Thursday, September 8, 2022

বাটন ফোনে অ্যান্ড্রয়েড এর মজা Symphony PD1 (4G)


price

৳2,999

এক নজরে স্পেসিফিকেশন


এতে সিপিইউ হিসেবে MTK 6731 Quad Core Processor ব্যবহার করা হয়েছে সাথে পাচ্ছেন ৫১২ এমবি ram with KaiOS সিস্টেম । 0.3 মেগাপিক্সেল ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ । 1700 mah ব্যাটারি। । 4g নেটওয়ার্কের সাথে দুর্দান্ত স্পিডে সব চালবে ।

একনজরে ফোনটির ভালো কিছু দিক

এর আগে আমি একটি জিও বাটন ফোন নিয়ে আলোচনা করেছিলাম তারচেয়ে এটার ফিচার মোটামুটি ভালো । যদিও সিম্ফনি একটি দেশি ব্র্যান্ড । ফোনটিতে KaiOS এর নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে সেখান থেকে আপনি অ্যান্ড্রয়েডের মত অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন । আমি দেখেছি এখানে প্রয়োজনীয় প্রায় সকল অ্যাপস পাওয়া যায় । বাটন ফোন হলে একটু বড় ব্যাটারি পেয়ে যাবেন যা দিয়ে অনায়াসে দুই তিন দিনের মতো ব্যাকআপ পাবেন এবং অল টাইম ইউজএ একদিন পাবেনই । facebook whatsapp twitter messenger সব কিছু ব্যবহার করতে পারবেন তবে ফোরজি নেটওয়ার্ক এর স্পিডে ।

ফোনটির কমতি দিকগুলো

ফোনটিতে ব্যবহার করা হয়নি কোন ফ্রন্ট ক্যামেরা । ক্যামেরার কোয়ালিটি খুবই বাজে আর দশটা স্বাভাবিক বাটন ফোনের মত । এর ফ্লাশ লাইট টা ছিল তুলনামূলক দুর্বল । পেছনে রবি এর স্পিকার লাগানো রয়েছে মনে ফোনটির স্পন্সর হচ্ছে রবি এটার একটা লোগো তারা দিয়ে দিয়েছে ।
এর ডিসপ্লে সাইজটা একটু ছোট আরেকটু বড়সরো করাই যেত । এ ছাড়া আর কোন কমতি আমার চোখে পড়ে নি সবকিছু ঠিকঠাক ছিল ।

Full Specifications



Colors

black and blue with robi sticker

Connectivity

Dual Nano Sim
2g,3g and 4g network
wifi hotspot

Body

plastic body

Display

2.4 inch
Resolution: 320*240 pixels (360 p)
Technology: IPS LCD display

Back Camera

0.3 megapixels

Front Camera

no camera

BatteryType and Capacity

Lithium-polymer 1700 mAh (removable)
Fast Charging (NO) Fast Charging

Performance, Ram & Processor

512 mb Ram

MTK 6731 Quad Core Processor

Storage

4Gb
with micro sd slot upto 64 gb

Security

</pin, password,
simple lock etc

Other Features

ব্লুটুথ V2.5
রিভার্স চার্জিং সিস্টেম

ব্যক্তিগত মতামত:

ফোনটি সর্বপ্রথম রিলিজ হয় জানুয়ারি মাসের ২৩ তারিখের ২০২২ সালে । রিলিজ হওয়ার পরেও এটি মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন দোকানে খোঁজ নিলে বেশিরভাগ ফোনটি পাওয়া যাচ্ছে । বাটন ফোন হিসেবে এর ডিসপ্লে সাইজটা ঠিকঠাক ছিল তবে আমরা এর থেকে আর একটু বড় আশা করতে পারতাম । ফোনটিতে আমি হাই রেজুলেশন এর ভিডিও অর্থাৎ 480p ভিডিও প্লে করে দেখেছিলাম একটু আটকে আটকে যাচ্ছে তাছাড়া নরমাল ফোনে যে গানগুলো সেগুলো দেখতে পারবেন কোন সমস্যা হবে না । ফোনটাতে বিল্ট ইন ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব দেয়া আছে। আমি এগুলো নরমাল স্মার্টফোনের মত ব্যবহার করতে পারছিলাম । হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এর ক্ষেত্রে শুধু মেসেজ করতে পারবেন এবং ভয়েস কলে কথা বলতে পারবেন এখানে ভিডিও কলিং ফিচারটা আপনারা উপভোগ করতে পারবেন না ।
আমি ফোনটা তো share it install করার পর android এর সাথে কানেক্ট করতে পারছিলাম মানে android এবং KaiOS এর সাথে অনায়াসে কানেক্ট করতে পারবেন ও সকল ফাইল ট্রান্সফার করতে পারবেন। এগুলো হচ্ছে বলে আমার ভাইবেন না যে আপনি এটাতে ফ্রি ফায়ার বা pubg এই ধরনের গেম গুলো খেলতে পারবেন । তবে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অ্যাপ ব্যবহার হয় সেগুলো সব ইউজ করতে পারবেন ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post বাটন ফোনে অ্যান্ড্রয়েড এর মজা Symphony PD1 (4G) appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: