Wednesday, December 21, 2022

How to transfer Website form Blogger to WordPress

ব্লগার দিয়ে ব্লগিং শুরু করার পর দেখা যায় কিছু লিমিটেশন থেকেই যায়।যেমন : সঠিক ভাবে এসইও করা যায় না,কোনো ধরনের প্লাগিন ইনস্টল করা যায় , ব্লগের সম্পূর্ণ অ্যাকসেস আমাদের কাছে থাকে না।অর্থাৎ,কোনো ধরনের নীতিমালা ভঙ্গ করলে তৎক্ষণাৎ ব্যান করে দেয়।তাই ব্লগার দিয়ে সতর্ক ভাবে ব্লগিং করা উচিত।

তাছাড়া প্রায় সবকিছু ম্যানুয়ালি করতে হয়।যা আমরা ওয়ার্ডপ্রেসে অটোমেটিক ভাবে প্লাগিন দিয়ে করতে পারি।তাই অনেকেই ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে শিফট হতে চায়।কিন্তু এতদিন ব্লগারে ব্লগিং করে যেসব পোস্ট লিখেছি,সেসব তো আর ফেলে দেয়া যায় না।তাই আমাদের ব্লগারের পোস্ট/কমেন্ট/পেজ সহ ওয়ার্ডপ্রেসে শিফট হলে কেমন হয়!এতে আমাদের ব্লগের সম্পূর্ণ ব্যাকআপ সহ ওয়ার্ডপ্রেসে শিফট হওয়া যাবে।

আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইট ট্রান্সফার করবেন।

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ট্রান্সফার করবো কিভাবে?

নিচে দেখানো স্টেপগুলো সঠিক ভাবে ফলো করলে সহজেই ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইট ট্রান্সফার করতে পারবেন।

  • প্রথমেই যাবেন Blogger Dashboard এ।তারপর সেখান থেকে Settings এ ক্লিক করবেন।

  • তারপর স্ক্রল করে নিচের দিকে গেলে Manage Blog ট্যাব পাবেন।সেখান থেকে Back up content এ ক্লিক করবেন।

  • এখন ডাউনলোড এ ক্লিক করুন।তাহলে আপনার ব্লগের সম্পূর্ণ ব্যাকআপ ফাইল ডাউনলোড হয়ে যাবে।

  • এখন আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ যান।তারপর সেখান থেকে নিচের দিকে Tools এ ক্লিক করবেন।

  • এখন Tools এর নিচে Import অপশন পাবেন।সেখানে ক্লিক করুন।

  • এখন Blogger এর নিচে Run Importer অপশন পাবেন।সেখানে ক্লিক করুন।

  • এবার Choose file এ ক্লিক করে আপনার ব্লগের ব্যাকআপ করা ফাইলটি সিলেক্ট করে দিন।

  • তারপর Upload file and import এ ক্লিক করুন।

  • এখানে নতুন ইউজার তৈরি করতে পারেন।কিংবা ব্লগারের অথর নামেই নতুন ইউজার তৈরি করতে পারেন।সবশেষে submit এ ক্লিক করলে আপলোড হয়ে যাবে।

উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনি আপনার ওয়েবসাইট ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সুন্দর ভাবে ট্রান্সফার করতে পারবেন আশা করি।কোনো সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন।আজকের মত এতটুকুই।

উপসংহার

এই ছিলো আজকের পোস্ট কিভাবে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ট্রান্সফার করা যায়।আশা করি আমি সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি।

ব্লগিং টিপস এবং ব্লগার স্ক্রিপ্ট পেতে আমার BlogPen ব্লগ ভিজিট করুন।আল্লাহ হাফেজ।

The post How to transfer Website form Blogger to WordPress appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: