাফিজ


╚═══════════════════

The post YOUTUBE REVANCED | লেটেস্ট ভার্সন ইনস্টল করে নিন। সাথে ডিরেক্ট ফোনে ভিডিও/অডিও ডাউনলোড করার মেথড appeared first on Trickbd.com.