Sunday, October 9, 2022

ইংরেজি ২য় পত্রের সিভি লেখা নিয়ে আর নয় চিন্তা [শিক্ষার্থীদের জন্যে]

আসসালামু আলাইকুম, কেমন আছেন শিক্ষার্থী বন্ধুরা।

সামনেই সব স্কুল কলেজে বার্ষিক নির্বাচনী পরীক্ষা শুরু হবে,
আর আমাদের উপরের শ্রেণি গুলোতে ইংরেজি ২য় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিভি লেখা।

এই সিভি লেখা তে প্রায় ৮-১০মার্ক্স থাকে, আর যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে তাদের জন্যে প্রায় ১২-১৫মার্ক্স।

তো এই সিভি সহজে শেখার জন্যে আমার বানানো একটি সিভি ফরম্যাট এখানে শেয়ার করবো, যা শিখলে আপনারা সহজেই যেকোনো সিভি লিখতে পারবেন।

সিভি ফরম্যাট টি তে আলাদা করে মার্ক করা আছে, যে জায়গায় আপনাদের পরিবর্তন করে লিখতে হবে।
PDF ফাইল ডাউনলোড করুন
তো সিভি টি দেখে নিই চলুন।


পরীক্ষায় লেখার সময় যে বিষয় গুলো খেয়াল রাখতে হবে,

১) পত্রিকার নাম দিলে তা প্রশ্নের মতই লিখতে হবে।

২)ব্যাক্তির নাম প্রশ্নে দেওয়া থাকলে ওটাই লিখতে হবে।

৩) কোন পদে আবেদন করতে হবে ওটা দেখতে হবে।

৪) কার বরাবর কভার লেটার লিখবো? সাধারণত কোনো কোম্পানি হলে “To Managing Director/Manager”, স্কুল কলেজে শিক্ষকের আবেদন হলে “To Principal”, আর ব্যতিক্রম হলে তা প্রশ্নে উল্লেখ থাকবে।

৫) Academic Qualification লেখার সময় পদবীর সাথে মিল রেখে লিখলে ভালো।

৬) অবশ্যই কভার লেটার এক পেইজ এবং রিজিউমি এক পেইজ লিখতে হবে, এর বেশি না লেখায় ভালো, কারণ প্রশ্নে বলে দেওয়া থাকে এক পেইজের বেশি লেখা যাবেনা।

তো আজ এতটুকুই, উৎসাহ পেলে,ইনশাআল্লাহ সামনে আরো একাডেমিক টপিক নিয়ে হাজির হবো।
আল্লাহ হাফেজ।
Facebook

The post ইংরেজি ২য় পত্রের সিভি লেখা নিয়ে আর নয় চিন্তা [শিক্ষার্থীদের জন্যে] appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: