Wednesday, November 23, 2022

স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম Al-arafah ইসলামী ব্যাংকে

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি।

আজকের টিউটোরিয়াল এ আমি আলোচনা করব আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। এখনকার প্রায় সবগুলো ব্যাংকে স্টুডেন্ট এর জন্য একাউন্ট খোলার সুবিধা রয়েছে। যেখানে আপনারা একাউন্ট খুলে টাকা জমিয়ে রাখতে পারবেন এবং যেকোনো সময় টাকা উঠাতে পারবেন। আপনারা যদি আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে চান তাহলে আপনাদের সুবিধার্থে যেভাবে আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম গুলো আলোচনা করা হলো।
যদি আপনি আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম গুলো জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন। তাহলে আপনি জানতে পারবেন আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম সমূহ।

আল আরাফা ইসলামী ব্যাংকের একাউন্ট কত প্রকার?
সকল ব্যাংকের একাউন্টের ধরন আলাদা। যে যেমন ধরনের একাউন্ট খুলতে চান সে তেমন একাউন্ট খুলতে পারবেন। আল আরাফা ইসলামী ব্যাংকেও অনেক ধরনের একাউন্ট রয়েছে। সেগুলো নিচে দেওয়া হলঃ

  • মুদারাবা সঞ্চয়ী হিসাব
  • মুদারাবা শর্ট নোটিশ হিসাব
  • মুদারাবা সঞ্চয়ী হিসাব(স্টাফ)
  • মুদারাবা স্টুডেন্ট(মাইনর) সেভিংস ডিপোজিট একাউন্ট
  • মুদারাবা মুক্তিযোদ্ধা সঞ্চয়ী হিসাব
  • মুদারাবা সিনিয়র সিটিজেন সেভিংস ডিপোজিট
  • মুদারাবা বৈদেশিক মুদ্রা হিসাব
  • অনাবাসিক বৈদেশিক মুদ্রা হিসাব
  • আল ওয়াদিয়াহ চলতি হিসাব
  • মুদারাবা গৃহিণী সঞ্চয়ী হিসাব ইত্যাদি
  • আপনি আপনার ইচ্ছামত যে ধরনের হিসাব খুলতে চান খুলতে পারেন। আরো কিছু হিসাব রয়েছে যে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

    আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
    আল আরাফা ইসলামী ব্যাংকের অনেক ধরনের হিসাব রয়েছে। আপনি যে ধরনের হিসাব খুলতে চান আপনার ইচ্ছা অনুযায়ী এবং ধরন অনুযায়ী খুলতে পারেন।

    কি কি লাগবে একাউন্ট খুলতে, নিচে আলোচনা করা করা হলোঃ

    18 বছরের কম বয়সী যে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীর নামে হিসাব খোলা যাবে। যে একাউন্ট খুলবে এবং তার অভিভাবককে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
    প্রাথমিকভাবে সর্বনিম্ন 100 টাকা বা তার অধিক অঙ্কের অর্থ জমা রেখে এ হিসাব খোলা যাবে।
    হিসাব পরিচালনার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী উৎস ও কর ছাড়া অন্য কোন সার্ভিস চার্জ বা ফি আদায় করা হবে না।
    এই হিসাব হতে প্রতি সপ্তাহে 2000 টাকা উত্তোলন করা যাবে। তবে অভিভাবকের অনুরোধের প্রেক্ষিতে এ সীমা সর্বোচ্চ 5 হাজার টাকা বর্ধিত করা যেতে পারে। অভিভাবকের চাহিদা মোতাবেক এসএমএস অ্যালার্ট এর ব্যবস্থা থাকবে।
    লেনদেন হওয়া মাত্রই অভিভাবকের মোবাইলে এসএমএস প্রদান করা হবে।
    দৈনিক স্থিতির ভিত্তিতে হিসাবে মুনাফা প্রদান করা হয়।
    হিসাবধারী সাবালক না হওয়া পর্যন্ত কিংবা অভিভাবক কর্তৃক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অভিভাবকের স্বাক্ষরে পরিচালিত হবে। হিসাবধারীর বয়স 18 হওয়ার পর একাউন্ট হিসাবধা ছাত্র-ছাত্রী নিজে পরিচালনা করতে পারবে।
    মাসে একবার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে ব্যাংকের প্রতিনিধি কর্তক গ্রহণ ও হিসাব খোলা হবে।

    আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার ফরমঃ Download


    আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি –

    সারা দেশ জুড়ে অসচ্ছল পরিবারে উচ্চশিক্ষা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

    আল আরাফাহ ইসলামী ব্যাংক বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা হলোঃ

    বিজ্ঞান বিভাগ—–জিপিএ ৫.০০ (বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য)—–জিপিএ ৪.৮০ (সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য)

    অন্যান্য বিভাগ—-জিপিএ ৪.৮০ (বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য)—জিপিএ ৪.৫০ (সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য)

    বৃত্তির পরিমাণ ও সময়কালঃ

  • শিক্ষার স্তর—-স্নাতক
  • সময়কাল—– ৩-৫ বছর
  • মাসিক বৃত্তি—-৩৫০০ টাকা
  • পাঠ্য উপকরণের জন্য—–৮০০০ টাকা
  • বৃত্তির জন্য আবেদনের নিয়ম বলি

    আপনি যদি বৃত্তিপ্রাপ্ত হতে চান তাহলে নিচের নিয়মগুলো অনুসারে আবেদন করবেন বৃত্তির জন্য আবেদনের নিয়মাবলী আলোচনা করা হলোঃ

    যেসকল শিক্ষার্থী সরকারি বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃদ্ধি পাচ্ছে তারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবে না।
    আদিবাসী এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা 70 ভাগ নির্ধারিত থাকবে।
    প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতকরা 5 ভাগ নির্ধারিত থাকবে।
    যে সকল আবেদনকারীর পিতা মাতা বাৎসরিক আয় ২,৪০,০০০ মাসিক আয় ২০,০০০ টাকা তাদের আবেদন পত্র গৃহীত হবে না।
    বর্ণিত যোগ্যতা এবং শর্তাবলী কোন একটি অসম্পূর্ণ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
    সরাসরি/ডাকযোগে/কুরিয়ার যোগে কোন আবেদন পত্র গৃহীত হবে না।

    উপরে আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যারা আল আরাফা ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে চান তারা উপরের নির্দেশনা অনুযায়ী কাজ করলে আপনার একাউন্ট খোলা হয়ে যাবে। এবং আপনি যদি আমাদের আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে সবকিছু বুঝতে পেরেছেন।

    এতক্ষন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

    The post স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম Al-arafah ইসলামী ব্যাংকে appeared first on Trickbd.com.


    Previous Post
    Next Post
    Related Posts

    0 comments: