Wednesday, April 20, 2022

Android এর Top 5 High Graphics Story Mode Games (Part-2)

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

২য় পর্বে আপনাদের স্বাগতম। এই পোস্টে আমি আপনাদের সাথে আরো ৫ টি স্টোরি টাইপ গেমস এর কথা নিয়ে আলোচোনা করবো যেগুলো Android এর best story games গুলোর ভেতরে অনেক বড় জায়গা দখল করে আছে।

অনেকেই হয়তোবা এই গেমগুলো সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি। শেষ পর্যন্ত পড়তে থাকুন।

প্রত্যেকটি গেমই এক একটা Masterpiece। আপনি যদি Story Mode Game Lover হয়ে থাকেন তবে এই গেমগুলো অবশ্যই খেলে দেখবেন।

আপনাকে Emotionally Attach করে দিবে প্রত্যেকটি গেমই। গেমগুলো এতটাই ভালো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করা যাক।

5) Game Name : Candleman

Game Developer : Candleman Games

Game Size : 716 MB

Game Type : Offline

Required OS : 5.0+

Game Released Date : March 27, 2018

Game Link : Revdl

আপনি যদি নিজে একজন জীবন্ত মোমবাতি হতেন তাহলে কেমন হতো? এটি একটি মোমবাতি নিয়েই গেম যেখানে মোমবাতিটি জীবন্ত এবং তার আলো শেষ হয়ে যাবে যদি আপনি গেমে না এগিয়ে যান।

এটি একটি Adventure Type Game। এখানে আপনি মোমবাতিটিকে Survive করাবেন এবং এভাবেই আপনাকে খেলে যেতে হবে।

এখানে যেসব লোকেশন দেওয়া আছে তা এক কথায় অসাধারন। Realistic Graphics এর সাথে এখানে পাবেন অনেক সুন্দর Soundtrack + Sound Effects। Smooth Gameplay এর জন্যে আপনার একটি ভালো ডিভাইস থাকা আবশ্যক।

এখানে Decent Story এর সাথে আরো এক্সট্রা অনেক কিছুই পাবেন। গেমটি খেলার সময় আপনি যদি ভালো Quality এর Earphone ব্যবহার করেন তবে আরো অসাধারন স্বাদ পাবেন।

কেননা এখানে HD Graphics, HD Sound সহ অনেক কিছুই আছে যা আপনাকে গেমটি খেলার সময় অন্যরকম Feel দিবে।

যদিও গেমটি প্লে-স্টোরে ২০১৮ সালে মানে আজ থেকে ৪ বছর আগে রিলিজ করা হয় তবুও প্লে-স্টোরে এর ১০০০ এর বেশি ডাউনলোড নেই। কেন এই কারন আমার জানা নেই।

হতে পারে প্লে-স্টোরে এর দাম ৪২০ টাকা হওয়ায় বেশিরভাগ মানুষই গেমটি খেলতে তেমন কোনো ইচ্ছাবোধ করে না। এটাই স্বাভাবিক।
বেশি জনপ্রিয় না হলে প্লে-স্টোরে পেইড গেম বেশি ডাউনলোড হয় না।

গেমটি অনেক ভালো। আমি নিজে খেলে দেখেছি। আপনিও খেলে দেখতে পারেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

4) Game Name : (1) Life Strange + (2) Life is strange : Before the Storm

Game Developer : SQUARE ENIX LTD

Game Size : 1 GB+ (ভেতর থেকে episode download করে খেলতে হবে। এর জন্য mod apk download করলেই হবে।)

Game Type : Offline

Required OS : Life is strange 5.0+ আর Life is strange : before the storm 4.3+

Game Released Date : July/September 2018

Game Link : Revdl (mod apk + data all episodes unlocked)

এই গেমটি অনেক জনপ্রিয় Android & IOS Platform এর ভিতরে। এটি একটি Adventure & Story Type Game। এখানে আপনাকে Main character একটি মেয়েকে নিয়ে খেলতে হবে। Telltale Games গুলো যারা খেলেছেন তাদের জন্যে এই গেমটি খেলা অনেক সহজ হয়ে যাবে।

এই গেমটি খেলতে আপনাকে যেমন ডিভাইস এর প্রয়োজন হবেঃ

**Only support devices running Android 6.0 and support OpenGL 3.1. Requires ARM 64 and a minimum of 2 GB of RAM**

আপনার Choice এর উপর নির্ভর করে Storyline আগাবে। তাই আপনি আপনার Choice গুলো, সিদ্ধান্ত গুলো একটু চিন্তা ভাবনা করে নিবেন।

এই গেমের স্টোরি আপনার মাথা ঘুরিয়ে দিবে 😁। Present, Past, Future, Rewind Time বিষয়গুলো নিয়ে 5 Episode ভিত্তিক গেমটি তৈরি করা হয়েছে। আপনি প্রচুর মজা পাবেন গেমটি খেলে।

গেমটির অনেক ভালো ভালো রেটিং পেয়েছে। যেমনঃ

“Most Innovative” – Best of Google Play (2018)

Life is Strange, People’s Choice Award winner at the International Mobile Game Awards 2018

5/5 “A must-have.” – The Examiner

5/5 “Something truly special.” – International Business Times

“One of the best games I’ve played in years.” – Forbes

10/10 “An impressive coming of age story.” – Darkzero

8/10 “Rare and precious.” – Edge
8.5/10 “OUTSTANDING.” – GameInformer

90% “Dontnod have clearly put a lot of effort into the little details and it’s worth your time paying attention to their work.” – Siliconera

8.5/10 “The climax of Episode Two is one of the most compelling — and devastating — things I’ve ever experienced in a game, because it’s so real, so understandable. Dontnod nails it.” – Polygon

4.5/5 “life is strange has me hooked” – HardcoreGamer

8/10 “.…has the potential to outdo both Telltale Games and Quantic Dream.” – Metro

দেখেই বুঝতে পারছেন গেমটি কেমন জনপ্রিয়। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১৫ লক্ষাধিকবারেরও বেশিবার। গেমটির প্লে-স্টোরে রেটিং আছে 4.2 ★ এবং 4 ★ ১ লক্ষ ৮ হাজার+ রিভিউ এর মধ্যে।

আমি দুটি গেম নিয়েই হিসাব ধরেছি। দুটি গেমই অসাধারন।

কোনটি আগে খেলবেন?

এ নিয়ে অনেক মতবিরোধ আছে ইন্টারনেটের দুনিয়ায়।
প্রথমে Life is strange টি খেলবেন তারপর Life is strange : Before the storm টি খেলবেন। তাহলে বুঝতে সহজ হবে সবকিছু। বেশিরভাগ মানুষই বলেছে এই Order এ খেলতে। তাই আমিও এভাবেই Suggest করব খেলতে। বাকীটা আপনার নিজের উপর নির্ভর করে।

গেমের গ্রাফিক্স + কন্ট্রোল + সাউন্ডট্র‍্যাক + সাউন্ড এফেক্টস সবকিছুই এক কথা অসাধারন। আমার দেখা One of the best story type game। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Sky : Children of light

Game Developer : thatgamecompany inc

Game Size : 1 GB

Game Type : Offline

Required OS : 8.0+

Game Released Date : April 6, 2020

Game Link : Playstore

অনেকেই হয়তোবা এই গেমটি সম্পর্কে জানেন। Android এ যদি High Graphics Games এর নাম আসে তবে বর্তমান এই সময়ে Sky : Children Of The Light এই গেমটির কথা আসবে না তা কি করে হয়? আপনার ডিভাইসটির প্রসেসর যদি ভালো হয়ে থাকে তবে এই গেমটি আপনার জন্যে রিকমেন্ড করবো আমি।

এটি একটি Story Mode গেম। আপনাকে Unlimited Money খরচ করতে হবে না এই গেমটি খেলতে হলে। শুধু ভালো একটি ডিভাইস লাগবে। তাহলেই আপনি এই গেমটির মজা উপভোগ করতে পারবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৩২ হাজারেরও বেশি এবং তাদের রেটিং হচ্ছে 4.7 ★। এত লোকে রেটিং দিয়েও কিভাবে 4.7 ★ রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে এই গেমটি সে কথাই কি ভাবছেন?

আপনি যখন নিজেই গেমটি খেলবেন তখন বুঝতে পারবেন গেমটিকে এত বেশি রেটিং দেওয়ার কারন। প্রথমত গেমটিতে আছে মনোমুগ্ধকর গ্রাফিক্স, গেমটির কন্ট্রোলও খুবই ভালো। গেমটির Sound Effects & Music এক কথায় অসাধারন। এমন গেম খুব কমই Develop করা হয়েছে Android এর জন্যে।

গেমটি আপনি শেষ করে Masterpiece না বলে থাকতে পারবেন না। কারন গেমটি এতটাই সুন্দর। অবশ্যই ডাউনলোড করে খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

2) Game Name : Modern Combat Series (Modern Combat 1-6)

আমি বলবো modern combat 3-6 পর্যন্ত খেলে দেখতে। কারন 1-2 গুলো অনেক পুরোনো গেম। তাই এতটাও Optimized না। খেলে খুব একটা মজা পাবেন না।

Game Developer : Gameloft

Game Size : 1 GB/2 GB এরকম হবে প্রত্যেকটি গেমই।

Game Type : Online/Offline (Multiplayer Mode ও পাবেন)

Required OS : Modern Combat 3-4 যেকোনো Android Device এই ভালোভাবেই Smoothly খেলতে পারবেন। 5-6 মোটামোটি ভালো ডিভাইস হলেই খেলতে পারবেন অতি সহজেই।

Game Released Date : 2011/2012/2014/2017

Game Link : Playstore/Rexdl/Revdl (Mod খেলতে চাইলে)

আপনি কি Action FPS Shooting Games পছন্দ করেন আর ভালো Storyline এ খেলতে চান? Multiplayer খেলতে খেলতে বিরক্ত? ভালো Graphics এ সুন্দর Storyline এ খেলতে চান?

তবে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই এই Series এ পেয়ে যাবেন। Gameloft এর Masterpiece বলা যায় এই Series টাকে।

প্লে-স্টোরে এই গেমগুলোকে ডাউনলোড করা হয়েছে একাধারে ৫ লক্ষ/১০ লক্ষ/ ১ কোটি/ ১০ কোটিবারেরও বেশিবার! আর এদের রিভিউ আছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি। বর্তমান সময়েও এই গেমগুলো অনেক ভালো ভালো গেমকে টক্কর দেবার ক্ষমতা রাখে।

কেননা গেমগুলো এতটাই Optimized, হোক সেটা Graphics কিংবা Soundtrack কিংবা Control এর দিক থেকে। বিশেষ করে Modern combat 4 এ যে Graphics দেওয়া আছে তা আপনি বর্তমানে বেশিরভাগ গেমেও পাবেন না। পেলেও আপনাকে ভালো একটি ডিভাইস কিনতে হবে খেলার জন্যে।

এই গেমগুলো 512 Mb Ram ওয়ালা Symphony মোবাইলে প্রাচীনকালে খেলেছি 😁😁। এখনো ভালো লাগে। আর Storyline নিয়ে কি বলবো? আপনি নিজে খেলে দেখলেই বুঝতে পারবেন।

Modern combat 3-4 এ মারাত্তক লেভেল এর স্টোরি রয়েছে। বিশেষ করে Modern combat 4 এ যেখানে আপনি Hero+Villain দুই দলের হয়েই খেলতে পারবেন Story mode এ। তাছাড়াও Multiplayer Mode তো আছেই।

এমন গেম বর্তমানে হারিকেন নিয়ে খুজেও পাওয়া যায় না 😁😅। Recommend করবো সবাইকেই একবার হলেও গেমটি খেলে দেখতে।

নিচে গেমগুলোর কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : The Wolf Among Us

Game Developer : Telltale

Game Size : 801 MB (ভিতর থেকে Episode গুলো আনলক করতে হবে। Episode 1 ফ্রি তেই পাবেন। Mod version download করলে সব এপিসোড আনলক পাবেন।)

Game Type : Offline

Required OS : 2.3.3+g

Game Released Date : October 28, 2014

Game Link : Playstore/Revdl/Pdalife

SYSTEM REQUIREMENTS :

Minimum specs:

GPU: Adreno 300 series, Mali-T600 series, PowerVR SGX544, or Tegra 4
CPU: Dual core 1.2GHz
Memory: 1GB

Telltale এর গেম মানেই Masterpiece। যারা Storymode Games পছন্দ করেন তাদের জন্যে এই গেমটি আমি অবশ্যই Recommend করবো। কিছু Violence আছে গেমটিতে। তাই আপনি নিজ দায়িত্বে খেলবেন (যদি আপনি কোনো দূর্বল হৃদয়ের মানুষ হোন)

গেমটির স্টোরি আপনার কাছে ভালো লাগবেই। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষবারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার+ বার। গেমটির রেটিং দাড়িয়েছে 4.3 ★

গেমটির শুরু থেকে শেষ পর্যন্ত এর Graphics + Sound + Controls Quality সব দিক দিয়েই ১০ এ ১০ দেওয়ার মতো।

আমি অবশ্যই Recommend করবো গেমটি খেলার জন্যে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভেতরে আপনি সবগুলোই এক এক করে খেলুন। Android এও যে ভালো ভালো গেমস আছে তা আপনি এই গেমগুলো না খেললে বুঝতে বা জানতে কোনোটাই করতে পারবেন না।

প্রতিটা গেমই এক একটা Masterpiece। ডেভেলপাররা এই গেমগুলোকে এত সুন্দরভাবে বানিয়েছে যে এর প্রশংসা না করে থাকা যায় না।

এমন আরো গেমস নিয়ে আবারো হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষনের জন্য আল্লাহ হাফেয।

সুস্থ থাকুন, ভালো থাকুন।
আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post Android এর Top 5 High Graphics Story Mode Games (Part-2) appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: