Sunday, May 30, 2021

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জেনে রাখুন অ্যান্ড্রয়েডের জন্য গুরুত্বপূর্ণ ৮ টি নিরাপত্তা টিপস [হট টিউন]

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জেনে রাখুন অ্যান্ড্রয়েডের জন্য গুরুত্বপূর্ণ ৮ টি নিরাপত্তা টিপস [হট টিউন]

নিরাপত্তা নিশ্চিত করার টিপস…….

সারা বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি। আমরা সকলেই আমাদের এন্ড্রয়েড ফোনে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করি। কিন্তু কখনও কখনও এই তথ্য নিরাপত্তা ভেদ করে চলে যায় হ্যাকারদের হাতে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কিভাবে যায়? যদি আপনি একটু সতর্ক থাকেন তাহলে হ্যাকারদের জন্য আপনার এই নিরাপত্তা ভেদ করা কষ্টসাধ্য বটে। তো চলুন জানব কিভাবে অ্যান্ড্রয়েডের নিরাপত্তা বৃদ্ধি করা যায়।

নিরাপত্তা নিয়ে কথা শুরু করা যাক-

১. শক্তিশালী পাসওয়ার্ড তৈরি।

নিরাপত্তা মূলক শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন

আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগের একটা বড় মাধ্যম। হ্যাকাররা বিশেষ করে ব্যবহারকারীর দুর্বল নিরাপত্তা ভেদ করে ফেসবুক, জিমেইল, অনলাইন ব্যাংক একাউন্ট ইত্যাদির পাসওয়ার্ড বিভিন্ন প্রক্রিয়ায় হ্যাক করে থাকে। যার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে ব্রুট ফোর্স। ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি যদি অনুমানযোগ্য হয়, তবে ব্রুট ফোর্স এর মাধ্যমে খুব সহজেই আপনার পাসওয়ার্ড তাদের হাতে চলে যাবে। কয়েকটি শক্তিশালী পাসওয়ার্ড এর উদাহরণ: Morsu&@1, Kabin#$6 । আরো বেশি শক্তিশালী করতে চাইলে অবশ্যই ১২ থেকে ১৫ ডিজিটের কমপ্লেক্স  পাসওয়ার্ড ব্যবহার করবেন।

২. প্লে স্টোর এর বাইরে থেকে অ্যাপস ইনস্টল না করা। 

প্লে স্টোর থেকে সফটওয়্যার

সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে বাহিরের কোন সোর্স থেকে ডাউনলোড করবেন না। অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে আপনার ফোনে কোন প্রকার ভাইরাস বা খারাপ প্রোগ্রাম প্রবেশ করবে না। কারণ প্লে স্টোর এর সকল সফটওয়্যার প্লে প্রটেক্ট এর মাধ্যমে যাচাইকৃত।

৩. ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ইনস্টল ও তা একটিভ করা।

ফাইন্ড মাই ডিভাইস অবশ্য ইন্সটল করবেন

গুগল প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস সফটওয়ারটি ইনস্টল করে একটিভ করে রাখবেন এতে করে আপনার ফোন হারিয়ে গেলেও আপনার ফোনের লোকেশন ট্র্যাকিং, ফোনের নোটিফিকেশন পাঠানো, ফোনের সবকিছু মুছে দেওয়ার সুবিধা পাবেন।

৪. নিয়মিত সিকিউরিটি প্যাচ আপডেট

সিকিউরিটি প্যাচ আপডেট

এন্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের আপডেট আসে। যেমন অ্যান্ড্রয়েড আপডেট, ইউ আই আপডেট, সিকিউরিটি প্যাচ আপডেট। অনেকেই সিকিউরিটি প্যাচ আপডেট দেন না। এক্ষেত্রে ফোনের সিকিউরিটি প্যাচ আপডেট আসার সাথে সাথেই আপডেট দিয়ে দিবেন। এতে করে আপনার ফোনের সিকিউরিটি আরো বেশি শক্তিশালী হবে।

৫. ইউএসবি সংযোগের সর্তকতা

ইউএসবি চার্জিং কানেকশন

অনেক সময় দেখা যায় আমাদের ফোনে চার্জ না থাকলে এবং আমরা দূরে কোথাও গেলে যেকোনো ইউএসবি কেবল পেলেই চার্জে লাগিয়ে দেই। এক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে। কেবল ঢুকানোর পর কোন পারমিশন চাইলে শুধুমাত্র চার্জিং অনলি অপশন বাছাই করবেন। এক্ষেত্রে আপনার ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না।

৬. অ্যাপ পারমিশন দেওয়ায় সর্তকতা।

অ্যান্ড্রয়েড অ্যাপ পার্মিশন

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অ্যাপ পারমিশন।

আমরা যেকোনো সফটওয়্যার ইন্সটল করার পর তা ওপেন করলে বিভিন্ন ধরনের পারমিশন চায়। যেমন: ফোন কল পারমিশন, ভিডিও পারমিশন, স্টোরেজ পারমিশন, মাইক্রোফোন পারমিশন, লোকেশন পারমিশন ইত্যাদি। যেমন ধরেন একটা ক্যালেন্ডার অ্যাপস ইনস্টল করার পর ওপেন করলেন এবং তখন দেখলেন ওই অ্যাপ এ ক্যামেরা পারমিশন চায়, মাইক্রোফোন পারমিশন চায়। তখন অবশ্যই ডিনাই করতে হবে। প্রয়োজনে সফটওয়্যারট ইন্সটল করে দিতে হবে। কারণ ওই সফটওয়্যার অবশ্যই ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি।

৭. ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকা

ফ্রি ওয়াইফাই ব্যবহার এর ঝুঁকি

বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই ফ্রি ওয়াইফাই। তখন আমরা অনেকেই সে ওয়াই ফাই তে কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু একবারও কি নিজেকে জিজ্ঞেস করেছেন তার ফ্রি ওয়াইফাই ব্যবহার করার সুযোগ দেওয়ার মূল কারণটা কি? হতে পারে সেই ওয়াইফাই এর মাধ্যমে আপনার অনেক গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য সে প্রোভাইডারের হাতে চলে যেতে পারে। তা আমি মনে করি ফ্রি ওয়াইফাই ব্যবহার না করাই ভালো।

৮. অপ্রয়োজনে ওয়াইফাই ও ব্লুটুথ অফ রাখা

ওয়াইফাই ও ব্লুটুথ অফ

প্রয়োজন শেষে অবশ্যই ওয়াইফাই ও ব্লুটুথ চালু রাখবেন না। কারণ এগুলোর মাধ্যমে খুব সহজেই অন্য কেউ আপনার তথ্য হ্যাক করতে পারে এমনকি আপনার ফোনে ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম ঢুকিয়ে দিতে পারে।

ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ফেইসবুকে আমি : Muhammad Morsalin

The post অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জেনে রাখুন অ্যান্ড্রয়েডের জন্য গুরুত্বপূর্ণ ৮ টি নিরাপত্তা টিপস [হট টিউন] appeared first on Trickbd.com.


Wednesday, May 26, 2021

নিয়ে নিন ফ্রিতে Tiktok এ আনলিমিটেড Hearts,views এবং share ।।Without Login

নিয়ে নিন ফ্রিতে Tiktok এ আনলিমিটেড Hearts,views এবং share ।।Without Login

আসসালামু আলাইকুম
এটা আমার ট্রিকবিডিতে প্রথম পোস্ট।
কোনো প্রকার ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
আজ আপনাদের মাঝে সেয়ার এমন একটি সাইট যার মাধ্যমে আপনারা ইচ্ছা মতো টিকটক এ হাটস,ভিউয়ার এবং সেয়ার নিতে পারবেন।
তো বেশি কথা বা বলে চুলুন পোস্ট এ চলে যাই।
প্রথমে লিংকে প্রবেস করুন
তারপর এমন পেজ পাবেন

আপনারা কেপচাটি পূরন করে নিন
তারপর এমন একটি পেজ পাবেন

এখানে যেহেতু আমরা টিকটক হাটস নিব তাই টিকটিক সিলেক্ট করলাম
তারপর

খালি বক্স এ আপনাদের টিকটক ইউজার নাম দিয়ে search এ ক্লিক করবেন।

আপনার একাউন্ট এর সব show করবে।
একন আপনি যেটায় হাটস নিতে চান সেটায় ক্লিক করুন।
আমি একটায় করলাম

এখানে ভিডিওটির সব দেখা যাচ্ছে।
এখন আপনি

যেটা নিতে চান সেটায় ক্লিক করুন।
আমি হাটস এ ক্লিক করলাম।
কিছু সময় অপেক্ষা করুন।।

এভার টিকটক এ যেয়ে দেখুন আপনার হাটস যোগ হয়ে গেছে।।
তারপর আবার হাটস নিতে আপনাকে ১ মিনিট সময় অপেক্ষা করতে হবে।
একটা ছোট ট্রিক আপনাদের নেওয়া হয়ে গেলে হোম বাটন এ ক্লিক করে আবার নিয়ম মত হাটস,ভিউ,সেয়ার নিতে থাকেন এতে ১ মিনিট অপেক্ষা করা লাগবে না।
প্রুফ


ধন্যবাদ সবাইকে।

The post নিয়ে নিন ফ্রিতে Tiktok এ আনলিমিটেড Hearts,views এবং share ।।Without Login appeared first on Trickbd.com.


কিভাবে মাত্র ৫ সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোব করবেন। ছোট একটি এপ্স দিয়ে।

কিভাবে মাত্র ৫ সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোব করবেন। ছোট একটি এপ্স দিয়ে।

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভাল আছেন

আপনারা অনেকেই আছেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমোব করতে remov bg অথবা picsart অথবা lightx দিয়ে করে থাকেন।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ছোট 

একটি এপ্স দিয়ে, মাত্র ৫ সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোব করবেন। 

তো চলুন শুরু করা যাক।

 

প্রথমে এই Dowload
ক্লিক করে ডাউনলোড করে ইন্সটাল করে নিন।

এর পর প্লাস আইকনে ক্লিক করুন।

তারপর যে কোন একটি ছবি সিলেক্ট করুন।

ছবি সিলেক্ট করে দিলেই, দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমোব হয়েগেছে।

 

এবার উপরের তীর চিহ্নিত যাগায় ক্লিক করুন।

 

এভার ব্যাকগ্রাউন্ড এড করতে চাইলে এখানে ক্লিক করুন। না চাইলে উপরের ডাউনলোড আইকনে ক্লিক করুন

 

এবার দেখবেন গেলারিতে সেইব হয়েগেছে।
না বুঝ্ব থাকলে ভিডিওটি দেখতে পারেন।
এখানে Watch now. তে ক্লিক করুন

The post কিভাবে মাত্র ৫ সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোব করবেন। ছোট একটি এপ্স দিয়ে। appeared first on Trickbd.com.


[hot_post]wapkiz এবং wapaxo এর জন্য নিয়ে নিন Facebook Hacking Template 2021 100% working(don’t Miss)

[hot_post]wapkiz এবং wapaxo এর জন্য নিয়ে নিন Facebook Hacking Template 2021 100% working(don’t Miss)

আসসালামুআলাইকুম।আপনারা সবাই কেমন আছেন।আসা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন।আর আল্লাহর রহমতে এবং অপনাদের দোয়াতে আমিও অনেকে ভালো আছি।আর সারা জীবন এই ভাবেই ভালো থাকতে পারি এর জন্য আপনারা দোয়া করবেন।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন একটা টপিক।আজকের টপিক হলো একটা Wapkiz এবং wapaxo Facebook Fishing Theme.
কিছু কথা: এই ফেজবুক ফিসিং ওয়াপকিজ এবং ওয়াপএক্স থিম এর থিম নিয়ে কোনো খারাপ কাজ করবেন না।কারো ক্ষতি করবেন না।যদি আপনারা এই থিম এর মাধ্যমে কোনো বেআইনি কাজ করেন তাহলে আমি এবং এই সবার প্রিয় ট্রিকবিড কোনো ভাবেই দায়ি থাকবেনা।তাই সর্বদা সঠিক কাজ করুন।আর এই থিম দেওয়ার মূল উদ্যেশ্য হলো শুধু শত্রুর সাথে মজা করা,বন্ধুর সাথে মজা করা ইত্যাদি কারনে।এই থিম কারো ক্ষতি করার জন্য দেওয়া হচ্ছে না।অনেক কথাই তো বলে ফেল্লাম এবার কাজের কথায় আসা যাক।

তো চলুন শুরু করা যাক


প্রথমে আপনারা এখান থেকে সাইটের ডেমো দেখে নিন।কারণ কোনো কিছু করার আগে সেইটা যাচাই করে দেখা উচিত
Live Demo

থিম ডাউনলোড করা লিঙ্ক পোস্টের শেষে দেওয়া হয়েছে।

এখন দেখাবো যে কিভাবে একটা ফিসিং ওয়েবসাইট তৈরি করবেন।

account তৈরি করার জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করুন।
এর পর একটা পেজ ওপেন হবে।সেখান থেকে আপনারা Registar লেখাতে ক্লিক করুন।ঠিক নিচের মতো করে।

এবার ঠিক নিচের মতো একটা পেজ আসবে।

এবার প্রথম বক্স মানে my user name এখানে আপনি আপনার একটা জিমেইল এর লিখুন যেমন আমি লিখলাম fb737521 .ঠিক নিচের মতো করে।

এর পর 2য় বক্স মানে My Email এখানে আপনি আপনার একটা জিমেইল লিখুন।যেমন আমি লিখলাম fb737521@gmail.com .ঠিক নিচের মতো
করে।

এরপর 3য়
বক্স মানে My Password
এখানে আপনি আপনার একটা
পাসওয়ার্ড লিখুন।ঠিক নিচের
মতো করে।

এর পর
চতুর্থ বক্স মানে Re Enter
Password।এখানে আপনার
একই পার্সওয়াড লিখুন।ঠিক
নিচের মতো করে।

এখন দেখুন
captcha এর নিচে বড় বড়
করে কিছু লিখা আছে।

সেই লেখাগুলো হুবহু ভাবে তার নিচের বক্সে লিখুন এবং তার নিচের ঘরটিতে একটা টিক দিয়ে দিন।ঠিক নিচের মতো করে।

এরপর Create Now লেখাতে ক্লিক করুন নিচের মতো করে।

এখন যদি নিচের মতো করে একটা পেজ আসে তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে।

এখন একটু নিচে আসলে ঠিক নিচের মতো দেখতে পাবেন।

এখন Create Domain এখানে আপনার ওয়েবসাইটের নাম লিখুন।যেমন আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম fb737521.ঠিক নিচের মতো করে।

এখন এর নিচেই দেখুন একটা সিলেক্ট অপশন আছে।সেখানে ক্লিক করুন।ঠিক নিচের মতো একটা পেজ আসবে।

এখান থেকে আপনি একটা সাব ডোমেইন সিলেক্ট করুন।যেমন আমি নিলাম .wapqiz.com .ঠিক নিচের মতো করে।

Description এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইট বিষয়ে কিছু লিখতে পারেন।তবে না লিখলেও চলে।আমি কিছু লিখবো না।

এখন এর নিচেই দেখুন select category নামে একটা ওপশন আছে।

সেখানে ক্লিক করলে নিচের মতো একটা পেজ ওপেন হবে।

সেখান থেকে আপনারা Forum সিলেক্ট করুন।এবং Create Now তে ক্লিক করুন।

এখন যদি নিচের মতো পেজ আসে তাহলে আপনার সাইট তৈরি হয়ে গেছে।

এখন একটু নিচে এসে Extra ফাংশনে দেখুন Theme » Backup/Restore(new) নামে একটা ওপশন আছে।আপনারা সেখানে ক্লিক করুন।

এরপর নিচের মতো একটা পেজ আসবে।

এখন একটু নিচে আসলে ফাইল সিলেক্ট করার অপশন দেখতে পাবেন।

এবার সেখানে আমার দেওয়া থিমটি সিলেক্ট করুন।এবং Upload লেখাতে ক্লিক করুন।

এবার যদি Theme Upload Successfully লেখা আসে তাহলে আপনার সাইটে থিম আপলোড হয়ে গেছে।এখন উপরের view লেখানে ক্লিক করুন।ঠিক নিচের ফটোর মতো করে।

এই দেখুন আমার ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে।

আপনার সকল কাজ সম্পূর্ণ।এবার থিম ডাউনলোড করার পালা।তো আপনারা এখান থেকে থিম ডাউনলোড করেনিন।

Download Facebook Hacking V1 Wapkiz Template.Zip
প্রথমে ফাইলটি ডাউনলোড করে নিন তারপর থিমটা কোনো Unzip, ZipReader,Blueftp দিয়ে Extra করে আপনার সাইটে আপলোড দিন।
বিঃ দ্রঃ থিমে যদি কোনো কিছু ইডিট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার থিম কাজ করবেনা।তাই কোনো কিছু ইডিট করবেন না।

আর আমি আবারো বলতেছি যে আপনারা দয়া করে কারো ক্ষতি করবেন না।

আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।

আজ এই পর্যন্তই দেখা হবে পরের পোষ্টে।






























The post [hot_post]wapkiz এবং wapaxo এর জন্য নিয়ে নিন Facebook Hacking Template 2021 100% working(don’t Miss) appeared first on Trickbd.com.


[Black_Max-01]ফাইল আপলোডের সেরা সাইট

What’s Up Guys !
আমারা ফাইল শেয়ারের জন্য বিভিন্ন সাইট বা ড্রাইভ ব্যবহার করি , কিন্তু সেগুলোতে সীমাবদ্ধ স্টোরেজ থাকে । আজ আমি এমন একটা সাইট নিয়ে কথা বলব যেখানে আনলিমিটেড স্টোরেজসহ বিভিন্ন সুবিধা পাবেন ।তো শুরু করার আগে একটাই কথা পুরো পোষ্টটি পড়ে তারপর ঐ সাইটে যাবেন ।


ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোষ্ট ।আয় করার জন্য ট্রিকবিডিতে আসিনি বরং মানুষকে সাহায্য করার জন্য এই চরিত্রের সৃষ্টি ।।


এই সাইটের সুবিধা :
১।আনলিমিটেট স্টোরেজ ।
২।দ্রুতগতিতে আপলোড ও ডাউনলোড।৩।পাসওয়াড সেট করার সুবিধা ।
৪।আপলোড শুরু করার সাথে সাথে ডাউনলোড লিংক পাবেন ।
অসুবিধা : ।এই সাইটে আনলিমিটেট স্টোরেজ পেলেও প্রতি ফাইলের সাইজ Max 512 Mb এর বেশি হলে আপলোড হবে না ।বড় ফাইল আপলোডের জন্য প্রিমিয়াম মেম্বার হতে হবে তবে এই সাইটে প্রিমিয়াম মেম্বার হওয়ার সার্ভিস এখনো চালু হয়নি ।নিচে সাইটটির কিছু স্ক্রিনশুট দেয়া হলো সাইন আপের পর ID RECOVERY KEY এর মেইল পাবেন ।

হেহ্ আইসে নিজের চ্যানেল প্রোমোট করতে , যারা এধরনের কথা ভাবছেন তাদের আগেই বলে রাখি , শুধুমাত্র শখের বশে আমি ভিডিওটি তৈরি করেছি । আর ভিডিও লোডিংয়ের ক্ষেত্রে দ্রুত লোড হওয়ার জন্য ইউটিওবে আপলোড করেছি তাছাড়া আমি আরেকটি উদ্যোগ নিয়েছি যে ইউটিউব এ যদি কখোনো অ্যাডসেন্স পাই তাহলে তা থেকে আয়কৃত অর্থ গরিব মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ব্যায় করব (Mission HFP = Mission Help For Poor )।আর একটা কথা ট্রিকবিডি আমার প্রিয় সাইট এখানে শুধু শেখার জন্য আসা ,এখানে আমি কখোনো আয় করার জন্য আসিনি তবে ট্রিকবিডি থেকে লেখার জন্য যে হাদিয়া পাব তা যেকোন অথর বা কন্ট্রিবিউটার কেই দিব (কারো যদি এই সামান্য অর্থে কোনো উপকার হয় ) ।তো দেখা হবে পরবর্তী কোনো পর্বে ।


কোনো প্রয়োজন হলে Facebook এ অথবা কমেন্ট করুন । আপনাকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব ।

The post [Black_Max-01]ফাইল আপলোডের সেরা সাইট appeared first on Trickbd.com.


Tuesday, May 18, 2021

আপনার অজান্তে myrobi একাউন্টি হ্যাক হয়েছে কিনা দেখেনিন, এবং হ্যাক হলে কি করবেন?? জেনেনিন

আপনার অজান্তে myrobi একাউন্টি হ্যাক হয়েছে কিনা দেখেনিন, এবং হ্যাক হলে কি করবেন?? জেনেনিন

আসসালামু আলাইকুম

আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছে।

আমদের অনেকের মাই রবি একাউন্ট আমাদের অজান্তে অন্য কেও হ্যাক করে,
আমরা কাকে কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি সব দেখে নিচ্ছে।

তো চলুন আজকে আমি দেখাবো,

কিভাবে দেখবেন আপনার my robi একাউন্ট  হ্যাক হয়েছে কিনা।
আর হ্যাক হলে কি করবেন। তো চলুন শুরু করা যাক।

ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোস্ট
 

প্রথমে এপ্সটি ওপেন করুন,এবং প্রোফাইলে ক্লিক করুন।

এবার Remove Parents ক্লিক করুন।

যদি আপনার একাউন্ট হ্যাক হয় এমন একটি নাম্বার দেখতে পাবেন।

এবার Remove এ ক্লিক করু

এর পর yes ক্লিক করুন।তারপর দেখবেন

এরপর দেখবেন এমন দেখাবে,তারপর বুঝবেন আপনি চিন্তা মুক্ত। ধন্যবাদ।

 

–না বুঝলে ভিডিওটি দেখতে  Watch Now ক্লিক করুন।

ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।?

The post আপনার অজান্তে myrobi একাউন্টি হ্যাক হয়েছে কিনা দেখেনিন, এবং হ্যাক হলে কি করবেন?? জেনেনিন appeared first on Trickbd.com.