Saturday, August 27, 2022

মেসেঞ্জারের নতুন আপডেট [ Bump ] এর সুবিধা ও কাজ কি জেনে নিন।

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।ট্রিকবিডির সাথে সবাই নিয়মিত থাকবেন, যাতে সকল প্রকার আপডেট মিস না হয়।

বর্তমানে একটি ফেসবুক একাউন্ট নেই, এমন লোক খুজে পাওয়া খুব কঠিন।
কারন কম-বেশি লোকজন ফেসবুক ব্যাবহার করে থাকে।

ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ব্যাবহার তো করেন সবাই।
ম্যাসেঞ্জারে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসে, এবং বিভিন্ন ফিচার যুক্ত হয়।

আজকে আপনাদের মাঝে শেয়ার করব,মেসেঞ্জারের আপডেট এর পর যে একটি চমৎকার ফিচার যুক্ত হয়েছে এই ফিচার নিয়ে।

ম্যাসেঞ্জারের আপডেট এর পর যে নতুন চমৎকার ফিচার যুক্ত হয়েছে সে ফিচার টি হলো

Bump

trickbd – 2022-08-28 02:36:06

Bump কি?

Bump হলো, আপনি যাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন অনেক আগে সে মেসেজ পুনরায় আবার পাঠানো।

আরো সহজে আপনাদের বুঝাব, এজন্য নিচের চিত্রগুলো লক্ষ্য করুন,

ধরুন এক ব্যাক্তিকে আমি কিছুক্ষান/কিছুদিন আগে একটি মেসেজ দিয়েছি,সেটি সিলেক্ট করলাম,ট্যাপ দিয়ে ধরে রেখে

trickbd – 2022-08-28 02:34:59

তার পর

trickbd – 2022-08-28 02:35:17

তার পর Bump এ ক্লিক দিলাম

trickbd – 2022-08-28 02:35:31

দেখুন, সাথে সাথে মেসেজ টি পুনরায় চলে গেছে।

trickbd – 2022-08-28 02:35:42

মূলত Bump এর কাজ এটাই, এই মেসেজ কিন্তু আমি কপি করেও দিতে পারতাম।

কিন্তু এটা Bump করে দিলে, যাকে দিবেন সেও বুঝতে পারবে যে আপনি আগে পাঠানো মেসেজ bump করে দিয়েছেন।

আসলে অনেকে এই নতুন আপডেট ফিচার Bump সম্পর্কে জানে না,তাদের জন্য আজকে এটা নিয়ে জানালাম।

আশা করি জানা জানে না,তারা জেনে উপকৃত হয়েছেন।

আজকে এই পযন্ত, পরবর্তী আপডেট এর জন্য অপেক্ষা করুন।

এবং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

  • অনলাইনে হাতের মোবাইল দিয়ে দৈনিক ২০০-৩০০ টাকা ইনকাম করতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন-
  • Whatsapp Grup
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি

ধন্যবাদ। 

The post মেসেঞ্জারের নতুন আপডেট [ Bump ] এর সুবিধা ও কাজ কি জেনে নিন। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: