Wednesday, June 14, 2023

এবর নজই মনর মত কর 3D লগ নম ডজইন করন খব সহজই

হ্যালো ট্রিকবিডি বাসী, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরোও দারুণ একটি কনটেন্ট ।
আশা করছি এই কনটেন্ট আপনাদের কাজে লাগবে, এবং এটিকে কাজে লাগিয়ে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন আপনার নাম, বা আপনার প্রতিষ্ঠানের জন্য 3D লগো।
তাহলে চলুন শুরু করি, কিভাবে এরকম ডিজাইন করবেন তার বিস্তারিত বুঝতে পোস্টটি ভালোভাবে পড়ুন আর যারা এডিটে দক্ষ তারা সহজেই পারবেন আশা করছি।

প্রথমবেই আপনি আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নিন তারপর সার্চবারে Pixabay লিখে সার্চ করে সাইটের ভিতরে চলে যান।

তারপর সাইটের ভিতরে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালেকশন করে নিন ইচ্ছামত, আমারটির মতো করতে চাইলে লিখবেন Wood তাহলেই হবে।

এরপর আপনার পছন্দমতো ছবিগুলো ডাউনলোড করে নিন।

তারপর যেটি দরকার সেটি হলো PixelLab Application এটি ডাউনলোড করতে প্লেটোরে ঢুকে PixelLab সার্চ করলেই চলে আসবে। ডাউনলোড করে ওপেন করে নিন।

PixelLab এ ডুকার পরে উপরের (+) আইকনে চাপ দিন আর From Gallery তে ক্লিক করে ডাউনলোড করা ছবিটি সিলেক্ট করে নিন।
তারপর সেটিকে স্কোয়ার মাপে টিক দিয়ে ওকে করে দিন।

তারপর এটিকে স্ক্রিনের সাইজ অনুযায়ী সাইজ করে নিন বা আপনার পছন্দমতো।
তারপর আবার (+) আইকনে চাপ দিয়ে যে কোনো একটা Shape এড করে নিন।

তারপর (+) আইকনে চাপ দিয়ে Text এ ক্লিক করে আপনার নাম বা লগোর নাম লিখে নিন। সেটিকে আপনার ইচ্ছামত ফন্টে কাস্টমাইজ করে নিন। এবং Texture এ চাপ দিয়ে ডাউনলোড করা যে কোনো একটা ছবি দিয়ে ওকে করে দিন। তারপর Stroke এ যেয়ে এটিকে সাদা স্ট্রোক দিয়ে দিন।

সবলেখা হয়ে গেলে সেগুলোকে পছন্দমতো সাজিয়ে নিন তারপর লেয়ার অপশনে চাপ দিয়ে Text, Shape মার্জ করে নিন এরপর Text, Shape & Background মার্জ করে নিন।

তারপর সেটিকে Erase Colour করে সাদা অংশ রিমুভ করে নিন।

Erase Colour করা পর Emboss এর উপরে চাপ দিয়ে এটিকে এম্বোস করে নিন (পছন্দমতো সবকিছু কমবেশী করে নিন।

তারপর 3D তে ক্লিক করে এটিকে 3D করে নিন। নিজের পছন্দমতো সেটিং করে ফেলুন।

তারপর পিছনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য From Gallery থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন।

তারপর দেখুন ছবিটি হয়ে গেছে, এটিকে আরোও আকর্ষণীয় করতে Shadow তে ক্লিক করে সেটিং কাস্টোমাইজ করে নিতে পারেন।

তারপর এটিকে সেভ দেওয়ার পর ঠিক এরকম বা আপনার পছন্দমতো ডিজাইনের দেখাবে।

কেউ ঠিকভাবে না পারলে আর এরকম ডিনাইনে নিজের নাম লিখাতে চাইলে ফেসবুকে আমাকে ফলো করে ইনবক্সে ম্যাসেজ দিবেন, করে দেওয়ার চেষ্টা করবো।
ফেসবুকে আমি

ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো।

The post এবার নিজেই মনের মতো করে 3D লগো, নাম ডিজাইন করুন খুব সহজেই। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: