Wednesday, June 8, 2022

গুগলের অ্যাপে অনেক গুলো পরিবর্তন পরিবর্তন নিয়ে আসা হয়েছে

বর্তমান সময় গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল।

সম্প্রতি গুগল আই/ও গুগলের বিভিন্ন ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। গুগলের সব গুলো অ্যাপেই কমবেশি পরিবর্তন আসতে চলেছে গুগল। গুগল বড় স্ক্রিনের জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছে বলে মনে করা হচ্ছে আসলে এবার তাদের লক্ষ্য ট্যাবলেটের জন্য অ্যাপ আনা।

যারা এখন অ্যান্ড্রয়েড ভার্সনের ট্যাব বা ট্যাবলেট ব্যবহার করছেন, তারা অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের ট্যাব বা ট্যাবলেট বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন, আর এই পরিবর্তন গুলো মুলত ভিস্যুয়াল। আর এই ভিস্যুয়াল পরিবর্তন দেখা যাবে গুগলের বিভিন্ন ধরনের অ্যাপেই। যেখানে ডিজাইন ল্যাঙ্গোয়েজ এবং পার্সোনালাইজড ইন্টারফেসের উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে।

বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যে, গুগলের বিভিন্ন ধরনের অ্যাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হতে পারে। আসন্ন আপডেটেই হতে পারেই হতে পারে সেই পরিবর্তন। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ গুগল ক্রোম, গুগল ম্যাপ, জি-মেইল, গুগল ডুও, ক্যালকুলেটর, ইউটিউব মিউজিক, ফাইলস অ্যাপ, ফামিলি লিঙ্ক অ্যাপ ইত্যাদি।

গুগল তাদের অ্যাপগুলোতে কি কি পরিবর্তন আনতে চলছে দেখে নেওয়া যাক

গুগল এর সবচেয়ে জনপ্রিয় এবং যে অ্যাপগুলো গুগল পরিবর্তন আনতে চলেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ গুগল ক্রোম, গুগল ম্যাপ, জি-মেইল, গুগল ডুও, ক্যালকুলেটর, ইউটিউব মিউজিক, ফাইলস অ্যাপ, ফামিলি লিঙ্ক অ্যাপ ইত্যাদি।

গুগল ক্রোম

গুগল ক্রোমঃ গুগল ক্রোম হলো একটি জনপ্রিয় ব্রাউজার অ্যাপ। ব্রাউজিং করার জন্য অন্যান্য অ্যাপের মধ্যে হতে গুগল ক্রোম হলো একটি সেরা অ্যাপ যা ট্যাবলেটে ভালো কাজ করে। গুগল ক্রোমকে আরও ভালো এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য আনা হতে পারে মাল্টিটাস্কিং ফিচার। এছাড়া কেউ যদি মাল্টিপল ট্যাব ওপেন করে সেই সময় বেটার লুক পাওয়া যাবে আপডেট এর পরে।

জি-মেইল

জি-মেইলঃ জি-মেইলে দারুন একটি ফিচারস যুক্ত হতে যাচ্ছে। জি-মেইল ইউজাররা জিমেলের উপরে পাবে একটি ড্রয়ার বাটন। যার মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দমতো ফোল্ডার তৈরি করতে পারবে সেই সাথে নিজেদের ফোল্ডার এবং লেবেল অ্যাকসেস করতে পারবে খুব সহজে।

গুগল ম্যাপ

গুগল ম্যাপঃ গুগল ম্যাপ অ্যাপে অসাধারণ একটি আপডেট আসবে। ট্যাবলেটের ক্ষেত্রে গুগল ম্যাপের স্প্লিট ভিউ পাওয়া যাবে পুরাই মাখন। কিন্তু এখন গুগলের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে শিফটিং বটম বার যার মাধ্যমে পাওয়া যাবে বেটার ভিউ। গুগল ম্যাপ এর এক্সপেরিয়েন্স আরো ভালো পাবেন।

ফাইলস অ্যাপ

ফাইলস অ্যাপঃ এই অ্যাপে ভারটিকাল ইন্টারফেস আসতে পারে। এর ফলে এটি আরও উন্নত হবে।

ক্যালকুলেটর

ক্যালকুলেটরঃ এটিতে আসবে নতুন এবং খুবই সুন্দর একটি লেআউট। যার মাধ্যমে দুই কলামের ভিউ পাবেন ইউজার রা, বেশি বাটন এবং অপারেশন টুলের সুবিধা পাওয়া যাবে।

ফামিলি লিঙ্ক অ্যাপ

ফামিলি লিঙ্ক অ্যাপঃ এর নেভিগেশন ড্রয়ার রিভ্যাম্প করা হবে। এর ফলে নতুন একটি লুক এবং নতুন ফিচার পাওয়া যাবে।

গুগল ডুও

গুগল ডুওঃ নতুন আপডেট এর পরে ইউজাররা আরও বড় ডিসপ্লের সুবিধা পাবে। এই ভিডিও কলিং অ্যাপ আরও সেন্ট্রালাইজড কন্ট্রোল হবে।

ইউটিউব মিউজিক

ইউটিউব মিউজিকঃ সবার জনপ্রিয় অ্যাপ ইউটিউব মিউজিক এ ও নিয়ে আসা হবে নানা পরিবর্তন। এই অ্যাপে পাওয়া যাবে ডাবল কলাম ভিউ। এছাড়াও নেভিগেশন রেলের মাধ্যমে স্ক্রিনে আরও বেশি ফিচারের সুবিধা পাওয়া যাবে।

Note: এই আরটিকেল সর্বপ্রথম TempNmail.CoM ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ আমার ছোট্ট ওয়েবসাইটে TempNmail.CoM একটু ভিজিট করে আমাদের ওয়েবসাইটের আরটিকেল গুলো পড়ুন।

আমাদের শেষ কথা

গুগলের অ্যাপে অনেক গুলো পরিবর্তন পরিবর্তন নিয়ে আসা হয়েছে, আমরা তার মধ্যে কয়েকটি অ্যাপ নিয়ে আলোচনা করেছি। সেই সাথে কি কি পরিবর্তন হতে পারে তা সামান্য আকারে তুলে ধরা হয়েছে। আসা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবস্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

The post গুগলের অ্যাপে অনেক গুলো পরিবর্তন পরিবর্তন নিয়ে আসা হয়েছে appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: