আসসালামুয়ালাইকুম ট্রিকবিডি বাসী।
আজকে ফোনের বয়স দেখার সহজ একটা উপায় শেয়ার করবো। সেকেন্ড হ্যান্ড ফোন কিনার ক্ষেত্রে এই টিপসটা কাজে লাগবে।
কিছু ওয়েব সাইট এর জন্য নির্দিষ্ট পরিমাণ একটা এমাউন্ট চার্জ করে থাকে। কিন্তু আমি আপনাদের মাঝে ফ্রি একটা সিস্টেম শেয়ার করবো।
- এর জন্য ফোনের আইএমইআই (IMEI) নাম্বার লাগবে। *#06# ডায়াল প্যাডে চাপলেই IMEI নাম্বার ওপেন হবে. এরপর সেটা কপি করে নিবেন।
- এরপর এই ওয়েব সাইটে যাবেন IMEI CHECK (এখানে যে কোন ব্র্যান্ডের ফোনের ওয়ারেন্টি চেক করা যায়, IMEI নাম্বার দিয়ে) —সাইডবারে সবগুলো পেয়ে যাবেন।
- আপনার IMEI নাম্বারটা বসিয়ে, চেক।
- ক্যাপচা-টা কমপ্লিট করুন
এখন দেখুন.. ওয়ারেন্টি ডেট দেখাচ্ছে। মানে এই ফোনটার বয়স -এক বৎসরেরও বেশি।
এইভাবে আমার তিনটা ফোন চেক করেছি।
Tecno-র ওয়ারেন্টি এখনো শেষ হয়নি। মানে এক বৎসর এখনও হয়নি।
- উক্ত ওয়েবসাইট থেকে Samsung এর ওয়ারেন্টি চেক করতে সমস্যা হলে, এই সাইট থেকে চেক করতে পারেন
Samsung – IMEI
দেখুন, এই ফোনটার ওয়ারেন্টি আরো ৫-৬ বছর আগেই শেষ হয়ে গেছে।
এভাবে আমার ব্যবহৃত সবগুলো ফোনই চেক করেছি.. আপনার কাছে থাকা ফোনটাও চেক করতে পারেন।
———————————————————
সবশেষে, টিপস-টা কেমন লাগছে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ
The post হাতে থাকা ফোনটির বয়স জানতে চান? appeared first on Trickbd.com.
0 comments: