Tuesday, September 28, 2021

[official] ট্রেইনারদের জন্য জরুরি নোটিশ। পেমেন্টের নীতিমালায় পরিবর্তন।

এখন থেকে ছোটখাটো পোস্টগুলো ননপ্রফিট মার্ক করা হবে।
যেমন: এসাইনমেন্ট পোস্ট, বিভিন্ন নিউজ, পর্যাপ্ত তথ্য ছাড়া পোস্ট……… ইত্যাদি।

অর্থাৎ, মানে ঘাটতি থাকলে এগুলোতে কোনো রিওয়ার্ড এড হবেনা।
আর যারা ভালো পোস্ট করবে তাদের পোস্টে এসব পোস্টের টাকাও এড হয়ে যাবে।

আর টেক রিলেটেড পোস্টগুলো অগ্রাধিকার পাবে।
যারা টেকনোলজি বিষয়ক ভালো ভালো পোস্ট করবে তারা এক্সট্রা রিওয়ার্ড পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

অর্থাৎ, ভালো লেখকরা তাদের ন্যায্য সম্মানী পাবে।
পাশাপাশি T-Expert-রা লেখার মানের বিচারে মাঝেমাঝে বোনাস ও পাবেন।

নোটিশটি সবার সাথে শেয়ার করুন।

The post [official] ট্রেইনারদের জন্য জরুরি নোটিশ। পেমেন্টের নীতিমালায় পরিবর্তন। appeared first on Trickbd.com.


Related Posts

0 comments: