Saturday, September 3, 2022

ব্লগারের জন্য Terms And Conditions জেনারেটর টুল স্ক্রিপ্ট।

Terms And Conditions Generator Tool For Blogger


ব্লগিং করার সময় আমাদের কিছু গুরুত্বপূর্ন পেজ দরকার হয়।যেগুলো অ্যাডসেন্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এই পেজগুলো ওয়েবসাইটে না রাখলে অ্যাডসেন্স পেতে সমস্যা হতে পারে।যেমন : Disclaimer,Privacy Policy,Terms And Conditions,About Us,Contact Us ইত্যাদি।

আজকে আমি Terms And Conditions Generator টুল এর স্ক্রিপ্ট শেয়ার করবো।যেটি আপনার আপনাদের ব্লগার ব্লগে ইউজ করতে পারবেন।এই টুলটি দিয়ে আপনাদের সাইটের জন্য Terms And Conditions জেনারেট করতে পারবেন এবং এটি টুল হিসেবে আপনার সাইটে পাবলিশ করে দিতে পারেন।

আপনার নিজের সাইটে এই Terms And Conditions Generaotr Tool থাকলে আপনাকে অন্য কোনো সাইট থেকে Terms And Conditions জেনারেট করে সেটা আপনার সাইটে ইউজ করতে হবে না।

এখন অনেক ব্লগার ব্লগেই কিছু টুল দেখতে পাওয়া যায়।যেমন : Word Counter, Terms And Conditions Generator, Disclaimer Generator, Privacy Policy Generator ,Youtube Video Thumbnail Downloader,Html to Xml Parser ইত্যাদি।আমাদেরও ইচ্ছে হয় আমাদের ব্লগার ব্লগে এমন টুল ইউজ করার।কিন্তু স্ক্রিপ্ট এর অভাবে সেটা আর হয়ে উঠে না।আমি ইতোমধ্যে অনেক টুল এর স্ক্রিপ্ট শেয়ার করেছি।আপনারা চাইলে সেখান থেকে আপনাদের দরকারি টুল এর স্ক্রিপ্ট কালেক্ট করে নিয়ে সেটি ইউজ করতে পারেন আপনার ব্লগার ব্লগে।

আমার শেয়ার করা আগের টুলস গুলো :

আপনার প্রয়োজনীয় টুলস ব্লগারে ব্যবহার করতে উপরে দেয়া লিংক থেকে পোস্টগুলো দেখতে পারেন।

এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ব্লগার সাইট সুন্দর একটি Terms And Conditions Generator টুল ইনস্টল করবেন।অন্যান্য টুল ইনস্টল করার মতো করে এটিও ইনস্টল করতে হয়।

নিচে থেকে ডেমো দেখে নিন এই স্ক্রিপ্টটির।যদি ভালো লাগে তবে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন নিচে দেয়া ডাউনলোড লিংক থেকে।

Demo Download

স্ক্রিপ্টটির কিছু স্ক্রীনশট নিচে দিলাম :

এখন আমার ওয়েবসাইট নাম এবং ওয়েবসাইট এর ইউআরএল (লিংক) দিলাম টার্মস এবং কন্ডিশন জেনারেট করার জন্য।

দেখুন Terms And Conditions জেনারেট হয়ে গেছে।আপনি এখন এটি কপি করে আপনার সাইটে ইউজ করতে পারেন।

এখন নিচের স্টেপগুলো ফলো করুন Terms And Conditions Generator Tool স্ক্রিপ্ট আপনার ব্লগার সাইটে ইনস্টল করার জন্য।

Step 1 : প্রথমে যাবেন Blogger এ।তারপর যাবেন Pages এ।

Step 2 :তারপর +(plus) আইকনে ক্লিক করবেন।

Step 3 :এখন এখানে ক্লিক করুন।

Step 4 :তারপর HTML VIEW অন করে দিন।

Step 5 :এখন ইচ্ছে মত একটি টাইটেল দিন।

তারপর আপনার ডাউনলোড করা কোডগুলো পেস্ট করে পেজ/পোস্টটি পাবলিশ করে দিন

আপনার পাবলিশ করা পেজ/পোস্টটি ভিজিট করে দেখুন আপনার ব্র্যান্ড নিউ Terms And Conditions Generator টুল রেডি।


আশা করি সবকিছু ঠিক ভাবে করতে পেরেছেন।তবু যদি কোনো সমস্যা হয় তবে কমেন্ট বক্সে জানাতে পারেন।

পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন।যদি উপকারে আসে তবে আমার লেখা গুলো সার্থক।কানেক্টেড থাকার জন্য জয়েন করুন আমাদের Telegram গ্রুপে।প্রতিনিয়ত বাংলা টেক রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন PieTune

The post ব্লগারের জন্য Terms And Conditions জেনারেটর টুল স্ক্রিপ্ট। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: