Wednesday, January 4, 2023

গ্রামীণফোন সিম বিক্রি আবারো পুনরায় চালু হলো

  • আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

গ্রামীন সিম অনেক আগে থেকে কম বেশি সকলে ব্যাবহার করে আসছেন। সকলের কাছে একটি হলেও গ্রামীন সিম ছিল।
এক সময় ছিল গ্রামীন সিম কে টপকানো অনেক কষ্টসাধ্য ছিল অন্য অপারেটর কোম্পানির। কিন্তু হঠাৎ গ্রামীন অপারেটর সার্ভিস দেয়া কমে গেল। 

মানসম্মত সেবা ও সার্ভিস প্রদান না করতে পারাতে গ্রামীন সিম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয় গত জুন মাসে। এতটা ভাল সার্ভিস দিত এই গ্রামীন ফোন সিমে। কিন্তু হঠাৎ করে নিম্ন হয় যায় তাদের সেবা। 

কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো, আবারো বিক্রি করতে পারবে গ্রামীন সিম।

আশা করি সম্পন্ন আর্টিক্যালটি মনোযোগসহকারে পড়বেন।

গ্রামীনফোন কোম্পানি তাদের সেবার মান নাকি ভাল করেছে এজন্য আবারো গ্রামীন সিম বিক্রি চালু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

গত বছরের জুন মাসের ২৯ তারিখ থেকে গ্রামীন সিম বিক্রি নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ছিল,সেই দিন পদ্মা সেতুর আশে পাশে গ্রামীন সিমের নেটওয়ার্ক খারাপ থাকার কারনে অনেকে যোগাযোগ করতে পারে নাই। এজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছিল। 

এই নিষেধাজ্ঞা দেয়ার পর গ্রামীন ফোনের গ্রাহক সংখ্যা কমেছে প্রায় ৩৪ লাখ। 

গ্রামীন সিমের মান ভাল করার লক্ষ্য আবারো বিক্রির অনুমোদন পেল। 

নতুন বছরের শুরুতে এখন থেকে গ্রামীন সিম বিক্রির উপর কোনো নিষেধাজ্ঞা থাকলো না।
 

গ্রামীন সিম যারা ব্যাবহার করেন,তারা সকলে জানেন আগের নেটওয়ার্ক কোয়ালিটি ছিল অনেক মানসম্মত। কোনো সমস্যা ছিল না নেটওয়ার্ক এর।

যে কোন জায়গায় নেটওয়ার্ক পেত। কিন্তু অন্যান্য অপারেটর এর সিমগুলো সব জায়গায় নেটওয়ার্ক পেত না। 

আমরা সকলে চাই, গ্রামীন সিম এর নেটওয়ার্ক মান আরো উন্নত হোক। এবং গ্রামীন সিম এর মিনিট,এম্বি প্যাক এর দাম আগের তুলনায় কমানো হোক।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 




The post গ্রামীণফোন সিম বিক্রি আবারো পুনরায় চালু হলো appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: