Thursday, September 8, 2022

বিকাশে ক্যাশ আউট চার্জ মাত্র ১২.৫০ টাকা (শর্ত প্রযোজ্য)

বিকাশে ক্যাশ আউট চার্জ মাত্র ১২.৫০ টাকা (শর্ত প্রযোজ্য)

কি মনে করছেন বিকাশ কি ক্যাশ চার্জ কমাইছে , না ।
কিন্তু আপনার যদি যেকোনো ব্যাংক এর ভিসা ডেবিট কার্ড থাকে তাহলে ১২.৫০ এ ক্যাশ আউট করতে পারবেন।

চলুন বিস্তারিত জেনে নিই,

আপনি বিকাশ ব্যবহার করে বাংলাদেশের যেকোনো ব্যাংকের ইস্যু করা ভিসা ডেবিট কার্ডে ট্র্যান্সফার মানি করতে পারবেন। শুধুমাত্র ভিসা ডেবিট কার্ডেই ট্র্যান্সফার মানি করা যাবে এবং এর জন্য ভিসা কার্ড সেভ করা প্রয়োজন নেই। আর কার্ড থেকে এটিএম বুথ থেকে ফ্রী তেই টাকা তুলতে পারবেন।
Charge:
৫০-২৫,০০১ টাকা পর্যন্ত ১.২৫%
২৫,০০১ টাকা থেকে এর উপরে ১.৪৯%

লিমিটঃ
আপনি বিকাশ বিকাশ ব্যবহার করে ভিসা ডেবিট কার্ডে ট্র্যান্সফার মানি করতে পারবেন সর্বোচ্চ সংখ্যক লেনদেন দিনেঃ ৫০টি, মাসেঃ ১০০টি, প্রতি লেনদেনে সর্বনিম্নঃ ৫০ টাকা এবং সর্বোচ্চ একটি লেনদেনেঃ ৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ দিনেঃ ৫০,০০০ টাকা এবং মাসেঃ ৩০০,০০০ টাকা ।

ট্রান্সফার পদ্ধতিঃ

প্রথমে বিকাশ অ্যাপ এ প্রবেশ করে, ট্রানফার মানিতে ক্লিক করুন ;

এখানে নতুন একটা অপশন পাবেন , কার্ড এ  ক্লিক করুন;

তারপর ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করুন;

এখানে আপনার ভিসা ডেবিট কার্ডের ১৬ সংখ্যার নাম্বারটি বসান ;

এমাউন্ট ও পিন দিয়ে ট্রানফার মানি নিশ্চিত করুন;

ট্রানফার মানি করার সাথে সাথেই আপনার ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে;

 

এখন আপনি আপনার ব্যাংক এর এটিএম বুথ  থেকে টাকা কোনো চার্জ ছাড়াই তুলতে পারবেন ।
আমি এখানে ইসলামি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করেছি।

আরট্টিকেল টি কেমন লাগলো অবশ্যই জানাবেন 🙂

Md Ibrahim Hossain

The post বিকাশে ক্যাশ আউট চার্জ মাত্র ১২.৫০ টাকা (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: