Tuesday, June 21, 2022

কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত ও তা পাঠের উপকারিতা

কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত পাঠের উপকারিতা নিয়ে লেখা হয়েছে এই আটিকেলটি । সবাইকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।

কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত হলো সূরা বাকারার ২৫৫ নং আয়াত । আয়তটি ‘আয়াতুল কুরসি’ হিসেবে পরিচিত । আয়াতুল কুরসিকে হাদিসের অনেক জায়গাতে কুরআনুল কারিমের শ্রেষ্ঠ আয়াত হিসেবে উল্লেখ করা হয়েছে । আয়াতুল কুরসিটি নিচে ছবির মাধ্যমে উপস্থাপন করা হলো :-

কয়েকটি হাদিসের মাধ্যমে আয়তুল কুরসি পাঠের গুরুত্ব উল্লেখ করা হলো :-

ক্রমিক ১: আবূ উমামা রাদিয়াল্লাহু
আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, আল্লাহর
রাসূল (সঃ) বলেছেন: “যে
ব্যক্তি প্রতি ফরয
নামায শেষে আয়াতুল
কুরসী পড়ে, তার
জান্নাতে প্রবেশ করতে
মৃত্যু ছাড়া কোন কিছু
বাধা হবে না। (সহীহ
বুখারি ও আলজামে
:৬৪৬৪)

ক্রমিক নং ২: হযরত আলী (রা.) বলেন,
আমি রাসূলুল্লাহকে (সা.)
বলতে শুনেছি, যে
ব্যক্তি প্রত্যেক
ফরজ সালাতের পর
আয়াতুল কুরসি
নিয়মিত পড়ে, তার
জান্নাত প্রবেশে কেবল
মৃত্যুই অন্তরায় হয়ে
আছে। যে ব্যক্তি এ
আয়াতটি বিছানায়
শয়নের সময় পড়বে
আল্লাহ তার ঘরে,
প্রতিবেশীর ঘরে এবং
আশ পাশের সব ঘরে
শান্তি বজায় রাখবেন।
(সুনানে বাইহাকী )


ক্রমিক ৩: রাসুল (স) বলেছেন, “যে ব্যক্তি উক্ত
আয়াত রাতে পাঠ করবে
আল্লাহর পক্ষ থেকে
তার সাথে একজন
রক্ষণা বেক্ষণকারী
ফেরেশতা নিযুক্ত
থাকবেন এবং সকাল
র্পযন্ত শয়তান তার
কাছে আসতে পারেনা
কারণ, শয়তান ওয়াদা
করেছে যে, যে ব্যাক্তি
আয়াতুল কুরছি পড়বে
আমি তার কাছে যাব না।
শুক্রবার আছরের
নামাযের পর নির্জন
স্থানে বসে এই আয়াত ৭
বার পাঠ করলে ঔ সময়
পাঠ কারীর দোয়া
কবুল হয় ।”

ক্রমিক ৪(শ্রেষ্ঠ আয়াতের হাদিস) : হযরত আবু হুরাইরা
থেকে বর্ণিত, রাসুল
(সা.) বলেছেন: “সুরা
বাকারায় একটি শ্রেষ্ঠ
আয়াত রয়েছে, যে ঘরে
আয়াতুল কুরসী পাঠ করা
হবে সেখান থেকে
শয়তান পালাতে থাকে।
(মুসতাদরাকে হাকিম:২১০৩)

অন্যান্য বৈশিষ্ট্যসমূহ :

১। আয়াতুল কুরসি পড়ে
বাড়ি থেকে বের হলে
৭০হাজার ফেরেশতা
চর্তুদিক থেকে তাকে
রক্ষা করে।

২। এটি পড়ে বাড়ি ঢুকলে
বাড়িতে দারিদ্রতা
প্রবেশ করতে পারেনা।

৩।এটি পড়ে ঘুমালে সারা
রাত একজন ফেরেস্তা
তাকে পাহারা দেন।

৪। প্রতিটি ফরজ
নামাযের পর পড়লে তার
আর জান্নাতের মধ্য
একটি জিনিসেরই
দূরত্ব থাকে তা হলো
মৃত্য ।

৫। ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে ।

তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । আমার আজকের আটিকেলটি পড়ার জন্য ধন্যবাদ । আপনার মতামত আশা করছি ।

The post কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত ও তা পাঠের উপকারিতা appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: