টেলিগ্রাম একাউন্ট লিমিট হয়ে গেলে কিভাবে লিমিটেশন দূর করবেন
অনেক সময় দেখা যায় টেলিগ্রামে আমাদের একাউন্ট নির্দিষ্ট তারিখ পর্যন্ত লিমিট হয়ে যায়। এর ফলে আমরা কোন পাবলিক গ্রুপে অথবা কন্ট্রাক্ট লিস্টে নেই এমন কোন ব্যক্তিকে মেসেজ করতে পারি না। তবে এর একটি সমাধান আছে। আপনি আপনার লিমিটেশন থেকে রিলিজ হতে পারবেন।
বি:দ্র: যদি টেলিগ্রাম ভুলক্রমে আপনার অ্যাকাউন্ট লিমিট করে ফেলে তবেই আপনি লিমিটেশন দূর করতে পারবেন। আপনি যদি কাউকে কোন আজেবাজে মেসেজ করেন এবং সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে রিপোর্ট করে তাহলে কিন্তু এই মেথড কাজে দেবে না।
১. প্রথমে টেলিগ্রামে @SpamBot লিখে সার্চ করুন। তারপর বটে Start বাটনে চাপ দিন।
২. এখন আপনি দেখতে পাবেন আপনার একাউন্ট কতদিন লিমিট হয়ে থাকবে। তারপর আপনি নিচের বর্গাকৃতি এই বাটনে ক্লিক করবেন।
৩. এরপরে স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন।
৪. এরপর Yes এ ক্লিক করে স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন।
৫. এর পরে আপনি লিখবেন যে ভুল করে আপনারঅ্যাকাউন্ট লিমিট করা হয়ে গেছে। আপনি কাউকে Inappropriate কোন মেসেজ করেন নি। আপনাকে দ্রুত রিলিজ করতে।
এখন টেলিগ্রাম টিম দেখবে যে সত্যিই আপনার অ্যাকাউন্টে মিসটেক হয়ে লিমিটেশন পড়ে গেছে কিনা। কিংবা তাদের সিস্টেমের কোন ত্রুটির জন্য আপনার একাউন্টে লিমিটেশন করে গেছে কিনা। যদি তারা আপনার একাউন্ট লিমিটেশনের কোন কারণ না পায় তাহলে খুব দ্রুত আপনাকে রিলিজ করবে।
আরো দেখুন: টেলিগ্রামে আপনার পছন্দের ইউজারনেম যদি আগে থেকেই কারোর ব্যবহার করা থাকে তাহলে কি করবেন ?
আজকে এ পর্যন্তই। ট্রিকবিডিতে আমি নতুন তাই কোন ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ
The post টেলিগ্রাম একাউন্ট লিমিট হয়ে গেলে কি করবেন ? appeared first on Trickbd.com.
0 comments: