Wednesday, November 16, 2022

Realme 9i এখন পাবেন 2 হাজার টাকা ডিসকাউন্টে , 6/128

price

৳19,999 ৳21,999 6/128 GB

এক নজরে স্পেসিফিকেশন


Realme 9i  এ থাকছে 6.6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে রয়েছে punch-hole ডিজাইন । পিছনের ক্যামেরাটি ট্রিপল 50+2+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার  এবং ram হিসেবে থাকছে 4 ও 6 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 64 ও 128 জিবি, 2.4 GHz অক্টা-কোর CPU । চিপসেট থাকছে Qualcomm Snapdragon 680 4G (6 nm)   চিপসেট । আরো থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।

একনজরে ফোনটির ভালো কিছু দিক

ফোনটার ডিজাইনটা যথেষ্ট ভালো এবং ইউনিক লুক দেওয়ার চেষ্টা করেছে । ডিজাইন টা যদি আমার খুব একটা ভালো লাগে নি তবে ক্যামেরা হাউসটা আপনাদের ভালো লাগবে । ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই সাথে 90 ghz ফ্রেশ রেট এবং ডিসপ্লে প্রটেকশন সহ পেয়ে যাবেন । ক্যামেরার কোয়ালিটিটাও আমার বেস্ট মনে হয়েছে । সামনে ক্যামেরার পিকচার কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে । ব্যাটারি সেকশনে পাবেন পাঁচ হাজার এম্পিয়ার এর ব্যাটারি সেই সাথে ৩৩ ওয়াটের সলিউশন । আর থাকলো প্রসেসের এর বিষয়টা স্ন্যাপড্রাগন ৬৮০ । এই প্রসেসর চেনেনা এমন কেউ হয়তোবা নাই তাই এটা নিয়ে বকবক করার প্রয়োজন নাই ।

কমতি দিক গুলো

এটা কেমন যেনো দেখায় না বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনছেন অথচ ফোনের ব্যাক সাইডটা প্লাস্টিকের । হ্যাঁ ঠিকই শুনেছেন ফোনটা প্লাস্টিক বিল্ডএর। আরো একটি দুঃখের বিষয় হচ্ছে ফোনটা তো আপনি কোন রেডিও সিগনাল পাবেন না আমি ফোনটা দিয়ে এফএম বা এরকম টাইপের কোন রেডিও ব্যবহার করতে পারিনি ।

Full Specifications


Colors

Black, Blue

Connectivity

dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct

Body

Style: Punch-hole
Material: Dragontail Pro Glass front, plastic bodyWater Resistance✖
Dimensions: 164.4 x 75.7 x 8.4 millimeters
Weight: 190 grams

Display

Size: 6.6 inches
Resolution: Full HD+ 1080 x 2412 pixels (400 ppi)
Technology: IPS LCD Touchscreen
Protection: Dragontail Pro Glass
Features: 90Hz refresh rate

Back Camera

Resolution: Triple 50+2+2 Megapixel
Features: PDAF, LED flash, 1/2.76″, 0.64µm, macro, depth & moreVideo RecordingFull HD (1080p)

Front Camera

Resolution: 16 Megapixel
Features: F/2.1 aperture, 1/3.0″, 1.0µm, panorama & more
Video Recording: Full HD (1080p)

BatteryType and Capacity

Type and Capacity: Lithium-polymer 5000 mAh (non-removable)
Fast Charging: 33W Fast Charging (100% in 70 min)

Performance, Ram & Processor

Operating System: Android 11 (Realme UI 2.0)
Chipset: Qualcomm Snapdragon 680 4G (6 nm)
RAM: 4 / 6 GB
Processor: Octa core, up to 2.4 GHz
GPU: Adreno 610

Storage

ROM: 64 / 128 GB (UFS 2.1)
MicroSD Slot: Dedicated slot

Sound

3.5mm Jack
Features: Loudspeaker (stereo speakers), 24-bit/192kHz audio

Security

Fingerprint: Side-mounted
Face Unlock

Other Features

Notification Light
Sensors: Fingerprint, Accelerometer, Proximity, E-Compass

ব্যক্তিগত মতামত:

গত পোস্টে realme c35 নিয়ে আলোচনা করেছি বাজেটে দুইটা ফোন প্রায় সমান তবে এই বাজেটে realme c35 ওই ফোনটা না নিয়ে এই মোবাইলটা নেয়ার জন্য সাজেশন রইল । তুমি যদি আইফোনের মতো ক্যামেরা হাউস চাও তাহলে স্টাইল মারার জন্য ওইটা নিতে পারো বা ব্যাকসাইড দেখলেই যাতে একবার হলেও তাকাই এরকম যারা চান তারা realme c35 টা নিতে পারেন । 9i ফোনটা পার্সোনালি আমার অনেক পছন্দের । বিশেষ করে এর ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে ‍্যাম রম প্রসেসর ওভারঅল সব দিক থেকে ফোনটা আমার অনেক পছন্দ। সবকিছুর যেমন সুবিধা থাকে এটাও ঠিক তেমনি অসুবিধা রয়েছে বিষয়টা আমি খুলে বলি প্রথমত ফোনটি হচ্ছে প্লাস্টিক বিল্ডের মানে ফোনের পেছনে স্ক্র্যাচ করার সম্ভাবনা থেকেই যায় । সেই সাথে আপনি কোন রকম রেডিও সিগন্যাল আপনার ফোনে ব্যবহার করতে পারবেন না মানে রেডিও ইউজ করতে পারবেন না । মাত্র এই দুইটা দিক বিবেচনা করলে ফোনটা নিয়ে যায় ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post Realme 9i এখন পাবেন 2 হাজার টাকা ডিসকাউন্টে , 6/128 appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: