Sunday, January 23, 2022

ছবি দিয়ে সহজেই spectrum music ভিডিও তৈরী করুন।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
ছবি দিয়ে শুধুমাত্র স্পেক্ট্রাম ইউজ করে মিউজিক ভিডিও তৈরী করে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল কাজ করছে। তারা ভিডিও থেকে ইনকাম ও করছে। এখন কথা হল সহজে কি করে spectrum ভিডিও তৈরী করতে হয়।
প্রথমে আপনাদের দেখিয়ে দেই spectrum কি?
মিউজিকের বিটের সাথে এগুলো উঠা নামা করে

এটাই spectrum
আসুন দেখি কিভাবে ছবিতে মিউজিক ও স্পেক্ট্রাম লাগবো সাথে ছবিটি বিটের সাথে react ও করবে।

প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
ডাউনলোড : ChkSnd
অ্যাপ টি ডাউনলোড করার পর ওপেন করুন।
ওপেন করার পর স্ক্রিনশট অনুযায়ী আপনার ছবি সিলেক্ট করুন।




প্রথমে আমরা ইমেইজ টা সিলেক্ট করে নিবো উপরের মত। তারপর আমাদের স্পেক্ট্রাম নিতে হবে তার জন্য + বাটনে ক্লিক করুন।

এরপর add spectrum


spectrum এর কিছু সেটিং রয়েছে যেমনঃ

বিস্তারিতঃ
Width: এটার মাধ্যমে স্পেক্ট্রামের প্রস্থ সেট করা হয়।
Height: এটার মাধ্যমে spectrum এর দৈর্ঘ্য সেট করা হয়।
position x: এটার মাধ্যমে spectrum কে ডানে বামে নেওয়া হয়।
position y: এটার মাধ্যমে spectrum কে উপর নীচে নেওয়া হয়।
frequency bands: এটার মাধ্যমে spectrum এর বিন্দু গুলো কতটুক ফাঁকা বা দুরত্ব হবে এটা সেট করা হয়

thickness: এটার মাধ্যমে spectrum টি কতটুক মোটা হবে এটা সেট করা হয়।

color : এটার মাধ্যমে spectrum এর রং সেট করা হয়।
maximum height: এটার মাধ্যমে spectrum এর সর্বোচ্চ উচ্চতা সেট করা হয়।

side : এটার মাধ্যমে spectrum টি কোন দিক দিয়ে উঠা নামা করবে এটা সেট করা হয়।
AB = উভয় সাইডে
A = উপরে শুধু
B = নীচে শুধু

type: এটার মাধ্যমে spectrum এর কেমন হবে লম্বা লম্বি নাকি গোল আকৃতির এটা সেট করা হয়।
bar = লম্বা লম্বি
Circle = গোল আকৃতির

react to velocity: গানের বিটের সাথে সাথে spectrum টি আকৃতিতে বড় হব ছোট হবে। মানে রিয়েক্ট করবে।

spectrum টা প্রথমে চলবে না তার জন্য আমাদের গান যোগ করতে হবে।
গান যোগ করতে load music এ ক্লিক করে একটি গাম যোগ করুন।

গান যোগ করে প্লে করে দেখুন spectrum চলছে

আমরা চাইলে মিউজিকের সাথে ছবি টিকেও নাচাতে পারবো।
আসুন দেখি কিভাবে করবো।



এটা করার পর নিজেই বুঝতে পারবেন হয়েছে কি না।

সব কাজ হয়ে গেলে ভিডিও টি সেইভ করুন export এ ক্লিক করে

কিছুটা লোড নিয়ে গ্যালারিতে সেইভ হয়ে যাবে

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post ছবি দিয়ে সহজেই spectrum music ভিডিও তৈরী করুন। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: