“____ আসসালামু আলাইকুম ____”
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।
অনেকদিন পর লিখতে বসলাম । গুছিয়ে লিখতে পারবো কিনা জানিনা আশাকরি ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন ।
আমরা সবাই ইতিমধ্যে জানি এবং একটা প্রবলেম ফেইস করতেছি বিকাশ লাস্ট আপডেট হওয়ার পর থেকে আমরা বিকাশ ক্লোন করে চালাতে পারছি না । শক্তিশালী মজবুত ভাবে ক্লোন করার পরেও ক্লোন বিকাশ কাজ করে না ।
তো আজকে এটার সমাধান নিয়ে এসেছি । আমি ট্রিকবিডি তে ইনঅ্যাক্টিভ তাই জানি না এটা নিয়ে কেউ পোষ্ট করেছে কিনা আমি সার্চ করে দেখেছি পোষ্ট পাইনি তাই পোষ্টটি লিখা ।
অতিরিক্ত কথা কারো ভালো লাগে না তাই বেশি কথা বাড়াতে চাচ্ছি না । সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি ।
প্রথমে নিচের লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন ।
2ME – DETAILS
Name____2ME
Size____5.63 MB
Modded By____Eagle EYE
Supported Device____32/64 Bit
Uploads On____Telegram
ডাউনলোড শেষে অ্যাপটি ইনস্টল করুন আগেই ওপেন করিয়েন না । কিছু পারমিশন দিতে হবে । তো নিচের স্ক্রিনশট গুলো ফলো করে পারমিশন গুলো দিয়ে দিন ।
SCREENSHOTS
প্রথমে অ্যাপে লং প্রেস করে অ্যাপ ইনফো তে যান
তারপর Permission ক্লিক করুন
এখন আমাদের দুইটি পারমিশন দিতে হবে, SMS & Additional Permission তো প্রথমে SMS পারমিশন দেই
SMS ক্লিক করুন
Allow ক্লিক করুন
এখন ব্যাকে এসে Additional Permission ক্লিক করুন
এখন এই দুটো পারমিশন দিয়ে দিন
আর কিছু করতে হবে না । এখন সব কেটে অ্যাপটি ওপেন করুন যেসব পারমিশন চাইবে সেগুলো দিন ।
এখন + আইকনে ক্লিক করুন
এখন bKash অ্যাপ Add করুন (+ ক্লিক করুন)
এখন বিকাশ অ্যাপ ওপেন করুন
কিছু ফোনে Location পারমিশন দিলে অ্যাপ কেটে যায় কাজ করে না । তো এরকমটা আপনার ফোনে হলে তখন লোকেশন পারমিশন অফ করে ট্রাই করবেন.
এখন নরমাল ভাবে বিকাশ অ্যাপ লগিন করুন । এগুলো আর দেখাচ্ছি না । জাস্ট ওটিপি ভেরিফাই দেখাচ্ছি । অন্যান্য ক্লোনার গুলোতে বিকাশ ক্লোন হলেও ওটিপি ভেরিফাই হয় না তাই এটার প্রুফ দিচ্ছি ।
OTP verified
Login Successful
আপনি চাইলে আপনার অন্যান্য বিকাশ অ্যাকাউন্ট গুলো ইউজ করতে পারেন । এভাবে একটা করে বিকাশ ক্লোন করবেন আর লগিন করবেন । তবে এটা মনে রাখতে হবে সিম স্লট -১ এ যে সিম থাকবে সেটা কখনো বের করে বিকাশ ইউজ করতে পারবেন না , কিন্তু সিম স্লট -২ এ আপনি আপনার অন্যান্য সিম ঢুকিয়ে বিকাশ লগিন করে নিবেন এরপর সিম খুলে রেখেও বিকাশ ইউজ করতে পারবেন । উপরের স্ক্রিনশট দেখুন আমার ৩ টি বিকাশ অ্যাকটিভ করা ।
Contact
Facebook ___https://m.facebook.com/iamhqshakibpro
Messenger ___https://m.me/iamhqshakibpro
The post আপনার ফোনে একাধিক বিকাশ ক্লোন করে ব্যবহার করুন | AFTER UPDATE BKASH CLONING PROBLEM SOLVED | A10/A11/A12/A13 ALL DEVICE WORKED! appeared first on Trickbd.com.
0 comments: