Tuesday, April 26, 2022

Android এর 5 টি Best Super Hero Games!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে on demanding & popular category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 best super hero games for android এর ১ম পর্ব। ২য় পর্বটিও শিঘ্রই আপলোড করবো ইনশাল্লাহ।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

 

5) Game Name : Thor : The Dark World

Game Developer : Gameloft

Game Size : 800 MB+

Required OS : 2.3+

Game Released Date : October 22, 2015

Game Version : 1.2.2a

Game Link : Pdalife

https://ift.tt/UJ1yxCW

Marvel এর Thor Character টিকে কে না ভালোবাসে? আপনিও যদি একজন Thor Fan হয়ে থাকেন তবে এই গেমটি আপনারই জন্যে।

এখানে Thor এর বিভিন্ন Hammer সহ বিভিন্ন Skills, Upgrades, Powers, Teleportation, Magic, Healing, Warriors ইত্যাদি পেয়ে যাবেন।

গেমটি একটি RPG Action Game। এখানে আপনি একটি Decent Storyline পেয়ে যাবেন। আর হ্যাঁ, যারা Loki এর Fan আছেন তাদের জন্যেও এই গেমটি।

কারন এখানে আপনি Loki এর Character + powers সবই পেয়ে যাবেন। এই গেমটি আপনি প্লে-স্টোরে পাবেন না। গেমটি যেহেতু অনেক পুরোনো (২০১৫ সালে রিলিজ হওয়া) তাই এই গেমটি প্লে-স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে।

Gameloft এর বেশিরভাগ পুরোনো ভালো ভালো গেমই প্লেস্টোরে আপনি পাবেন না। তারা রিমুভ করে দিয়েছে। এই গেমগুলোর আর কোনো আপডেট আসবে না জীবনেও।

লেটেস্ট ভার্সনটিরই লিংক আমি দিয়েছি। তাই গ্রাফিক্স কন্ট্রোল এগুলো নিয়ে অভিযোগ করেও লাভ নেই। আর তাছাড়া গেমটিতে যে খারাপ গ্রাফিক্স আছে এমনটা কিন্তু না।

২০১৫ সালের গেম অনুযায়ী বেশ ভালো গ্রাফিক্সই আপনি পেয়ে যাচ্ছেন। আর কন্ট্রোলও মোটামোটি ভালোই। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনাকে তেমন কোনো High End Device ব্যবহার করতে হবে না গেমটি খেলতে।

যেকোনো ডিভাইসেই অনায়াসেই ভালোভাবেই গেমটি Smoothly কোনো Lag বা Hang করা ছাড়াই খেলতে পারবেন।

গেমটিতে প্রচুর পরিমানে Powers এর ব্যবহার রয়েছে। তাই আশা করছি যারা এ ধরনের গেমস পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে গেমটি।

গেমটির কিছু ফিচারস নিচে উল্লেখ করা হলোঃ

✔ 90 tasks

✔ Call on the brave Aesir to strengthen your ranks of warriors

✔ Use the powerful abilities of allies: teleportation, healing, etc.
Repel ruthless attacks of Jotuns, Marauders, Giants and Dark Elves

✔ 10 powerful hammers and armor sets of Thor

✔ 4 arenas to fight

✔ Weekly ranking

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Iron Man 3

Game Developer : Gameloft

Game Size : 800 MB+

Required OS : 2.3+

Game Released Date : 20 August, 2017

Game Version : 1.6.9G

Game Link : Pdalife

https://ift.tt/SNHxQK8

Iron Man বা Tony Stark এর ফ্যান কতজন আছেন এখানে? Marvel এর সবচেয়ে Favourite Character আমার।

Android এ Iron Man এর Solo তেমন ভালো কোনো গেম নেই একমাত্র এই গেমটি ছাড়া। এখানে আপনি Iron Man এর Suits, Upgrades সবই পাবেন।

আমি Money Mod এর লিংক দিয়েছি। এখান থেকে আপনি দুটি সুবিধা পাবেন। (১) গেমটির লেটেস্ট ভার্সন পাবেন। (২) গেমটিতে Upgrades এর পিছনে Unlimited Money খরচ করার জন্য পেয়ে যাবেন।

Iron Man 3 Movie টির উপরই Based করে এই গেমটিকে বানানো হয়েছে। তাই এখানে Iron Man 3 এর Storyline ই পাবেন।

গেমটির গ্রাফিক্স খুবই ভালো। গেমটি খেলতে হলে আপনাকে High end mobile device ব্যবহার করতে হবে না। একটি মোটামোটি ভালো ডিভাইস হলেই গেমটি খেলতে পারবেন Smoothly।

গেমটিতে আছে ১৮ টি Costumes, ৪ Super Villain, New York/Malibu/China Locations আরো অনেক কিছু।

নিচে গেমটির কিছু ফিচার উল্লেখ করা হলোঃ

✔ fly over cities and protect the civilian population

✔ 3 locations with self-generating levels Malibu, new York and China

✔ 4 super villain – Live Leser, Mighty Modoc, Ezekiel stane and Crimson Dynamo

✔ a wide variety of tasks, the battle in the air and battle one on one

✔ contemporary graphics and colorful environments, and animation

✔ 18 costumes – full new that can be improved!

গেমটির কন্ট্রোলও বেশ ভালো। ২০১৭ সালের গেম অনুযায়ী গেমটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে আপনি Decent Storyline, Great Graphics, Good Control সবই পেয়ে যাচ্ছেন।

Iron man fans দেরকে এই গেমটি আমি অবশ্যই সাজেস্ট করবো বিশেষ করে যারা এই গেমটি সম্পর্কে জানতেন না বা খেলে দেখেননি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : The Dark Knight Rises

Game Developer : Gameloft

Game Size : Around 900 MB

Required OS : 2.3+

Game Released Date : 6 October, 2017

Game Version : 1.1.6

Game Link : Pdalife

https://ift.tt/eL0bW7c

Marvel এর গেমের সাথেও DC Fans দের জন্যেও একটি গেম দিয়ে দিলাম। DC Fans দের কাছে এই গেমটি আশা করছি অনেক ভালো লাগবে।

আমি Unlimited Money Mod এর লিংক দিয়েছি। তাই আপনাকে Equipments Purchase করতে সমস্যা হবে না। যতো ইচ্ছা কিনুন কোনো সমস্যা ছাড়াই।

এই গেমটিতে আপনি অসাধারন একটি Storyline পাবেন। অনেক Addictive একটি গেম। খেললে মনে হয় আরো খেলি।

একের পর এক Twist + Storyline এ আপনাকে এগিয়ে নিয়ে যাবে গেমটি। আপনি ইচ্ছামতো Character Control করতে পারবেন।

এছাড়াও Nonstop Action, Fighting, Bike Riding, Flying, Gliding ইত্যাদি তো আছেই। মানে Batman Character এর সবকিছুই আপনি করতে পারবেন এখানে।

যারা DC Fans রয়েছেন এবং Batman Character টাকে ভালোবাসেন তাদেরকে আমি অবশ্যই এই গেমটি সাজেস্ট করবো। আমার খেলা one of the best Batman game on android।

Must Try and Must Recommended একটি গেম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Spiderman : Unlimited

Game Developer : Gameloft

Game Size : Around 1 GB

Required OS : 4.0+

Game Version : 4.6.0c

Game Link : Pdalife

https://ift.tt/EJSasY8

MARVEL এর Spiderman Fans রা সাড়া দিন। আপনি কি Subway Surfers গেমটি খেলেছেন? তবে আপনার কাছে এই গেমটি ভালো লাগবেই।

এই গেমটি Subway Surfers, Temple Run এর মতো একই Concept এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এই গেমটির গ্রাফিক্স অনেক High।

তাই আপনাকে একটি ভালো মোবাইল লাগবে যাতে ভালো Processor আছে। না হলে গেমটি আপনি ভালোভাবে খেলতে পারবেন না।

আপনাকে গেম থেকে বের করে দিবে। এটা গেমের কোনো Bug না। অনেকেই হয়তোবা গেমটি Install করে পরে বলতে পারেন যে গেমটি চলছে না।

আসলে এখানে সমস্যাটা লিংক বা Apk বা Obb এর না। সমস্যাটা আপনার মোবাইলের। যাই হোক, বিষয়টা ক্লিয়ার করার ছিল তাই ক্লিয়ার করে দিলাম।

আশা করছি এ নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আসি এর Storyline এ। Marvel সবসময়ই তাদের গেমে ভালো Storyline দিবেই। আর সেটা যদি হয় Spiderman Character এর তবে তো কোনো কথাই নেই।

এখানে আপনি Green Goblin, Venom এর মতো Supervillain দেরকে দেখতে পাবেন। প্রত্যেকের য
জন্যে আলাদা আলাদা Storyline ও আছে।

এখানে আপনি Nonstop Fighting Action এর সাথে Web slinging ও করতে পারবেন। আর বিভিন্ন ধরনের Upgrades তো আছেই।

গেমটির কন্ট্রোলও বেশ Smooth যদি আপনার ডিভাইস ভালো হয় তবে। গ্রাফিক্স এবং Animation সব দিক দিয়েই বেশ ভালো একটি গেম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Marvel Future Revolution

Game Developer : Netmarble

Game Size : 1.5 GB (ভেতর থেকে আরো 4 GB+ Data Download হবে)

Required OS : 6.0+

Game Version : 1.7.4

Game Released Date : August 22, 2021

Game Link : Playstore

এটি হচ্ছে Marvel এর প্রথম Open-World Action RPG Mobile Platform এ যেখানে আপনি Marvel এর প্রত্যেকটি Character কেই দেখতে পারবেন এবং তাদেরকে নিয়ে খেলতেও পারবেন।

এই গেমটিকে Regular Update করা হচ্ছে। যখনই Marvel এর নতুন কোনো Movie Launch হয় তখনই এই গেমে নতুন নতুন Characters, Special Events দেয়।

এই গেমটি বাকী ৪ টি গেমগুলোর তুলনায় সব দিক থেকে সবচেয়ে ভালো। কেননা এখানে আপনি Marvel এর সব Character ই পেয়ে যাবেন।

আপনার কাছে যদি ভালো একটি ডিভাইস থাকে তবে এই গেমটি Must Try করবেন। না হলে আপনি অনেক বড় কিছু Miss করে ফেলবেন।

একজন Marvel Fan হওয়ায় আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো গেমটি খেলার জন্য।

কি নেই এই গেমটিতে? Realistic Graphics + Smooth Control + Best Storyline + Amazing Gameplay সবকিছুই আপনি পাবেন।

যারা Endgame দেখেছেন তারা এই গেমটির সাথে অনেক কিছুই Relate করতে পারবেন। এর থেকে বেশি Hint দিবো না 😁। বাকীটা আপনি নিজে খেলে দেখুন।

এখানে আপনি Iron man, captain america, doctor strange, black widow, starlord, groot, spiderman, captain marvel সহ ইত্যাদি আরো প্রচুর Characters পাবেন খেলার জন্যে।।

গেমটির Storyline + Gameplay আপনাকে মুগ্ধ করতে বাধ্য। গেমটিতে Thanos ও অন্যান্য অনেকগুলো Supervillain ও পাবেন।

সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এটি একটি Open World Game। জি, এটি একটি Open World Game। আপনি যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে, Explore করতে পারবেন ইচ্ছামতো।

যে Storyline এখানে দেওয়া আছে সেটি MARVEL এর Original Stoy। আর প্রতিটি Superhero এর Costume থেকে শুরু করে তাদের Superpower গুলোও Original ই পাবেন যেমনটা আপনারা Movie/Comics/Cartoons এ দেখেছেন।

এখন পর্যন্ত Android Platform এ Best Marvel Game এটি। তাই অবশ্যই গেমটি খেলে দেখবেন।

গেমটির কিছু ফিচারস নিচে উল্লেখ করা হলোঃ

▶ High Fidelity 3D AAA Graphics Never Before Seen In Mobile Gaming

▶ Marvel’s First Open-World Action RPG on Mobile

▶ An all-new Marvel universe based on original stories

▶ Play as your very own unique Super Hero with fully customizable costumes

▶ Cinematic Action & Fluid Combat

বিঃদ্রঃ এই গেমটির স্ক্রিনশট বেশি দিয়েছি বলে মনে হতে পারে। তবে আমি মাত্র কয়েকটা Character এর Gameplay + Storyline এর Screenshots দিয়েছি। গেমটিতে দেখার মতো ও করার মতো এত কিছু আছে যে তা বলে ও স্ক্রিনশট দিয়ে বোঝানো সম্ভব না।

আমি স্ক্রিনশট গুলো দিয়েছি শুধুমাত্র ধারনা দেওয়ার জন্য যে গেমটি আসলেই কেমন। আপনাকে শুধু শুধু 5 GB+ Data আর Time দুটিই আমি Waste করতে বলবো না।

তাই এখান থেকে দেখে নিন গেমটি কেমন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। অনেকেই বলে থাকেন আমি বেশি স্ক্রিনশট দিই। আসলে আমি সব স্ক্রিনশট একবারে তুলে একই জায়গায় রেখে দিই।

পরে একবারে সব mark করে select করে আপলোড করে দিই। তাই অনেক সময় বেশি স্ক্রিনশট আপলোড হয়ে যায়।

আর বেশি স্ক্রিনশট নেওয়ার কারন হচ্ছে আমি চাই আপনাদের ভালোভাবে বুঝাতে যে গেমটিতে কি আছে। কেমন দেখতে লাগবে যখন আপনি গেমটি প্রথম প্রথম খেলা শুরু করবেন।

সব কিছুই তো এক দুইটা স্ক্রিনশটে বোঝানো সম্ভব নয় তাই না? তাই বেশি স্ক্রিনশট দিয়ে দিই যেন আপনারা ভালো ধারনা পান যে গেমের ভিতরে আছে টা কি।

আমি জানি অনেকেই Scroll করতে করতে বিরক্ত হয়ে যান। কারন আমরা বাঙালি জাতী সভাবতই অলস প্রকৃতির 😆😆😅। যাই হোক, এটার জন্যে আমি বেশ দূঃখিত। কিন্তু করার কিছুই নেই।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

 

The post Android এর 5 টি Best Super Hero Games! appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: