Wednesday, June 28, 2023

kaiOS অপরট সসটম সমপরক জনন এব Android এর সথ ক পরথকয

আসসালামুআলাইকুম

হ্যালো গাইজ, আশা করি সকলেই ভালো আছেন ।
নতুন আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে আবারো উপস্থিত হলাম ।
তো যাই হোক আজকে যে পোষ্ট করতে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন পোষ্ট এর টাইটেল দেখেই ।

আমরা প্রতিনিয়ত অপারেটিং সিস্টেম ব্যাবহার করি । আপনি এখন আমার পোষ্ট টি যেই ফোন দিয়ে পড়তেছেন ।তা কোন না কোনো অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ।বিশ্বে সরবাধিক ব্যাবহৃত স্মার্ট ফোনগুলোর মধ্যে Android এবং iOS অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনগুলোই ব্যাপক জনপ্রিয় ।

কিন্তু kaiOS অপারেটিং সিস্টমের অবস্থা কি । এটি কেমন ধরনের অপারেটিং সিস্টেম এবং কতটা শক্তিশালী ।
এটা কি বিশ্বে বহুল ব্যাবহৃত দুই অপারেটিং সিস্টেম Android এবং iOS এর সাথে টক্কর দিতে পারবে ।
সে সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই পোষ্ট টি তে ।

kaiOS কি

kaiOS একটি মোবাইল ভিত্তিক অপারেটিং সিস্টেম ।এটি ডিজাইন করা হয়েছে ফিচার্ড ফোনের জন্য । kaiOS অপারেটিং সিস্টেম প্রথম রিলিজ করা হয় 2017 সালে । kaiOS টেকনোলজি এটির উন্নয়ন এবং বিকাশের জন্য কাজ করে । যা হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান ।
kaiOS তৈরি করা হয়েছে মজিলা ফায়ারফক্স অপারেটিং এর উপর ভিত্তি করে ।যা বর্তমানে অব্যাবহৃত ।মজিলা কম্পানি 2015 সালে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম বিক্রয় বন্ধ করে দেয় ।এটি লিনাক্স ভিত্তিক অপেন সোর্স অপারেটিং সিস্টেম ছিল ।যা তৈরি করা হয়েছিল স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, স্মার্ট টিভির জন্য ।

kaiOS আ্যাপ্লিকেশন

Android এর প্লে স্টোর এর মতো kaiOS এরও একটি আ্যাপ স্টোর রয়েছে । যা কাইস্টোর নামে পরিচিত । বর্তমানে কাই স্টোরে প্রাই 1000+ আ্যাপস এবং গেমস রয়েছে ।
kaiOS অপারেটিং সিস্টেম এর জন্য আ্যাপস তৈরি করতে ওয়েব বেসড টেকনোলজি ব্যাবহার করা হয় ।kaiOS আ্যাপ স্টোর HTML5 ভিত্তিক ।কাই ওস আ্যাপ তৈরি করে HTML, CSS এবং Javascript ব্যাবহৃত হয় ।

তাই এর রিসোর্স সংখ্যা খুবি কম । তাই খুব দ্রুত ইক্সকিউট হতে পারে ।
kaiOS অপারেটিং সিস্টেম চালাতে মাত্র 256 এম বি মেমোরি প্রয়োজন ।

kaiOS এর ফিচারস সমূহ

kaiOS প্রায় সব কাজই করতে পারে যা সাধারণ স্মার্ট ফোন করে থাকে ।কাই ওস এর অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে যা সাধারণ স্মার্ট ফোনে থাকে ।নিচে কিছু ফিচারস উল্লেখ করা হলো ।

  1. kaiOS অপারেটিং সিস্টেম 256 এম বি তে চলতে সক্ষম
  2. বেশিরভাগ kaiOS ফোন গুলোতে 512 এম বি RAM দেয়া থাকে ।
  3. ফেইসবুক, ওয়াটসআপ, গুগল ড্রাইভ/ ক্যালেন্ডার, ইউটিউব সহ আরো অনেক জনপ্রিয় আ্যাপস রয়েছে ।
  4. নিজস্ব আ্যাপ স্টোর সহ প্রায় 1000+ আ্যাপ রয়েছে ।
  5. বুইল্ট ইন গুগল আ্যাসিসটেন্ট রয়েছে ।
  6. 4G LTE, হটস্পট, Wifi সহ আধুনিক টেকনোলজি রয়েছে ।

kaiOS এবং Android এর মধ্যে পার্থক্য

kaiOS একটি ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক অপেন সোর্স অপারেটিং সিস্টেম । অন্যদিকে Android মডিফাইড লিনাক্স কার্ণেলের উপর ভিত্তি করে তৈরি একটি অপেন অপারেটিং সিস্টেম ।
যা সর্বো্রথম Android Inc দ্বারা ডেভলপ করা হয়েছে । পরে 2005 সালে গুগল কিনে নেয় । Android সারা বিশ্বেই সর্বাধিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম । অন্যদিকে kaiOS এখন পর্যন্ত ততটা জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় নি ।
kaiOS ডিজাইন করা হয়েছে কে পেড ফিচারস ফোনের জন্য ।এবং Android ডেভলপ করা হয়েছে টাচস্হ্রিন ফোনের জন্য ।
kaiOS 256 এমবি মেমধরির ডিভাইসে চলতে পারে ।কিন্তু Android এর জন্য আরো অনেক মেমোরির প্রয়োজন ।
kaiOS এ হাই গ্রাফিক্স সমৃদ্ব গেমস চলবে না । Android হাই গ্রাফিক্স সমৃদ্ব গেমস চালাতে সক্ষম ।

kaiOS এর চাহিদা

kaiOS এর চাহিদার কথা যদি বলি তাহলে ইন্ডিয়া এই ফোনের প্রচুর চাহিদা রয়েছে ।ভারতে উল্লেখ্যযোগ্য মাত্রায় এই ফোনের চাহিদা রয়েছে ।বড় বড় মার্কেট প্লেসগুলোতেও এই ফোন পাওয়া যায় ।
kaiOS লো পাওয়ার ফিচার এর ফোন ।তাই এর ব্যাটারি কম খরচ হয় ।
অন্যান্য স্মার্ট ফোনের তুলনায় এই ফোনের দাম খুবি কম ।তাই জনবহুল ভারতে এর চাহিদা বেশি ।
সহজলভ্য হওয়ায় আই ফোন কে ছাড়িয়ে kaiOS এর জনপ্রিয়তা বেড়ে গেছে ভারতে ।

The post kaiOS অপারেটিং সিস্টেম সম্পর্কে জানুন ।এবং Android এর সাথে কি পার্থক্য appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: