Thursday, April 6, 2023

এখন থেকে টাইম শিডিউল করে মেসেজ করুন গুগল মেসেজ দিয়ে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

কেমন আছেন সবাই?

আজকে আলোচনা করবো কিভাবে গুগল মেসেজ শিডিউল করবেন।

আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেকের বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষদের জন্মদিন থাকে এর জন্য আমরা তাদের সারপ্রাইজ দেওয়ার জন্য রাত ১২টায় তাদের জন্মদিনের  শুভেচ্ছা জানাই ।আমরা অনেকেই আছি যারা এতো রাত জেগে থাকতে পারিনা । তাদের জন্য গুগল মেসেজ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ন টাইম শিডিউল করার সুবিধা এনেছে।

আপনি আপনার মেসেজ যেকোন সময়ে লিখুন না কেন টাইম শিডিউল এর কারনে আপনি যে টাইম সেট করবেন ঐ টাইমেই মেসেজ ডিলিভারি হবে।

কিভাবে এর ব্যাবহার করবেন নিচে স্ক্রীনশট আকারে দেখানো হলো:

প্রথমে আপনার গুগল মেসেজ অপেন করুন।

তারপর আপনার কাংক্ষিত মেসেজটি লিখুন এবং SMS এই জায়গায় ৪-৫ সেকেন্ড টাচ করে ধরে রাখুন

তারপর Scheduled Send এ

তারপর টাইম সেট করুন এবং Next এ ক্লিক করুন

তারপর Save এ ক্লিক করুন

দেখুন টাইম শিডিউল হয়ে গেছে।এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কারন আপনার দেওয়া টাইম মতোই মেসেজটি ডিলিভারি হয়ে যাবে।

বি:দ্র: যাদের গুগল মেসেজে টাইম শিডিউল অপশন না থাকলে  প্লে-স্টোর থেকে এপ্সটি আপডেট করে নিবেন।

তো আর কথা না বাড়িয়ে এই খানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে

FacebookInstagram& Telegram

সবাই ভাল থাকবেন ,সুস্থ থাকবেন আর নিয়মিত ট্রিকবিডির সাথেই থাকবেন।ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post এখন থেকে টাইম শিডিউল করে মেসেজ করুন গুগল মেসেজ দিয়ে। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: