Thursday, September 29, 2022

বাড়িতে নিজেই নিজের 3 pin পাওয়ার সকেট সংযোগ করুন খুব সহজভাবে

হ্যালো ফ্রেন্ডস

Trickbd তে আপনাকে স্বাগতম । সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে অনেকদিন পর খুব কমন একটি বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যেটি আমি-আপনারা সবাই বাসা বাড়িতে পাওয়ার সংযোগ হিসাবে ব্যবহার করে থাকি।

এটিকে পাওয়ার সকেট বা পাওয়ার সুইচ বলে থাকি অনেকেই , যেটা সবার পরিচিত । এই পাওয়ার সকেট কিভাবে সংযোগ স্থাপন করতে পারবেন সেটা সহজভাবে তুলে ধরবো আপনাদের মাঝে ।

এর জন্য আপনাকে অবশ্যই ইলেকট্রিক সম্পর্কে সাধারণ বিষয়গুলো জেনে রাখা জুরুলি। সে জন্য এই পোষ্টটি পড়ে নিন ।

কিভাবে শুরু করতে পারবেন ইলেকট্রনিক্স

প্রথমে আপনাকে কিছু টুলস এর প্রয়োজন হবে

  • টেস্টটার
  • স্কু ড্রাইভার
  • টেপ
  • কাটিং প্লাস
  • এখন নিচে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন।

    উপরের ছবিটি হল থ্রি পিন পাওয়ার সকেট এটি বিভিন্ন রকম ও হতে পারে।

  • L = লাইন পয়েন্ট (লাল তার)
  • N = নিউট্রাল পয়েন্ট (কালো তার)
  • L1 = লাইন (সুইচ পয়েন্ট)
  • Com = কমন (সুইচ পয়েন্ট)
  • G = গ্রাউন্ড পয়েন্ট বা আর্থিং (সবুজ তার)
  • Com (কমন) ও L (লাইন) দুটিকে শর্ট করার জন্য একটি ছোট তারের নিবেন আর দুটিকে শর্ট করে দিবেন ।

    এবার মেইন লাইন দুটিকে সংযোগ করতে হবে যেটি সরাসরি মেইন সুইচ থেকে আসবে । এটি সংযোগ করার জন্য অবশ্যই মেইন সুইচ অফ করে দিতে হবে । কারেন্ট কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না সেজন্য অবশ্যই সেটি খেয়াল রাখবেন।

    এবার মেইন সুইচ থেকে যে দুইটি তার আসবে একটি নেগেটিভ তার (কালো তার) আরেকটি পজেটিভ তার (লাল তার) ওই দুইটি ভালোভাবে সংযোগ করতে হবে ।

    নিচের ছবিটি লক্ষ্য করুন

    লাল তার L1(সুইচ পয়েন্ট) এর সাথে সংযোগ করতে হবে এবং কালো তার N (নিউট্রাল পয়েন্ট) এ সংযোগ করতে হবে।

    সবুজ তারটি হলো আর্থিং পয়েন্টে সংযোগ করতে হবে । এই সংযোগটি মিটারের সাথে যে আর্থিং পুতানো হয় ওর সাথে সংযোগ করা থাকে কিন্তু সবাই এটি ব্যবহার করে না । এটি ব্যবহার না করলেও চলবে । আর্থিং এর প্রয়োজনীয়তা নিয়ে অন্য আরেকটি পোষ্টে তুলে ধরব আপনারা যদি বলেন।

    সবকিছু ভালোভাবে সংযোগ করার পর আবার ভালোভাবে সবকিছু চেক করে দেখবেন যাতে সবকিছু ঠিঠাকমতো থাকে।

    আজকে এখানেই শেষ করলাম যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভুল ধরিয়ে দিবেন।

    আমি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক বিষয়গুলো নিয়ে ট্রিকবিডিতে শেয়ার করব । আপনাদের ইলেকট্রনিক্স বিষয়ের কোন টপিক নিয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেটা নিয়ে পোস্ট করার চেষ্টা করব।

    ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

    The post বাড়িতে নিজেই নিজের 3 pin পাওয়ার সকেট সংযোগ করুন খুব সহজভাবে appeared first on Trickbd.com.


    Previous Post
    Next Post
    Related Posts

    0 comments: