Thursday, October 28, 2021

জাভা কিংবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজের নামে রিংটন বানান,পুরোপুরি বাংলা ভাষায়।

প্রথমেই আমার সালাম
নিবেন।আশা করি ভালো
আছেন।আপনাদের দোয়াই
আমিও ভালো আছি।
আজকে আমি জাভা ইউজারদেরর জন্য এমন একটি পোস্ট নিয়ে এসেছি।যার মাধ্যমে আপনারা নিজের নামে রিংটন বানাতে বানাতে পারবেন পুরোপুরি বাংলা ভাষায়।

প্রথমেই প্রবেশ করুন এই লিংকে।তারপর নিচের স্ক্রিনশট এর মতো আসবে।

একটু নিচে এসে বক্সে ভাষা সিলেক্ট করুন।স্ক্রিনশটে আমি বাংলা ভাষা দিয়েছি।

এরপর যোকোন একটা রিংটন সিলেক্ট করুন।

যার নামে রিংটন বানাবেন,বক্সে তার নাম।নামটা যদি ‘রুবেল হোসেন’ এরকম হয়। তাহলে একটানে ‘রুবেলহোসেন’ এভাবে লিখুন।অথাৎ এক শব্দে কোন ফাঁক না রেখে লিখবে হবে।না বুঝলে স্ক্রিনশট দেখুন।

তারপর যেকোন একটা মেসেজ সিলেক্ট করুন।

create এ ক্লিক করুন।

এই দেখুন রিংটোন বানানো হয়ে গেছে।

একটু নিচে এসে রিংটনটি ডাউনলোড করে নিন।

ব্যাস রিংটন বানানো হয়ে গেল।

তাহলে আজ এই পর্যন্ত।দেখা হবে অন্য কোনো পোস্টে নতুন কোন
ট্রিক নিয়ে।সে পর্যন্ত
ভালো থাকবেন এবং ট্রিক
বিডির সাথেই থাকবেন।
বিদায়!!!

The post জাভা কিংবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজের নামে রিংটন বানান,পুরোপুরি বাংলা ভাষায়। appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: