Friday, March 3, 2023

কিভাবে VS Code লেটেস্ট ভার্সন Windows 7 এ ব্যবহার করবেন।

আসসালামু আলাইকুম

Howdy ,

বরাবরের মতো আবার ও হাজির হলাম নতুন কিছু নিয়ে । আপনি হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা হবে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।

VS Code কি?

VS Code অর্থ হলো : Visual studio code Vs code জানে না এমন লোক খুজে পাওয়া খুব কষ্ট কর তারপর ও একটু বলে দিচ্ছি vs code দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় সেটা হোক web development । আজকের এই বিশ্বে প্রায়ই ৬০% এর উপরে মানুষ ব্যবহার করে থাকে। এর জনপ্রিয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ।

কেন আমি vs code নিয়ে পোস্ট করছি?

আমরা সবাই কম বেশি ল্যাপটপ ওর পিসি ব্যবহার করে থাকি। সবার তো ভালো হাই কনফিগারেশনে দিয়ে ল্যাপটপ ওর পিসি কিনতে পারে না ।মোটামুটি চলার মতো একটা বানিয়ে ব্যবহার করে।  এই ব্যবহার মধ্যে তাদের একটা ইচ্ছে থাকে যে তারা মাঝে মাঝে প্রোগ্রাম কোডিং করবেন।  যেহেতু শিখার জন্য vs code জনপ্রিয় তাই এইটা ব্যবহার করতে চায়।  কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই window 8,10,11 ব্যবহার করতে পারে না তাদের কনফিগারেশনের জন্য।  তারা windows 7 ব্যবহার করে থাকে।

কিন্তু কথা হচ্ছে vs code দিন দিন যত উন্নত হচ্ছে তত হাই কনফিগারেশনে খুজে তাই তারা নতুন ভার্সনে windows 7 কে পারমিশন দেয়নি।  সেই Vs code 1.50…পরে কোন ভার্সনই windows 7 এ চলে না।

কিন্তু আমরা আজকে দেখবো কিভাবে windows 7 এ vs code 1.70…ভার্সন ইনস্টল করবো এবং ব্যবহার করবো। চলুন শুরু কথা যাক।

আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিবেন।

Version : 1.70.2

Commit: e450…….

Date: 2022-08-16

Election :18.3.5

Chromium :100.0.4896.160

Node.js: 16.13.2

আর হ্যাঁ এইটা ব্যবহার করতে পারবেন শুধু windows 7 64bit এ ।

Download

 

আমার দেওয়া ফাইলে ডাবল ক্লিক করে run administrator দিয়ে ওপেন করবেন তারপর I agree the agreement ক্লিক করে next দিবো।

আমি জানি আপনার আমার থেকে ভালো জানেন কিভাবে অ্যাপস ইনস্টল করতে হয় তাই আর বলছি না ।

দেখেন আমার ইনস্টল হয়ে গেছে।

দেখতে পাচ্ছেন এই ভার্সনে প্রয়োজন অনুযায়ী  extension ডাউনলোড করতে পারবেন কোন ধরনের সমস্যা হবে না।

এক কথায় আমরা latest version তাই ব্যবহার করছি তাও আবার windows 7 64bit এ ।

বর্তমানে vs code 1.76… রানিং চলছে যেটা কিনা window 8,10,11 এ চলে।

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 

The post কিভাবে VS Code লেটেস্ট ভার্সন Windows 7 এ ব্যবহার করবেন। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: