Saturday, December 3, 2022

ইমেইল এবং জিমেইল এর মধ্য পার্থক্য জেনে নিন।

আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে।আমরা প্রায় কমবেশি মেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকি। গুরুত্বপূর্ণ সব তথ্য আমরা মেইল করে থাকি। অথবা আমাদের গুরুত্বপূর্ণ সব তথ্য মেইল এর মাধ্যমে আমরা অপরপ্রান্ত থেকে গ্রহণ করি। আগের দিনে তথ্য আদান প্রদানের জন্য চিঠির ব্যবহার হতো। ডিজিটাল প্রযুক্তির প্রসারের কারণে, এখন আর চিঠিতে তথ্য বহন করা লাগেনা। মুহূর্তের মধ্যেই দেশ-বিদেশের সমস্ত তথ্য আদান-প্রদান করা যায়। সকলেই ইমেইল এবং জিমেইল এর নাম শুনে থাকি।
ইমেইল জিনিসটা কি এবং জিমেইল জিনিসটা কি সে বিষয়ে সঠিক ধারণা আজকে আপনাদেরকে দেব।

স্মাটফোন গুলোতে দেখবেন ইমেইল জিমেইল নামে দুইটা অ্যাপ রয়েছে। ইমেইল জিনিসটা কি,এবং জিমেইল জিনিসটা কি আজকে সঠিক ধারনা পেয়ে যাবেন। তাই আপনারা মনোযোগ সহকারে সম্পন্ন আর্টিকেলটি পড়বেন। 

প্রথমে বলি ইমেইল জিনিসটা কি, 

ই-মেইল= ইলেকট্রনিক মেইল।

আগের দিনের মানুষ চিঠিতে তথ্য আদান-প্রদান করতো। আগের মানুষকে পোস্ট অফিসে গিয়ে চিঠি পাঠাতে হতো।এখন ঘরে বসেই মুহূর্তের মধ্যেই, সকল তথ্য আদান-প্রদান করা যাচ্ছে। ইমেইলের মাধ্যমে বা ইলেকট্রনিক মেইল এর মাধ্যমে।যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশ দূর-দূরান্তে। 

ইমেইল এবং জিমেইল এর কাজ মূলত এক। কিন্তু কিছুটা অবশ্যই ভিন্নতা আছে। যেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব।

জি-মেইল= গুগল মেইল।

ইমেইল এর মধ্যে অনেকগুলো কোম্পানি আছে, ইমেইল খোলার পর শেষে দেখবেন একটা কোম্পানির নাম থাকে। 
*username@yahoo.com
*username@hotmail.com
ইত্যাদি।

কিন্তু জিমেইল এর একটি মাত্র কোম্পানি, গুগল মেইলের অন্য কোনো কোম্পানি নেই।

*username@gmail.com

সকলেই জানি জিমেইল অনেক পপুলার। কারণ অন্যান্য মেইল থেকে জিমেইলে যে কোন তথ্য খুব সহজে কম সময়ে দ্রুত আদান-প্রদান করা যায়।

সর্বপ্রথম জিমেইল তাদের জন্য ছিল,যারা গুগল কোম্পানিতে চাকরি করতো।কিন্তু ২০০৪ সালের পরে এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।তারপর গুগল কোম্পানি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে আসে। সকলেই কমবেশি জানেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগল কোম্পানি দ্বারা পরিচালিত হয়। প্লে স্টোর,জিমেইল,ইউটিউব ও কিন্তু জিমেইল ছাড়া অচল। ড্রাইভ, ম্যাপস, গুগোল ফটোস, সব কিন্তু জিমেইল দ্বারা পরিচালিত।এ কারণে জিমেইল এত জনপ্রিয়। 

ইমেইল,হটমেইল,জিমেইল এই গুলোর মধ্য এক কথায় জিমেইল সেরা।
কারন,একটি এন্ড্রয়েড ফোন,জিমেইল ছাড়া সে ফোনটি অচল।আশা করি বিষয়টি আপনাদের সম্পূর্ণ ভাবে বোঝাতে পেরেছি।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

ধন্যবাদ। 







The post ইমেইল এবং জিমেইল এর মধ্য পার্থক্য জেনে নিন। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: